ETV Bharat / sports

ধোনি গড়ে নাইট ঝড়ের পূর্বাভাস ! চতুর্থ জয়ের লক্ষ্যে নাইটদের বাজি বিধ্বংসী ব্যাটিং - IPL 2024 - IPL 2024

IPL 2024: পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ হারার পর সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম ম্যাচের পর থেকে নাইটরা পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলেছে ৷ চতুর্থ ম্যাচটিও চেন্নাইয়ে ৷ যেখানে তিননম্বর অ্যাওয়ে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালসে সরিয়ে একনম্বরে ওঠাই লক্ষ্য নাইটদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 6:17 PM IST

কলকাতা, 6 এপ্রিল: অ-এ অঙ্গকৃষ রঘুবংশী, আ-এ আন্দ্রে রাসেল, স-এ সুনীল নারাইন। বাংলা অক্ষরমালার পরিচয় লিখন সূত্রের রেশ মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরাও তাদের প্রিয় নায়কদের নিয়ে 'কোয়েনেজ' তৈরি করেছেন। আর করবেনই না কেন। চলতি আইপিএলে নাইটরা প্রথম থেকেই সংহার মূর্তিতে ৷ প্রতিপক্ষের ভয়ে কুঁকড়ে যাওয়া নয়, বরং চোখে চোখ রেখে লড়াই ছুঁড়ে দিচ্ছে। যা সামলাতে গত তিন ম্যাচে বারবার সমস্যায় পড়তে হয়েছে হেনরিক ক্লাসেন, বিরাট কোহলি, ঋষভ পন্তদের ৷

এবার সামনে চেন্নাই সুপার কিংস। শেষ দু'টি ম্যাচ হেরে নড়বড়ে তারকা সমৃদ্ধ চেন্নাই সুপার কিংস। গত বছরের চ্যাম্পিয়নদের এবারের পারফরম্যান্স কিছুটা হলেও ধারাবাহিকতার অভাবে ভুগছে। টি টোয়েন্টির ফরম্যাটে যে কোনও দলই 'আজ রাজা, তো কাল ফকির'। চেন্নাইয়ের শরীরে রাজবেশ কিছুটা হলেও ঢলঢলে। অন্যদিকে নাইটদের পারফরম্যান্সে গ্রিক যোদ্ধার দাপট। গত তিনটি ম্যাচে প্রয়োজনীয় সময়ে কোনও কোনও ক্রিকেটার ব্যাট কিংবা বল হাতে 'ত্রাতা মধুসূদন' হয়েছেন ৷

প্রথম ম্যাচে ব্যাট হাতে ফিল সল্ট এবং আন্দ্রে রাসেল, বল হাতে হর্ষিত রানা দলের জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের পুরোটাই 'নারাইন শো'। যাকে যোগ্য সঙ্গত রাসেল, অঙ্গকৃষ্ণ ভেঙ্কটেশ আইয়ারদের। তাই ব্যক্তিগত নৈপুণ্য নয়, গৌতম গম্ভীরের হাতে পড়ে কেকেআর দলগত সংহতি পুষ্ট। একের থেকে পাঁচের জোর সবসময়ই বেশি। তাই নাইটরাও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসছেন। সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে ৷

আইপিএলের মঞ্চে মেগা ম্যাচ ৷ ঋতুরাজ গাইকোয়াড়ের চেন্নাই যেখানে হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সেখানে নাইটরা টেট্রার লক্ষ্যে নামবে ৷ তবে কলকাতার ড্রেসিংরুমে চোটের কাঁটা রয়েছে ৷ হর্ষিত রানার স্লিং ঝুলিয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসার ছবি ইতিমধ্যেই ভাইরাল ৷ তাই তিনি যে সোমবারের মেগা ম্যাচে অনিশ্চিত তা প্রমাণিত ৷ আরেকজন নীতীশ রানা, আঙুলের চোটের কারনে নেই। যদিও মেন্টর গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার দু’জনেই বলছেন চোট-আঘাত যেকোনও দলের কাছেই ধাক্কা ৷

তবে দলে একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন, যাঁরা অভাব ঢাকতে তৈরি ৷ কথাটা অমূলক নয়, তা নাইট স্কোরকার্ডে চোখ রাখলেই মালুম হচ্ছে ৷ খেলোয়াড়দের ভয়ডরহীন ক্রিকেট প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ৷ পেস বোলিংয়ে যেমন মিচেল স্টার্কের সঙ্গে বৈভব অরোরা, আন্দ্রে রাসেল ভরসা যোগাচ্ছেন ৷ তেমনই বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনদের ঘুর্ণির রহস্যে প্রতিপক্ষ নাজেহাল ৷ তাই আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা এবার চেন্নাইয়ের গড়ে ঢুকে বাজিমাত করতে পারেন কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে মার্কিন মুলুকে বাড়ছে ক্রিকেট পর্যটন
  2. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
  3. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান

