ETV Bharat / sports

ঘূর্ণিঝড় দানা: বাংলার রঞ্জি ম্যাচ পিছনোর আর্জি জানিয়ে বোর্ডকে চিঠি সিএবির - BENGAL KERALA RANJI TROPHY MATCH

ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে ৷ পণ্ড হতে পারে বাংলা-কেরালার রঞ্জি ম্যাচ ৷ ম্যাচ পিছিয়ে দিতে বিসিসিআই-কে চিঠি দিল সিএবি ৷

BENGAL KERALA RANJI TROPHY MATCH
বৃষ্টির আশঙ্কায় ঢেকে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 23, 2024, 8:01 PM IST

Updated : Oct 23, 2024, 8:37 PM IST

কলকাতা, 23 অক্টোবর: প্রাকৃতিক দুর্যোগ যাতে বাংলার রঞ্জি ট্রফির অভিযানে কোনও বাধা দিতে না পারে, সেই জন্য সতর্ক সিএবি । ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাই সিএবি-র তরফে রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিসিসিআই-এর সচিব জয় শাহকে ৷

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দানার । কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তিনদিন দুর্যোগের আশঙ্কা রয়েছে । এই পরিস্থিতিতে 25 থেকে 28 অক্টোবর সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা বনাম কেরালা রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে ।

সেই ম্যাচ আদৌ করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যা থেকেই সল্টলেকের মাঠ ঢেকে রাখা হয়েছে, যাতে বৃষ্টিতে মাঠের ক্ষতি না হয় । ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে । আর তাতে ভেস্তে যেতে পারে ম্যাচ । সেই কারণেই বোর্ডকে চিঠি দিয়েছে সিএবি ৷ আপাতত বোর্ডের উত্তরের অপেক্ষায় রয়েছেন সিএবি কর্তারা ।

উল্লেখ্য, গতবছরের মতো বাংলার রঞ্জি অভিযানে বৃষ্টি সঙ্গী হয়েছে । এবছর বাংলা বনাম বিহার রঞ্জি ট্রফির ম্যাচে বৃষ্টিতে পণ্ড হয়েছে ৷ মাঠ ভিজে থাকায় কল্যাণীতে চারদিন বলই গড়ানো যায়নি । কেন ম্যাচ করা গেল না, তা নিয়ে পরিকাঠামোগত ত্রুটি সামনে এসেছে ।

এর পর বাংলা বনাম কেরালার ম্যাচ কল্যাণী স্টেডিয়াম থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে সরিয়ে নিয়ে আসা হয়েছে । সেটা করা হয়েছে বাংলার টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই । কারণ, যাদবপুর ক্যাম্পাসের মাঠে বাংলা দল খেলতে বিশেষ পছন্দ করে না । কিন্তু পরিস্থিতি এমনই যে কোচ লক্ষীরতন শুক্লা, অধিনায়ক অনুষ্টুপ মজুমদাররা মাঠ বদলে সায় দিয়েছেন । তবে মাঠ বদলেও যে খেলা হবে, তার নিশ্চয়তা নেই ৷

তবে সিএবি শুধু বাংলা বনাম কেরল রঞ্জি ট্রফির ম্যাচ নয়, 26 ও 27 অক্টোবর কল্যাণীতে বাংলা বনাম রেলওয়েজ অনূর্ধ্ব-23 ম্যাচও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে ৷

কলকাতা, 23 অক্টোবর: প্রাকৃতিক দুর্যোগ যাতে বাংলার রঞ্জি ট্রফির অভিযানে কোনও বাধা দিতে না পারে, সেই জন্য সতর্ক সিএবি । ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাই সিএবি-র তরফে রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিসিসিআই-এর সচিব জয় শাহকে ৷

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দানার । কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তিনদিন দুর্যোগের আশঙ্কা রয়েছে । এই পরিস্থিতিতে 25 থেকে 28 অক্টোবর সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা বনাম কেরালা রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে ।

সেই ম্যাচ আদৌ করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যা থেকেই সল্টলেকের মাঠ ঢেকে রাখা হয়েছে, যাতে বৃষ্টিতে মাঠের ক্ষতি না হয় । ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে । আর তাতে ভেস্তে যেতে পারে ম্যাচ । সেই কারণেই বোর্ডকে চিঠি দিয়েছে সিএবি ৷ আপাতত বোর্ডের উত্তরের অপেক্ষায় রয়েছেন সিএবি কর্তারা ।

উল্লেখ্য, গতবছরের মতো বাংলার রঞ্জি অভিযানে বৃষ্টি সঙ্গী হয়েছে । এবছর বাংলা বনাম বিহার রঞ্জি ট্রফির ম্যাচে বৃষ্টিতে পণ্ড হয়েছে ৷ মাঠ ভিজে থাকায় কল্যাণীতে চারদিন বলই গড়ানো যায়নি । কেন ম্যাচ করা গেল না, তা নিয়ে পরিকাঠামোগত ত্রুটি সামনে এসেছে ।

এর পর বাংলা বনাম কেরালার ম্যাচ কল্যাণী স্টেডিয়াম থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে সরিয়ে নিয়ে আসা হয়েছে । সেটা করা হয়েছে বাংলার টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই । কারণ, যাদবপুর ক্যাম্পাসের মাঠে বাংলা দল খেলতে বিশেষ পছন্দ করে না । কিন্তু পরিস্থিতি এমনই যে কোচ লক্ষীরতন শুক্লা, অধিনায়ক অনুষ্টুপ মজুমদাররা মাঠ বদলে সায় দিয়েছেন । তবে মাঠ বদলেও যে খেলা হবে, তার নিশ্চয়তা নেই ৷

তবে সিএবি শুধু বাংলা বনাম কেরল রঞ্জি ট্রফির ম্যাচ নয়, 26 ও 27 অক্টোবর কল্যাণীতে বাংলা বনাম রেলওয়েজ অনূর্ধ্ব-23 ম্যাচও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে ৷

Last Updated : Oct 23, 2024, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.