বেঙ্গালুরু, 18 মে: দু'জনই ভারতীয় ক্রিকেটে আইকন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগে-পরে হলেও দু'জনই বিদায় জানিয়েছেন ৷ কথা হচ্ছে যাদের নিয়ে তাঁরা হলেন ইয়েলো জার্সিধারি মহেন্দ্র সিং ধোনি ও অপরজন বিরাট কোহলি ৷ উভয়ের নামটাই যথেষ্ট ৷ আলাদা করে আর এখন কিছু পরিসংখ্যন লাগে না ৷ শনিবারের চিন্নাস্বামীর পর আর হয়তো আইপিএলের মাঠেও আর দু'জনকে দেখা যাবে না হয়তো, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে ৷ আজ চিন্নাস্বামীতে 'ডু অর ডাই' ম্যাচে সামনাসামনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস ব্রিগেড ৷ মেঘের ঘনঘটায় ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করছে ফ্যাফ ডু'প্লেসির দল ৷ অন্যদিকে, প্লে-অফে কোয়ালিফাই করতে কোহলিদের অল্প রানে বাঁধতে বল গড়াচ্ছে ইয়েলো ব্রিগেড ৷
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র প্রথম একাদশ- ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, মহিপাল লোমরর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), করণ শর্মা, যশ দয়াল, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ
- চেন্নাই সুপার কিংস-এর প্রথম একাদশ- রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, সিমারজিৎ সিং, মহেশ থিকসানা
বেঙ্গালুরুকে প্লে-অফে কোয়ালিফাই করতে হলে আজ অন্তত 18 রানে জিততে হবে ৷ অন্যথায়, চতুর্থ দল হিসাবে কোয়ালিফাই করবে চেন্নাই সুপার কিংস ৷ এদিন চেন্নাই হারলে আর হয়তো ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে না মাহিকে। সেই আবেগ ঘিরে রয়েছে শুধু চেন্নাই নয়, আপামর ক্রিকেটপ্রেমীকেই। যদিও ধোনি-কোহলির মহারণে ভিলেন হতে পারে বৃষ্টি। আবহওয়া তেমনই ইঙ্গিত দিচ্ছে। যদিও কোটি কোটি ক্রিকেট ভক্তর প্রার্থনা বৃষ্টির ভ্রুকুটিকে যাতে কয়েকঘণ্টার জন্য দূরে রাখে ৷
আরও পড়ুন: