ETV Bharat / sports

ছত্তিশগড়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে লারাকে টপকালেন পূজারা

রঞ্জিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে শতরান করে ব্রায়ান লারার নজির টপকালেন চেতেশ্বর পূজারা ৷ এরপর রাহুল দ্রাবিড়ের নজির ভাঙার অপেক্ষায় তাঁর উত্তরসূরি ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

CHETESHWAR PUJARA
চেতেশ্বর পূজারা (ANI)

রাজকোট, 21 অক্টোবর: রাহুল দ্রাবিড় পরবর্তী সময় লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের 'মিস্টার ডিপেন্ডবল' তিনি ৷ জাতীয় দলের হয়ে শেষ টেস্টটা গতবছর জুনে খেললেও ঘরোয়া ক্রিকেটে এখনও কথা বলছে চেতেশ্বর পূজারার ব্য়াট ৷ সোমবার ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে শতরান হাঁকালেন সৌরাষ্ট্র ব্যাটার ৷ আর সেইসঙ্গে ছাপিয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান চার্লস লারার সেঞ্চুরি সংখ্যাকে ৷

এদিন রাজকোটে প্রথম শ্রেণির ক্রিকেটে 66তম শতরান এল পূজারার ব্যাটে ৷ অর্থাৎ, ছত্তিশগড়ের বিরুদ্ধে ব্রায়ান চার্লস লারার প্রথম শ্রেণির ক্রিকেটে 65 শতরানের নজির টপকে গেলেন একদা ভারতের মিডল-অর্ডারের স্তম্ভ ৷ প্রথম ইনিংসে ছত্তিশগড়ের সাত উইকেটে পাহাড়প্রমাণ 578 রানের পাল্টা পূজারার ব্যাটে লড়াই ছুড়ে দেয় সৌরাষ্ট্র ৷ যদিও আজই শেষদিন হওয়ায় ম্য়াচে ফলাফলের সম্ভাবনা নেই বললেই চলে ৷ এরইমাঝে শতরান হাঁকিয়ে নজিরে পূজারা ৷

197 বলে এদিন রঞ্জিতে 25তম শতরান পূর্ণ করেন ভারতের জার্সিত 103টি টেস্ট খেলা ব্যাটার ৷ সোমবার পূজারার নজির তাঁকে প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়ের নজির ছোঁয়ার দিকে আরও একধাপ এগিয়ে দিল ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে 'দ্য ওয়াল'-এর নামের পাশে রয়েছে 68টি সেঞ্চুরির রেকর্ড ৷ অর্থাৎ, সেই নজির ছুঁতে আর তিনটি শতরান দরকার সৌরাষ্ট্র ক্রিকেটারের ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সর্বাধিক শতরানকারী ভারতীয় ব্যাটার পূজারাই ৷ 81টি শতরান সহযোগে তালিকায় যুগ্মভাবে প্রথমস্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাসকর ৷

তালিকায় চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন বিজয় হাজারে (60) ও ওয়াসিম জাফর ৷ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 19টি শতরানের মালিক পূজারার ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে রেকর্ডকে দুরন্ত বললে কম বলা হয় ৷ 272 ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে প্রায় 21 হাজার রান ৷ সর্বাধিক রান 352 ৷

প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতের সর্বাধিক পাঁচ শতরানকারী:

সুনীল গাভাসকর ও সচিন তেন্ডুলকর- 81

রাহুল দ্রাবিড়- 68

চেতেশ্বর পূজারা- 66

বিজয় হাজারে- 60

ওয়াসিম জাফর- 57

রাজকোট, 21 অক্টোবর: রাহুল দ্রাবিড় পরবর্তী সময় লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের 'মিস্টার ডিপেন্ডবল' তিনি ৷ জাতীয় দলের হয়ে শেষ টেস্টটা গতবছর জুনে খেললেও ঘরোয়া ক্রিকেটে এখনও কথা বলছে চেতেশ্বর পূজারার ব্য়াট ৷ সোমবার ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে শতরান হাঁকালেন সৌরাষ্ট্র ব্যাটার ৷ আর সেইসঙ্গে ছাপিয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান চার্লস লারার সেঞ্চুরি সংখ্যাকে ৷

এদিন রাজকোটে প্রথম শ্রেণির ক্রিকেটে 66তম শতরান এল পূজারার ব্যাটে ৷ অর্থাৎ, ছত্তিশগড়ের বিরুদ্ধে ব্রায়ান চার্লস লারার প্রথম শ্রেণির ক্রিকেটে 65 শতরানের নজির টপকে গেলেন একদা ভারতের মিডল-অর্ডারের স্তম্ভ ৷ প্রথম ইনিংসে ছত্তিশগড়ের সাত উইকেটে পাহাড়প্রমাণ 578 রানের পাল্টা পূজারার ব্যাটে লড়াই ছুড়ে দেয় সৌরাষ্ট্র ৷ যদিও আজই শেষদিন হওয়ায় ম্য়াচে ফলাফলের সম্ভাবনা নেই বললেই চলে ৷ এরইমাঝে শতরান হাঁকিয়ে নজিরে পূজারা ৷

197 বলে এদিন রঞ্জিতে 25তম শতরান পূর্ণ করেন ভারতের জার্সিত 103টি টেস্ট খেলা ব্যাটার ৷ সোমবার পূজারার নজির তাঁকে প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়ের নজির ছোঁয়ার দিকে আরও একধাপ এগিয়ে দিল ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে 'দ্য ওয়াল'-এর নামের পাশে রয়েছে 68টি সেঞ্চুরির রেকর্ড ৷ অর্থাৎ, সেই নজির ছুঁতে আর তিনটি শতরান দরকার সৌরাষ্ট্র ক্রিকেটারের ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সর্বাধিক শতরানকারী ভারতীয় ব্যাটার পূজারাই ৷ 81টি শতরান সহযোগে তালিকায় যুগ্মভাবে প্রথমস্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাসকর ৷

তালিকায় চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন বিজয় হাজারে (60) ও ওয়াসিম জাফর ৷ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 19টি শতরানের মালিক পূজারার ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে রেকর্ডকে দুরন্ত বললে কম বলা হয় ৷ 272 ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে প্রায় 21 হাজার রান ৷ সর্বাধিক রান 352 ৷

প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতের সর্বাধিক পাঁচ শতরানকারী:

সুনীল গাভাসকর ও সচিন তেন্ডুলকর- 81

রাহুল দ্রাবিড়- 68

চেতেশ্বর পূজারা- 66

বিজয় হাজারে- 60

ওয়াসিম জাফর- 57

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.