ETV Bharat / sports

ঘোলা জলে রাজ্য সাঁতার ! কর্তাদের বিরুদ্ধে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ; শুরু দায় ঠেলাঠেলি - Controversy in State Swimming

Controversy in State Swimming Competition: অস্বচ্ছ জলে রাজ্য সাঁতার প্রতিযোগিতার আয়োজন ঘিরে বিতর্ক ৷ অভিযোগ, যে প্রতিযোগিতা থেকে জাতীয় স্তরে প্রতিযোগিতায় নাম পাঠানো হবে সেখানেই হয়েছে একাধিক বেনিয়ম ৷ তা নিয়ে শুরু হয়েছে, দায় ঠেলাঠেলিও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 8:48 PM IST

ETV BHARAT
ঘোলা জলে রাজ্য সাঁতার প্রতিযোগিতার অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 21 জুলাই: সুইমিং পুল নয়, রাজ্য সাঁতার প্রতিযোগিতা হল সুইমিং কোর্সে ৷ স্বচ্ছ জলের বদলে সাঁতারুরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে নামলেন ঘোলা জলে ৷ রাজ্য সাঁতারের এই দুরবস্থা নিয়ে সরব হয়েছেন কর্মকর্তা, কোচ এবং সাঁতারুরা ৷ এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে রাজ্য জুনিয়র এবং সাব-জুনিয়র প্রতিযোগিতায় ৷ তিনদিনের এই প্রতিযোগিতার প্রত্যেকটি পর্ব ভুল ও বেনিয়মে ভরা বলে সরব হয়েছেন অনেকে ৷ অভিযোগ, তাঁদের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না রাজ্য সাঁতার সংস্থার বর্তমান শাসক গোষ্ঠী ৷

প্রসঙ্গত বলে রাখা ভালো, রাজ্য সাঁতার সংস্থার কুর্সি নিয়ে শুরু হওয়া বিতর্কের বয়স পাঁচ বছর ৷ কারা বৈধ, আর কারা অবৈধ, তা নিয়ে দড়ি টানাটানি জারি রয়েছে ৷ এই টানাপোড়েন মেটাতে সব পক্ষই ব্যর্থ ৷ অভিযোগ, সবপক্ষের মনোভাব- যেমন চলছে তেমনই চলুক ৷ রাজ্য সাঁতারে 2019 সালে দেবাশিস কুমারের সভাপতিত্বে সচিব স্বপন আদক এবং অন্যরা কাজ শুরু করলেও, দু’বছরের মধ্যে তাঁরা কুর্সি হারান ৷

2021 সালের 26 ফেব্রুয়ারি তা 'দখল' করেন রামানুজ মুখোপাধ্যায়, অতনু ঘোষরা ৷ অনেকের দাবি, এই গোষ্ঠীর সমর্থক বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের একাংশ ৷ সমর্থন রয়েছে ভারতীয় সুইমিং ফেডারেশনেরও ৷ রাজ্য সাঁতার প্রশাসনের কুর্সির টানাটানি নিয়ে, নগর দায়রা আদালত এবং কলকাতা হাইকোর্টে মামলা চলছে ৷ এবছর ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সুইমিং কোর্সে বসেছিল রাজ্য জুনিয়র এবং সাবজুনিয়র প্রতিযোগিতা ৷ এখানকার সফল প্রতিযোগীদের মধ্যে থেকেই জাতীয় আসরের জন্য বাংলা দল বাছা হবে ৷ যা ভূবনেশ্বরে শুরু হচ্ছে 5 অগস্ট ৷

এখন প্রশ্ন হল, সুইমিং পুল ও কোর্সের পার্থক্য কী ? সুইমিং পুলের জল ফিল্টার করা মানে স্বচ্ছ ৷ যাতে জলের ভিতরে সাঁতারুরা নিয়ম ভাঙছেন কি না, তা দেখা যায় ৷ সুইমিং কোর্সের জল ঘোলা ৷ ফলে সেখানে সাঁতারুরা জলে নিয়ম ভাঙলেন কি না, তা দেখার বিশেষ সুযোগ নেই ৷ সেই কারণে, হেঁদুয়া এবং কলেজ স্কোয়ারে সাঁতার শেখানো হয় ৷ প্রতিযোগিতা হয় না ৷

সুইমিং কোর্সে রাজ্য পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা করে নিয়ম মানা যায়নি, তা মানছেন রাজ্য সাঁতার সংস্থার সভাপতি রামানুজ মুখোপাধ্যায় ৷ তিনি বলছেন, "আমার কিছু করার ছিল না ৷ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দল পাঠানোর আগে, রাজ্য প্রতিযোগিতা করতে হত ৷ আমি সুইমিং পুল দেওয়ার জন্য একাধিকবার আবেদন করেছি ৷ কিন্তু, আবেদন গ্রাহ্য হয়নি ৷ আমাদের রাজ্যে পরিকাঠামো নেই ৷ ক্রীড়ামন্ত্রী আমার কথা শোনেন না ৷ একসময় রাজ্যের ক্রীড়ামন্ত্রী আমার সব কথা শুনতেন ৷ তখন নিয়ম মেনে করেছি ৷ এখন কিছু করার নেই আমার ৷"

