ETV Bharat / sports

'এবার অনেক বেশি পয়েন্ট তুলবে ইস্টবেঙ্গল', হেরেও আশাবাদী কুয়াদ্রাত - ISL 2024 25 - ISL 2024 25

CUADRAT AFTER DEFEAT AGAINST BENGALURU FC: প্রথম ম্যাচে দল হেরেছে তো কী, ছেলেদের খেলায় সন্তুষ্টি প্রকাশ করলেন লাল-হলুদের হেডস্যর কার্লেস কুয়াদ্রাত ৷ জানিয়ে গেলেন, এবার আরও বেশি পয়েন্ট আসছে ইস্টবেঙ্গেলর ঘরে ৷

CARLES CUADRAT
কার্লেস কুয়াদ্রাত (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 15, 2024, 1:59 PM IST

বেঙ্গালুরু, 15 সেপ্টেম্বর: তাঁর পুরনো দলের বিরুদ্ধে শনিবার কান্তিরাভায় হারতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতকে ৷ রীতি মেনে পয়েন্ট নষ্ট করেই আইএসএলে অভিযান শুরু হয়েছে ইস্টবেঙ্গলের ৷ দলের খেলার পাশাপাশি কোচের স্ট্র্যাটেজি নিয়ে বিরক্ত লাল-হলুদ জনতা ৷ অথচ দলের খেলায় হতাশ নন স্প্যানিশ কোচ, বরং ইস্টবেঙ্গল কোচের গলায় সন্তুষ্টি বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ছেলেদের খেলায় ৷ এমনকী গতবারের সুপার কাপ জয়ী জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল গতবারের তুলনায় অনেক বেশি পয়েন্ট অর্জন করবে ৷

বল পজেশন, পাস কিংবা গোল লক্ষ্য করে শট; সবকিছুতে এগিয়ে থেকেও শনিবার কাঙ্খিত গোলের দেখা পায়নি ইস্টবেঙ্গল ৷ কোচ জানালেন, ফুটবলে এমনটা হতেই পারে ৷ কুয়াদ্রাতের কথায়, "আমরা কাঙ্খিত ফলাফলের জন্য লড়াই চালিয়ে গিয়েছি ৷ একজন কম থাকা সত্ত্বেও শেষ মিনিট পর্যন্ত আমাদের লড়াই জারি ছিল ৷" দ্বিতীয়ার্ধে সৌভিক চক্রবর্তী এবং ক্লেইটন সিলভা ক্লিয়ার চান্স থেকে বল জালে রাখতে পারলে ফলাফল যে অন্যরকম হতে পারত, তাও স্মরণ করালেন একদা আইএসএল জয়ী কোচ ৷

তিনি বলেন, "দ্বিতীয়ার্ধে সৌভিক চক্রবর্তী এবং ক্লেইটন সিলভার সামনে সহজ সুযোগ ছিল ৷ কিন্তু এটাই ফুটবল ৷ লক্ষ্যে বল রাখাই এখানে সব ৷" তবে সবকিছু সত্ত্বেও ছেলেরা যে মনোভাব নিয়ে খেলেছে, তা আশ্বস্ত করেছে কোচ কুয়াদ্রাতকে ৷ আর সে কারণেই এই মরশুমে আরও বেশি পয়েন্টের কথা ইস্টবেঙ্গল কোচের গলায় ৷ কুয়াদ্রাত বলেন, "দল সঠিক কাজগুলোই করছে ৷ গোলের জন্য প্রতিপক্ষ বক্সে পৌঁছে যাচ্ছে ৷ সবশেষে পুরোটাই ফুটবলারদের ওই মুহূর্তের সিদ্ধান্তের উপর ৷ শট করব নাকি পাস বাড়াব ৷ তবে আমি ফুটবলারদের নিয়ে খুশি ৷"