কলকাতা, 6 এপ্রিল: অ-এ অঙ্গকৃষ রঘুবংশী, আ-এ আন্দ্রে রাসেল, স-এ সুনীল নারাইন। বাংলা অক্ষরমালার পরিচয় লিখন সূত্রের রেশ মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরাও তাদের প্রিয় নায়কদের নিয়ে 'কোয়েনেজ' তৈরি করেছেন। আর করবেনই না কেন। চলতি আইপিএলে নাইটরা প্রথম থেকেই সংহার মূর্তিতে ৷ প্রতিপক্ষের ভয়ে কুঁকড়ে যাওয়া নয়, বরং চোখে চোখ রেখে লড়াই ছুঁড়ে দিচ্ছে। যা সামলাতে গত তিন ম্যাচে বারবার সমস্যায় পড়তে হয়েছে হেনরিক ক্লাসেন, বিরাট কোহলি, ঋষভ পন্তদের ৷

এবার সামনে চেন্নাই সুপার কিংস। শেষ দু'টি ম্যাচ হেরে নড়বড়ে তারকা সমৃদ্ধ চেন্নাই সুপার কিংস। গত বছরের চ্যাম্পিয়নদের এবারের পারফরম্যান্স কিছুটা হলেও ধারাবাহিকতার অভাবে ভুগছে। টি টোয়েন্টির ফরম্যাটে যে কোনও দলই 'আজ রাজা, তো কাল ফকির'। চেন্নাইয়ের শরীরে রাজবেশ কিছুটা হলেও ঢলঢলে। অন্যদিকে নাইটদের পারফরম্যান্সে গ্রিক যোদ্ধার দাপট। গত তিনটি ম্যাচে প্রয়োজনীয় সময়ে কোনও কোনও ক্রিকেটার ব্যাট কিংবা বল হাতে 'ত্রাতা মধুসূদন' হয়েছেন ৷

প্রথম ম্যাচে ব্যাট হাতে ফিল সল্ট এবং আন্দ্রে রাসেল, বল হাতে হর্ষিত রানা দলের জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের পুরোটাই 'নারাইন শো'। যাকে যোগ্য সঙ্গত রাসেল, অঙ্গকৃষ্ণ ভেঙ্কটেশ আইয়ারদের। তাই ব্যক্তিগত নৈপুণ্য নয়, গৌতম গম্ভীরের হাতে পড়ে কেকেআর দলগত সংহতি পুষ্ট। একের থেকে পাঁচের জোর সবসময়ই বেশি। তাই নাইটরাও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসছেন। সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে ৷

আইপিএলের মঞ্চে মেগা ম্যাচ ৷ ঋতুরাজ গাইকোয়াড়ের চেন্নাই যেখানে হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সেখানে নাইটরা টেট্রার লক্ষ্যে নামবে ৷ তবে কলকাতার ড্রেসিংরুমে চোটের কাঁটা রয়েছে ৷ হর্ষিত রানার স্লিং ঝুলিয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসার ছবি ইতিমধ্যেই ভাইরাল ৷ তাই তিনি যে সোমবারের মেগা ম্যাচে অনিশ্চিত তা প্রমাণিত ৷ আরেকজন নীতীশ রানা, আঙুলের চোটের কারনে নেই। যদিও মেন্টর গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার দু’জনেই বলছেন চোট-আঘাত যেকোনও দলের কাছেই ধাক্কা ৷

তবে দলে একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন, যাঁরা অভাব ঢাকতে তৈরি ৷ কথাটা অমূলক নয়, তা নাইট স্কোরকার্ডে চোখ রাখলেই মালুম হচ্ছে ৷ খেলোয়াড়দের ভয়ডরহীন ক্রিকেট প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ৷ পেস বোলিংয়ে যেমন মিচেল স্টার্কের সঙ্গে বৈভব অরোরা, আন্দ্রে রাসেল ভরসা যোগাচ্ছেন ৷ তেমনই বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনদের ঘুর্ণির রহস্যে প্রতিপক্ষ নাজেহাল ৷ তাই আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা এবার চেন্নাইয়ের গড়ে ঢুকে বাজিমাত করতে পারেন কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে মার্কিন মুলুকে বাড়ছে ক্রিকেট পর্যটন
  2. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
  3. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.