সভাপতির সুর সচিব অতনু ঘোষের গলাতেও ৷ তিনি বলছেন, "ভুল কিছু হয়েছে ৷ আমরা সুইমিং পুলের জন্য আবেদন করেও পাইনি ৷ জেলা থেকেও সাড়া পাইনি ৷ জাতীয় মিটের আগে রাজ্য প্রতিযোগিতা করতে হত ৷" রাজ্য পর্যায়ের সাঁতারে কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির অভিযোগও উঠছে ৷ অতনু ঘোষ বলছেন, "যে অভিযোগ করছে, সে যদি অন্যায়ভাবে কোথাও ঢুকে পড়ে নজরদারির চেষ্টা করে, তাহলে তো প্রতিবাদ করতেই হবে ৷"

কলকাতা, 21 জুলাই: সুইমিং পুল নয়, রাজ্য সাঁতার প্রতিযোগিতা হল সুইমিং কোর্সে ৷ স্বচ্ছ জলের বদলে সাঁতারুরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে নামলেন ঘোলা জলে ৷ রাজ্য সাঁতারের এই দুরবস্থা নিয়ে সরব হয়েছেন কর্মকর্তা, কোচ এবং সাঁতারুরা ৷ এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে রাজ্য জুনিয়র এবং সাব-জুনিয়র প্রতিযোগিতায় ৷ তিনদিনের এই প্রতিযোগিতার প্রত্যেকটি পর্ব ভুল ও বেনিয়মে ভরা বলে সরব হয়েছেন অনেকে ৷ অভিযোগ, তাঁদের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না রাজ্য সাঁতার সংস্থার বর্তমান শাসক গোষ্ঠী ৷

প্রসঙ্গত বলে রাখা ভালো, রাজ্য সাঁতার সংস্থার কুর্সি নিয়ে শুরু হওয়া বিতর্কের বয়স পাঁচ বছর ৷ কারা বৈধ, আর কারা অবৈধ, তা নিয়ে দড়ি টানাটানি জারি রয়েছে ৷ এই টানাপোড়েন মেটাতে সব পক্ষই ব্যর্থ ৷ অভিযোগ, সবপক্ষের মনোভাব- যেমন চলছে তেমনই চলুক ৷ রাজ্য সাঁতারে 2019 সালে দেবাশিস কুমারের সভাপতিত্বে সচিব স্বপন আদক এবং অন্যরা কাজ শুরু করলেও, দু’বছরের মধ্যে তাঁরা কুর্সি হারান ৷

2021 সালের 26 ফেব্রুয়ারি তা 'দখল' করেন রামানুজ মুখোপাধ্যায়, অতনু ঘোষরা ৷ অনেকের দাবি, এই গোষ্ঠীর সমর্থক বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের একাংশ ৷ সমর্থন রয়েছে ভারতীয় সুইমিং ফেডারেশনেরও ৷ রাজ্য সাঁতার প্রশাসনের কুর্সির টানাটানি নিয়ে, নগর দায়রা আদালত এবং কলকাতা হাইকোর্টে মামলা চলছে ৷ এবছর ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সুইমিং কোর্সে বসেছিল রাজ্য জুনিয়র এবং সাবজুনিয়র প্রতিযোগিতা ৷ এখানকার সফল প্রতিযোগীদের মধ্যে থেকেই জাতীয় আসরের জন্য বাংলা দল বাছা হবে ৷ যা ভূবনেশ্বরে শুরু হচ্ছে 5 অগস্ট ৷

এখন প্রশ্ন হল, সুইমিং পুল ও কোর্সের পার্থক্য কী ? সুইমিং পুলের জল ফিল্টার করা মানে স্বচ্ছ ৷ যাতে জলের ভিতরে সাঁতারুরা নিয়ম ভাঙছেন কি না, তা দেখা যায় ৷ সুইমিং কোর্সের জল ঘোলা ৷ ফলে সেখানে সাঁতারুরা জলে নিয়ম ভাঙলেন কি না, তা দেখার বিশেষ সুযোগ নেই ৷ সেই কারণে, হেঁদুয়া এবং কলেজ স্কোয়ারে সাঁতার শেখানো হয় ৷ প্রতিযোগিতা হয় না ৷

সুইমিং কোর্সে রাজ্য পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা করে নিয়ম মানা যায়নি, তা মানছেন রাজ্য সাঁতার সংস্থার সভাপতি রামানুজ মুখোপাধ্যায় ৷ তিনি বলছেন, "আমার কিছু করার ছিল না ৷ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দল পাঠানোর আগে, রাজ্য প্রতিযোগিতা করতে হত ৷ আমি সুইমিং পুল দেওয়ার জন্য একাধিকবার আবেদন করেছি ৷ কিন্তু, আবেদন গ্রাহ্য হয়নি ৷ আমাদের রাজ্যে পরিকাঠামো নেই ৷ ক্রীড়ামন্ত্রী আমার কথা শোনেন না ৷ একসময় রাজ্যের ক্রীড়ামন্ত্রী আমার সব কথা শুনতেন ৷ তখন নিয়ম মেনে করেছি ৷ এখন কিছু করার নেই আমার ৷"

সভাপতির সুর সচিব অতনু ঘোষের গলাতেও ৷ তিনি বলছেন, "ভুল কিছু হয়েছে ৷ আমরা সুইমিং পুলের জন্য আবেদন করেও পাইনি ৷ জেলা থেকেও সাড়া পাইনি ৷ জাতীয় মিটের আগে রাজ্য প্রতিযোগিতা করতে হত ৷" রাজ্য পর্যায়ের সাঁতারে কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির অভিযোগও উঠছে ৷ অতনু ঘোষ বলছেন, "যে অভিযোগ করছে, সে যদি অন্যায়ভাবে কোথাও ঢুকে পড়ে নজরদারির চেষ্টা করে, তাহলে তো প্রতিবাদ করতেই হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.