ETV Bharat / sports

মুম্বই সিটি'র বিরুদ্ধে বদলের ইঙ্গিত, প্রতিটি ম্যাচকে ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত - কার্লেস কুয়াদ্রাত

ISL 2023-24: আইএসএলে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের মুখোমুখি মুম্বই সিটি এফসি ৷ ম্যাচের আগে দলে একাধিক বদলের ইঙ্গিত দিলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ পরের 10টি ম্যাচকেই ফাইনাল ধরে এগোতে চান তিনি ৷

Carles Cuadrat
কার্লেস কুয়াদ্রাত
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 10:16 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ছয় নম্বর ম্যাচে হারের ধাক্কা । আর তাতেই অনেকটা নিষ্প্রভ মশাল । কয়েকদিন আগে যে মশালের তেজ সমীহ আদায় করে নিচ্ছিল, এখন তা সমালোকদের তীক্ষ্ণ নজরে । চোট ও কার্ড সমস্যায় চার বিদেশি নিয়ে খেলতে নেমে প্রশ্ন চিহ্নের মুখে কার্লেস কুয়াদ্রাতের দল। আইএসএলে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সামনে মুম্বই সিটি এফসি । এই দ্বৈরথ মানেই চোখে চোখ রেখে লড়াই । কিন্তু যার ওপর ভরসা করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছোঁড়া যায়, চোখ পাকানো যায়, সেই ডাগ-আউটেই সমস্যা।

East Bengal
ইস্টবেঙ্গল

ক্লেটন সিলভা কার্ডের কারণে এই ম্যাচে নেই । চোটের কারণে ছিটকে গিয়েছেন সওল ক্রেসপো । তবে তা দীর্ঘমেয়াদি নয় । ফলে কিছুটা স্বস্তি লাল হলুদে । জর্ডন এলসের পরে ক্রেসপোর চোট যদি বড়সড় ধাক্কা দিত তাহলে কুয়াদ্রাতের সমস্যা বাড়ত । পার্দোর চোট । তিনি খেলবেন কি না, তা কুয়াদ্রাত প্র্যাকটিসে দেখে সিদ্ধান্ত নেবেন । এই অবস্থায় আশার আলো শৌভিক চক্রবর্তীর কার্ড সমস্যা কাটিয়ে ফিরে আসা। মুম্বইয়ের আক্রমণ বিপিন, আপুইয়া ছাঙতেদের দৌড় থামাতে এবং নাগুয়েরা তিরিদের দাপট খর্ব করতে দলগত লড়াই ভরসা কুয়াদ্রাতের । প্রেটকাটকির দলে মেহতাব সিং মঙ্গলবারের ম্যাচে নেই । অনিশচয়তা পেরেরা দিয়াজ এবং ভ্যান নিফকে ঘিরে । লাল-হলুদ প্রফেসর অবশ্য প্রতিপক্ষ দলের দিকে না-তাকিয়ে নিজের দলের পাওয়া ও না-পাওয়ার তালিকায় চোখ রেখে ছক কষতে চান ।

East Bengal
ইস্টবেঙ্গল

নবাগত ভিক্টর ভাসকুয়েজ এবং ফেলিসিও ব্রাউনের ফুটবল নৈপুন্যে আস্থা রাখছেন কুয়াদ্রাত । জার্মানির বয়সভিত্তিক জাতীয় দলে প্রতিনিধিত্ব করা এবং কোস্টারিকার জাতীয় দলের সদস্য ব্রাউন বলছেন, টাইম জোনের সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠতে চান । প্রথম ম্যাচে গোল তাঁকে তৃপ্তি দিলেও দলের হারের জন্য অখুশি । তাই ঘরের মাঠে ফের গোল করে সমর্থকদের খুশি করাকেই পাখির চোখ করছেন তিনি । কুয়াদ্রাত বলছেন, ক্রেসপো এবং পার্দো টানা খেলে চলেছে । ফলে চোট আঘাত সমস্যা স্বাভাবিক । কারণ ফুটবলাররাও মানুষ । তাই আগামী 10 ম্যাচকে ফাইনাল খেলার মত গুরুত্ব দিতে চান ইস্টবেঙ্গল কোচ । তবে সেই গুরুত্ব প্রতিপক্ষের বিচারে ভিন্ন হবে ।

