মুম্বই, 11 অক্টোবর: বাংলাদেশকে দুরমুশ করে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ড চ্য়ালেঞ্জ রয়েছে ভারতের ৷ যা টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হবে ৷ পাশাপাশি অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফির আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী-ই বা হতে পারে? শুক্রবার সন্ধেয় কিউয়িদের বিরুদ্ধে সেই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই ৷
দলে সেই অর্থে কোনও চমক না-থাকলেও অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে জসপ্রীত বুমরার নাম ঘোষণা করল বিসিসিআই ৷ এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে জয়ী টেস্ট স্কোয়াডকেই ধরে রাখা হয়েছে ৷ আগেও লাল বলের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়কত্ব করেছেন জসপ্রীত বুমরা ৷ তবে বর্ডার-গাভাসকর ট্রফির আগে গুজরাত পেসারকে রোহিতের ডেপুটি বানানো বেশ অর্থবহ ৷
সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজে যুগ্মভাবে সর্বাধিক উইকেটশিকারি (11) হয়েছেন 'বুম বুম' ৷ শুধু তাই নয় দুরন্ত বোলিংয়ের জেরে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে আইসিসি ব়্যাংকিংয়ে পয়লা নম্বর জায়গাটাও ফের ছিনিয়ে নিয়েছেন তিনি ৷ তারই পুরস্কারস্বরূপ সহ-অধিনায়কত্ব বুমরাকে দেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ 2023 সালের অগস্টে পিঠের চোট সারিয়ে দীর্ঘসময় পর দলে ফেরার পর থেকে লাল বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে দুরন্ত বুমরা ৷ আট ম্য়াচে 42 উইকেট নিজের নামে করে নিয়েছেন এই স্পিডস্টার ৷
🚨NEWS 🚨#TeamIndia’s squad for @IDFCFIRSTBank Test series against New Zealand announced.
— BCCI (@BCCI) October 11, 2024
Details 🔽 #INDvNZ
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে পেস বিভাগে তাঁর সঙ্গী হবেন বাংলার আকাশদীপ এবং মহম্মদ সিরাজ ৷ বাংলাদেশের বিরুদ্ধে নজরকাড়া বোলিং পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে কিউয়িদের বিরুদ্ধে স্কোয়াডেও জায়গা ধরে রাখলেন আকাশদীপ ৷ আগামী 16 অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ৷
একনজরে ভারতীয় স্কোয়াড: রোহিত (অধিনায়ক), বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী, শুভমন, কোহলি, রাহুল, সরফরাজ, ঋষভ (উইকেটরক্ষক), ধ্রুব (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, অক্ষর, কুলদীপ, সিরাজ ও আকাশদীপ ৷