লন্ডন, 14 জুলাই: একবছর আগে নোভাক জকোভিচকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা হয়েছিলেন তিনি ৷ 2024 সালে এসে সেই ফলাফলেরই পুনরাবৃত্তি ঘটালেন কার্লোস আলকারাজ ৷ 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে হেলায় হারিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন বছর একুশের স্প্যানিয়ার্ড ৷ সার্বিয়ার কিংবদন্তির বিরুদ্ধে আলকারাজ এদিন ফাইনাল জিতে নিলেন 6-2, 6-2, 7-6 (7-4) ব্যবধানে ৷ পাঁচ সপ্তাহের ব্যবধানে জোড়া গ্র্যান্ড স্ল্যাম এল স্প্যানিয়ার্ডের ক্যাবিনেটে ৷
সাঁইত্রিশের জকোভিচের বিরুদ্ধে রবিবাসরীয় ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রেখেছিলেন আলকারাজ ৷ অভিজ্ঞতায় যোজন পিছিয়ে থাকলেও কোর্টে কোনওভাবেই সেই ছাপ পড়েনি তাঁর খেলায় ৷ প্রথম দু'টি সেটের ফলাফল দেখেই স্পষ্ট সেটা ৷ 6-2 সেটে প্রথম দুই সেট জিতে নেন তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী আলকারাজ ৷ তৃতীয় সেটে যদিও জোরালো প্রত্যাঘাত ফিরিয়ে দেন গ্রহের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ সেখানেও বাজিমাত করে যান স্পেনের তরুণ ৷
Four Grand Slam titles. And counting.#Wimbledon pic.twitter.com/nGvv39ntZr
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
সার্ভিস, ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড কিংবা স্ম্যাশ; স্পেনের তরুণের কাছে এদিন কোনও বিভাগেই এঁটে উঠতে পারেননি অল ইংল্যান্ড ক্লাবে সাতবারের খেতাবজয়ী জকোভিচ ৷ সাম্প্রতিক অতীতে কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে জকোভিচ এহেন আত্মসমর্পণ মনে করতে পারছেন না অনুরাগীরা ৷ এর আগে একাধিক ক্ষেত্রে দু'সেটে পিছিয়ে থেকে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে বাজিমাত করে গিয়েছেন নোভাক ৷ তেমনটাই এদিনও প্রত্যাশা করেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু আলকারাজ বুঝিয়ে দিলেন টেনিস সার্কিটে তিনি থাকতে এসেছেন লম্বা সময়ের জন্য ৷
To win here is special. To defend here is elite.
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
Carlos Alcaraz is the 2024 Gentlemen’s Singles Champion 🏆#Wimbledon pic.twitter.com/kJedyXf0vn
চতুর্থ সেট সেয়ানে সেয়ানে হল বটে, তবে জকোভিচকে কোর্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটিয়ে গেলেন বিশ্ব ব়্যাংকিংয়ের তিন নম্বর ৷ তিনবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে ফিরতে হলেও মাথা ঠান্ডা রেখেছিলেন ৷ এমনকী তৃতীয় সেটে 6-5 পিছিয়ে পড়ে সমতা ফিরিয়ে আনেন আলকারেজ ৷ শেষমেশ টাইব্রেকারে সার্বিয়ান তারকাকে 7-4 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন নিজের নামে কর নেন স্প্যানিয়ার্ড ৷ একইসঙ্গে ম্যাটস উইলান্ডার, বিয়ন বর্গ এবং বরিস বেকারের পর চতুর্থ টেনিস প্লেয়ার হিসেবে 21 বছর বয়সে চার-চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়ে ফেললেন আলকারাজ ৷