আগেও আইএসএল ক্রীড়াসূচির দিকে আঙুল তুলেছিলেন কুয়াদ্রাত । এ দিনও তাই করলেন । ন'টি ম্যাচ অল্প সময়ের ব্যবধানে খেলতে হচ্ছে বলে ক্ষুব্ধ তিনি । তবে অজুহাত খাড়া না-করে রোটেশন পদ্ধতিতে ফুটবলারদের ব্যবহার করে চোট আঘাতের থেকে বাঁচাতে চান । তাই মঙ্গলবার ইস্টবেঙ্গলের একাদশে একাধিক বদলের ইঙ্গিত দিলেন লাল-হলুদ কোচ।

East Bengal
ইস্টবেঙ্গল

কুয়াদ্রাত মনে করেন, ডাগ-আউটে যাঁরা থাকেন তাঁরা সকলেই যোগ্য । তাই এবার তাঁদের মেলে ধরার সময় । বিশেষ করে লালচুনুঙ্গার পারফরম্যান্সে যে তিনি অখুশি তা গোপন করছেন না ইস্টবেঙ্গল কোচ । এর জন্য ভারতীয় দলের প্রস্তুতিকে দায়ী করছেন তিনি । আপাতত ভারতীয় ডিফেন্ডারকে পুরানো ছন্দে ফেরানো লক্ষ্য কুয়াদ্রাতের । সব মিলিয়ে সমস্যা কাটিয়ে জয়ের কড়ি তুলতে চান । কারণ, তা না-হলে সুপার সিক্সের স্বপ্ন অধরা থেকে যাবে ইস্টবেঙ্গলের । মাত্র দুটো জয়ে শেষ ছয়ের টিকিট আসবে না । তাই নতুনভাবে টার্গেট সাজাচ্ছেন লাল-হলুদ চাণক্য ।

আরও পড়ুন:

  1. 'তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না', নর্থ-ইস্টের বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত
  2. বাগানে শেষ বুমোস অধ্যায়! ফরাসি মিডফিল্ডারের পরিবর্তে বাগান স্কোয়াডে কাউকো
  3. গোল করলেন কামিংস, চার ম্যাচ পর জিতে চারে উঠে এল মোহনবাগান

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ছয় নম্বর ম্যাচে হারের ধাক্কা । আর তাতেই অনেকটা নিষ্প্রভ মশাল । কয়েকদিন আগে যে মশালের তেজ সমীহ আদায় করে নিচ্ছিল, এখন তা সমালোকদের তীক্ষ্ণ নজরে । চোট ও কার্ড সমস্যায় চার বিদেশি নিয়ে খেলতে নেমে প্রশ্ন চিহ্নের মুখে কার্লেস কুয়াদ্রাতের দল। আইএসএলে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সামনে মুম্বই সিটি এফসি । এই দ্বৈরথ মানেই চোখে চোখ রেখে লড়াই । কিন্তু যার ওপর ভরসা করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছোঁড়া যায়, চোখ পাকানো যায়, সেই ডাগ-আউটেই সমস্যা।

East Bengal
ইস্টবেঙ্গল

ক্লেটন সিলভা কার্ডের কারণে এই ম্যাচে নেই । চোটের কারণে ছিটকে গিয়েছেন সওল ক্রেসপো । তবে তা দীর্ঘমেয়াদি নয় । ফলে কিছুটা স্বস্তি লাল হলুদে । জর্ডন এলসের পরে ক্রেসপোর চোট যদি বড়সড় ধাক্কা দিত তাহলে কুয়াদ্রাতের সমস্যা বাড়ত । পার্দোর চোট । তিনি খেলবেন কি না, তা কুয়াদ্রাত প্র্যাকটিসে দেখে সিদ্ধান্ত নেবেন । এই অবস্থায় আশার আলো শৌভিক চক্রবর্তীর কার্ড সমস্যা কাটিয়ে ফিরে আসা। মুম্বইয়ের আক্রমণ বিপিন, আপুইয়া ছাঙতেদের দৌড় থামাতে এবং নাগুয়েরা তিরিদের দাপট খর্ব করতে দলগত লড়াই ভরসা কুয়াদ্রাতের । প্রেটকাটকির দলে মেহতাব সিং মঙ্গলবারের ম্যাচে নেই । অনিশচয়তা পেরেরা দিয়াজ এবং ভ্যান নিফকে ঘিরে । লাল-হলুদ প্রফেসর অবশ্য প্রতিপক্ষ দলের দিকে না-তাকিয়ে নিজের দলের পাওয়া ও না-পাওয়ার তালিকায় চোখ রেখে ছক কষতে চান ।