কুয়াদ্রাতের সংযোজন, "ফুটবলাররা প্রচুর লড়াই করছে ৷ আমি নিশ্চিত এবার আমাদের ঝুলিতে অনেক বেশি পয়েন্ট আসছে, কারণ ছেলেরা লাল-হলুদ রংটার জন্য লড়ছে ৷" আগামী 22 সেপ্টেম্বর আইএসএলের দ্বিতীয় ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে কুয়াদ্রাত ব্রিগেড ৷

বেঙ্গালুরু, 15 সেপ্টেম্বর: তাঁর পুরনো দলের বিরুদ্ধে শনিবার কান্তিরাভায় হারতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতকে ৷ রীতি মেনে পয়েন্ট নষ্ট করেই আইএসএলে অভিযান শুরু হয়েছে ইস্টবেঙ্গলের ৷ দলের খেলার পাশাপাশি কোচের স্ট্র্যাটেজি নিয়ে বিরক্ত লাল-হলুদ জনতা ৷ অথচ দলের খেলায় হতাশ নন স্প্যানিশ কোচ, বরং ইস্টবেঙ্গল কোচের গলায় সন্তুষ্টি বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ছেলেদের খেলায় ৷ এমনকী গতবারের সুপার কাপ জয়ী জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল গতবারের তুলনায় অনেক বেশি পয়েন্ট অর্জন করবে ৷

বল পজেশন, পাস কিংবা গোল লক্ষ্য করে শট; সবকিছুতে এগিয়ে থেকেও শনিবার কাঙ্খিত গোলের দেখা পায়নি ইস্টবেঙ্গল ৷ কোচ জানালেন, ফুটবলে এমনটা হতেই পারে ৷ কুয়াদ্রাতের কথায়, "আমরা কাঙ্খিত ফলাফলের জন্য লড়াই চালিয়ে গিয়েছি ৷ একজন কম থাকা সত্ত্বেও শেষ মিনিট পর্যন্ত আমাদের লড়াই জারি ছিল ৷" দ্বিতীয়ার্ধে সৌভিক চক্রবর্তী এবং ক্লেইটন সিলভা ক্লিয়ার চান্স থেকে বল জালে রাখতে পারলে ফলাফল যে অন্যরকম হতে পারত, তাও স্মরণ করালেন একদা আইএসএল জয়ী কোচ ৷

তিনি বলেন, "দ্বিতীয়ার্ধে সৌভিক চক্রবর্তী এবং ক্লেইটন সিলভার সামনে সহজ সুযোগ ছিল ৷ কিন্তু এটাই ফুটবল ৷ লক্ষ্যে বল রাখাই এখানে সব ৷" তবে সবকিছু সত্ত্বেও ছেলেরা যে মনোভাব নিয়ে খেলেছে, তা আশ্বস্ত করেছে কোচ কুয়াদ্রাতকে ৷ আর সে কারণেই এই মরশুমে আরও বেশি পয়েন্টের কথা ইস্টবেঙ্গল কোচের গলায় ৷ কুয়াদ্রাত বলেন, "দল সঠিক কাজগুলোই করছে ৷ গোলের জন্য প্রতিপক্ষ বক্সে পৌঁছে যাচ্ছে ৷ সবশেষে পুরোটাই ফুটবলারদের ওই মুহূর্তের সিদ্ধান্তের উপর ৷ শট করব নাকি পাস বাড়াব ৷ তবে আমি ফুটবলারদের নিয়ে খুশি ৷"

কুয়াদ্রাতের সংযোজন, "ফুটবলাররা প্রচুর লড়াই করছে ৷ আমি নিশ্চিত এবার আমাদের ঝুলিতে অনেক বেশি পয়েন্ট আসছে, কারণ ছেলেরা লাল-হলুদ রংটার জন্য লড়ছে ৷" আগামী 22 সেপ্টেম্বর আইএসএলের দ্বিতীয় ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে কুয়াদ্রাত ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.