ETV Bharat / sports

চার মেরেই লুটিয়ে পড়লেন ! মাঠেই মৃত্যু জনপ্রিয় ক্রিকেটারের

খেলার মাঠে মৃত্যু মহারাষ্ট্রের প্রতিভাবান ক্রিকেটারের ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷

cricketer imran patel died in live cricket match
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জনপ্রিয় ক্রিকেটারের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 29, 2024, 3:16 PM IST

Updated : Nov 29, 2024, 3:46 PM IST

ছত্রপতি সম্ভাজিনগর, 29 নভেম্বর: ক্রিকেটারের অকাল মৃত্যু ! মাঠে খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মহারাষ্ট্রের জনপ্রিয় ক্রিকেটার । ইমরান প্যাটেল, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় ক্রিকেট বৃত্তে এক পরিচিত নাম । গারওয়ারে ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ চলাকালীন ব্যাট করতে গিয়ে মাঠে পড়ে যান ইমরান । তারপরেই মৃত্যু হয় তাঁর ৷

ইমরানের অকালমৃত্যুতে অকালমৃত্যুতে হতবাক দেশের ক্রিকেটপ্রেমীরা । সম্ভাজিনগরের ক্রিকেটপ্রেমীরা বলছেন, ইমরান এমন একজন খেলোয়াড় যিনি সবসময় হাসিমুখে খেলতেন ৷ সতীর্থ, সমর্থক প্রত্যেকের প্রিয় ছিলেন তিনি ৷ স্থানীয় পর্যায়ে অনেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন ইমরান ৷

ঠিক কী হয়েছে ?

বুধবার সন্ধ্যায় বেসরকারি টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন ইমরান ৷ ভালো ব্যাটও করছিলেন তিনি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাউন্ডারি মারার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আম্পায়ারকে জানান, বাইরে গিয়ে ওষুধ খেতে হবে ৷ আম্পায়ারের সম্মতিতে মাঠের বাইরেও হাঁটা শুরু করলেন । কিন্তু মাঠ ছাড়ার আগেই লুটিয়ে পড়েন তিনি ৷ জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি ।

cricketer imran patel died in live cricket match
খেলার মাঠে মৃত্যু মহারাষ্ট্রের প্রতিভাবান ক্রিকেটারের (ইটিভি ভারত)

গড়ওয়ারের যে মাঠে ম্যাচ চলছিল, সেখানে উপস্থিত ছিলেন পুর কমিশনার জি শ্রীকান্তও । ইমরানকে মাঠে লুটিয়ে পড়তে দেখে সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি । সাধারণত সন্ধ্যার সময় রাস্তায় প্রচুর ভিড় থাকে ৷ ফলে শ্রীকান্ত তাঁর পাইলট কারও দিয়ে দেন । জরুরি ভিত্তিতে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

ইমরান প্যাটেল ছিলেন একজন অল-রাউন্ডার । ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভালো পারফর্ম করতেন । স্থানীয় পর্যায়ে তাঁর ভক্ত সংখ্যাও প্রচুর । তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা ।

আরও পড়ুন

ছত্রপতি সম্ভাজিনগর, 29 নভেম্বর: ক্রিকেটারের অকাল মৃত্যু ! মাঠে খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মহারাষ্ট্রের জনপ্রিয় ক্রিকেটার । ইমরান প্যাটেল, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় ক্রিকেট বৃত্তে এক পরিচিত নাম । গারওয়ারে ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ চলাকালীন ব্যাট করতে গিয়ে মাঠে পড়ে যান ইমরান । তারপরেই মৃত্যু হয় তাঁর ৷

ইমরানের অকালমৃত্যুতে অকালমৃত্যুতে হতবাক দেশের ক্রিকেটপ্রেমীরা । সম্ভাজিনগরের ক্রিকেটপ্রেমীরা বলছেন, ইমরান এমন একজন খেলোয়াড় যিনি সবসময় হাসিমুখে খেলতেন ৷ সতীর্থ, সমর্থক প্রত্যেকের প্রিয় ছিলেন তিনি ৷ স্থানীয় পর্যায়ে অনেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন ইমরান ৷

ঠিক কী হয়েছে ?

বুধবার সন্ধ্যায় বেসরকারি টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন ইমরান ৷ ভালো ব্যাটও করছিলেন তিনি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাউন্ডারি মারার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আম্পায়ারকে জানান, বাইরে গিয়ে ওষুধ খেতে হবে ৷ আম্পায়ারের সম্মতিতে মাঠের বাইরেও হাঁটা শুরু করলেন । কিন্তু মাঠ ছাড়ার আগেই লুটিয়ে পড়েন তিনি ৷ জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি ।

cricketer imran patel died in live cricket match
খেলার মাঠে মৃত্যু মহারাষ্ট্রের প্রতিভাবান ক্রিকেটারের (ইটিভি ভারত)

গড়ওয়ারের যে মাঠে ম্যাচ চলছিল, সেখানে উপস্থিত ছিলেন পুর কমিশনার জি শ্রীকান্তও । ইমরানকে মাঠে লুটিয়ে পড়তে দেখে সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি । সাধারণত সন্ধ্যার সময় রাস্তায় প্রচুর ভিড় থাকে ৷ ফলে শ্রীকান্ত তাঁর পাইলট কারও দিয়ে দেন । জরুরি ভিত্তিতে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

ইমরান প্যাটেল ছিলেন একজন অল-রাউন্ডার । ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভালো পারফর্ম করতেন । স্থানীয় পর্যায়ে তাঁর ভক্ত সংখ্যাও প্রচুর । তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা ।

আরও পড়ুন

Last Updated : Nov 29, 2024, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.