East Bengal
ইস্টবেঙ্গল

নবাগত ভিক্টর ভাসকুয়েজ এবং ফেলিসিও ব্রাউনের ফুটবল নৈপুন্যে আস্থা রাখছেন কুয়াদ্রাত । জার্মানির বয়সভিত্তিক জাতীয় দলে প্রতিনিধিত্ব করা এবং কোস্টারিকার জাতীয় দলের সদস্য ব্রাউন বলছেন, টাইম জোনের সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠতে চান । প্রথম ম্যাচে গোল তাঁকে তৃপ্তি দিলেও দলের হারের জন্য অখুশি । তাই ঘরের মাঠে ফের গোল করে সমর্থকদের খুশি করাকেই পাখির চোখ করছেন তিনি । কুয়াদ্রাত বলছেন, ক্রেসপো এবং পার্দো টানা খেলে চলেছে । ফলে চোট আঘাত সমস্যা স্বাভাবিক । কারণ ফুটবলাররাও মানুষ । তাই আগামী 10 ম্যাচকে ফাইনাল খেলার মত গুরুত্ব দিতে চান ইস্টবেঙ্গল কোচ । তবে সেই গুরুত্ব প্রতিপক্ষের বিচারে ভিন্ন হবে ।

আগেও আইএসএল ক্রীড়াসূচির দিকে আঙুল তুলেছিলেন কুয়াদ্রাত । এ দিনও তাই করলেন । ন'টি ম্যাচ অল্প সময়ের ব্যবধানে খেলতে হচ্ছে বলে ক্ষুব্ধ তিনি । তবে অজুহাত খাড়া না-করে রোটেশন পদ্ধতিতে ফুটবলারদের ব্যবহার করে চোট আঘাতের থেকে বাঁচাতে চান । তাই মঙ্গলবার ইস্টবেঙ্গলের একাদশে একাধিক বদলের ইঙ্গিত দিলেন লাল-হলুদ কোচ।

East Bengal
ইস্টবেঙ্গল

কুয়াদ্রাত মনে করেন, ডাগ-আউটে যাঁরা থাকেন তাঁরা সকলেই যোগ্য । তাই এবার তাঁদের মেলে ধরার সময় । বিশেষ করে লালচুনুঙ্গার পারফরম্যান্সে যে তিনি অখুশি তা গোপন করছেন না ইস্টবেঙ্গল কোচ । এর জন্য ভারতীয় দলের প্রস্তুতিকে দায়ী করছেন তিনি । আপাতত ভারতীয় ডিফেন্ডারকে পুরানো ছন্দে ফেরানো লক্ষ্য কুয়াদ্রাতের । সব মিলিয়ে সমস্যা কাটিয়ে জয়ের কড়ি তুলতে চান । কারণ, তা না-হলে সুপার সিক্সের স্বপ্ন অধরা থেকে যাবে ইস্টবেঙ্গলের । মাত্র দুটো জয়ে শেষ ছয়ের টিকিট আসবে না । তাই নতুনভাবে টার্গেট সাজাচ্ছেন লাল-হলুদ চাণক্য ।

আরও পড়ুন:

  1. 'তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না', নর্থ-ইস্টের বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত
  2. বাগানে শেষ বুমোস অধ্যায়! ফরাসি মিডফিল্ডারের পরিবর্তে বাগান স্কোয়াডে কাউকো
  3. গোল করলেন কামিংস, চার ম্যাচ পর জিতে চারে উঠে এল মোহনবাগান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.