ETV Bharat / sports

রাঁচির পিচ দেখে হতবাক বেন স্টোকস, কী বললেন ব্রিটিশ অধিনায়ক - IND vs ENG 4th Test

IND vs ENG 4th Test: ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে শুক্রবার চতুর্থ টেস্ট খেলতে নামছে ভারত ৷ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে 2-1'এ এগিয়ে আছে রোহিত বাহিনী ৷ পিছিয়ে থেকে বেশ খানিকটা চাপে বেন স্টোকসরা ৷ রাঁচির পিচ দেখে খানিকটা থ হয়ে গেলেন অধিনায়ক ৷ তিনি বলেন, "আমি এর আগে কখনও এরকম পিচ দেখিনি ৷" আর ব্রিটিশ অধিনায়কের এই মন্তব্য স্বভাবতই ক্রীড়া মহলে আলোড়ন ফেলেছে ৷

রাঁচির পিচ দেখে অবাক বেন স্টোকস
IND vs ENG 4th Test
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:57 PM IST

রাঁচি, 22 ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ৷ তার আগে রাঁচির পিচ দেখে আঁতকে উঠলেন ইংরেজ দলের অধিনায়ক বেন স্টোকস ৷ কোনও রাখঢাক না-করে বেন স্টোকস বললেন, "এরকম পিচ আমি আগে কখনও দেখিনি ৷" সিরিজে টিকে থাকতে হলে রাঁচি টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে ৷ কারণ ধোনির শহরে ফলাফল যদি ভারতের পক্ষে থাকে তাহলে সিরিজের ফয়সালা হয়ে যাবে এখানেই ৷ তাই এই ম্যাচ চূড়ান্ত ৷ এদিকে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছেন রোহিতরা ৷

স্টোকস এদিন আরও জানিয়েছেন, তিনি যখন সাজঘর থেকে পিচ দেখছিলেন তখন যে রকম পিচ লাগছিল, কাছে গিয়ে সে রকম লাগেনি। এই পিচে কী হবে তার কোনও ধারণা আমার নেই। ভালো করে দেখলে দেখা যাবে, পিচের এক দিকের থেকে অন্য দিকের পরিস্থিতি আলাদা। ভারতে এই ধরনের পিচ আমি দেখিনি ৷" এরপরই গতকালের রাঁচিতে ম্যাচ প্র্যাকটিস নিয়ে স্টোকস জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটকে জানান, আজ বোলিংয়ের সময় তাঁর হাঁটুর সমস্যা সেভাবে অনুভূত হয়নি।

ইংরেজ অধিনায়কের আরও সংযাজন, "সাজঘর থেকে পিচ সবুজ লাগছিল। কিন্তু যখন কাছে গিয়ে ভালো করে দেখলাম তখন দেখে মনে হল কালো মাটির উইকেট। কয়েকটা জায়গায় বড় বড় ফাটলও চোখে পড়ল।" পিচ দেখে ইংল্যান্ড দল ধরেই নিয়েছে যে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে চার স্পিনার খেলাবে ভারত। যে চিত্র সাম্প্রতিক সময়ে দুর্লভ ৷ সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে স্পিন বিভাগে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে ৷ জসপ্রীত বুমরাকে চতুর্থ ও পঞ্চম টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপের কথা মাথায় রেখে গুজরাতে পেসারের ওয়ার্কলোড কমানোর জন্য ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে বোর্ড ৷ তাঁর বদলে অক্ষর প্যাটেল দলে ঢুকতে পারে বলে মনে করছে তারা।

আরও পড়ুন:

  1. উরির সেনা ছাউনিতে সচিন, জওয়ানদের সঙ্গে খোশমেজাজে ক্রিকেট খেললেন মাস্টার ব্লাস্টার
  2. চতুর্থ টেস্ট বানচাল করার হুমকি 'সন্ত্রাসবাদী' পান্নুনের, নিরাপত্তার মোড়কে রাঁচি
  3. যশস্বীর পরপর ডাবল সেঞ্চুরি অপ্রত্যাশিত কোচ জ্বালা সিংয়ের কাছেও

রাঁচি, 22 ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ৷ তার আগে রাঁচির পিচ দেখে আঁতকে উঠলেন ইংরেজ দলের অধিনায়ক বেন স্টোকস ৷ কোনও রাখঢাক না-করে বেন স্টোকস বললেন, "এরকম পিচ আমি আগে কখনও দেখিনি ৷" সিরিজে টিকে থাকতে হলে রাঁচি টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে ৷ কারণ ধোনির শহরে ফলাফল যদি ভারতের পক্ষে থাকে তাহলে সিরিজের ফয়সালা হয়ে যাবে এখানেই ৷ তাই এই ম্যাচ চূড়ান্ত ৷ এদিকে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছেন রোহিতরা ৷

স্টোকস এদিন আরও জানিয়েছেন, তিনি যখন সাজঘর থেকে পিচ দেখছিলেন তখন যে রকম পিচ লাগছিল, কাছে গিয়ে সে রকম লাগেনি। এই পিচে কী হবে তার কোনও ধারণা আমার নেই। ভালো করে দেখলে দেখা যাবে, পিচের এক দিকের থেকে অন্য দিকের পরিস্থিতি আলাদা। ভারতে এই ধরনের পিচ আমি দেখিনি ৷" এরপরই গতকালের রাঁচিতে ম্যাচ প্র্যাকটিস নিয়ে স্টোকস জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটকে জানান, আজ বোলিংয়ের সময় তাঁর হাঁটুর সমস্যা সেভাবে অনুভূত হয়নি।

ইংরেজ অধিনায়কের আরও সংযাজন, "সাজঘর থেকে পিচ সবুজ লাগছিল। কিন্তু যখন কাছে গিয়ে ভালো করে দেখলাম তখন দেখে মনে হল কালো মাটির উইকেট। কয়েকটা জায়গায় বড় বড় ফাটলও চোখে পড়ল।" পিচ দেখে ইংল্যান্ড দল ধরেই নিয়েছে যে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে চার স্পিনার খেলাবে ভারত। যে চিত্র সাম্প্রতিক সময়ে দুর্লভ ৷ সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে স্পিন বিভাগে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে ৷ জসপ্রীত বুমরাকে চতুর্থ ও পঞ্চম টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপের কথা মাথায় রেখে গুজরাতে পেসারের ওয়ার্কলোড কমানোর জন্য ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে বোর্ড ৷ তাঁর বদলে অক্ষর প্যাটেল দলে ঢুকতে পারে বলে মনে করছে তারা।

আরও পড়ুন:

  1. উরির সেনা ছাউনিতে সচিন, জওয়ানদের সঙ্গে খোশমেজাজে ক্রিকেট খেললেন মাস্টার ব্লাস্টার
  2. চতুর্থ টেস্ট বানচাল করার হুমকি 'সন্ত্রাসবাদী' পান্নুনের, নিরাপত্তার মোড়কে রাঁচি
  3. যশস্বীর পরপর ডাবল সেঞ্চুরি অপ্রত্যাশিত কোচ জ্বালা সিংয়ের কাছেও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.