ETV Bharat / sports

মাত্র 106 রান তুলে জয়, নজির গড়ে সুপার এইটে বাংলাদেশ - T20 World Cup 2024

T20 World Cup 2024: টি20 বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করল বাংলাদেশ ৷ আজ নেপালের বিরুদ্ধে গ্রুপ-ডি’র শেষ ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করল বাংলার টাইাগাররা ৷ সুপার এইটে বাংলাদেশ গ্রুপ-1 এ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ৷

ETV BHARAT
নেপালকে হারিয়ে টি20 বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ ৷ (ছবি- স্টারস্পোর্টস এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 1:48 PM IST

কিংসটাউন, 17 জুন: টি-20 বিশ্বকাপে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় পেল বাংলাদেশ ৷ সোমবার নেপালের বিরুদ্ধে মাত্র 106 রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল ৷ জবাবে নেপালকে মাত্র 85 রানে অলআউট করেছে বাংলাদেশ ৷ ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের 4 উইকেটে দৌলতে নেপালের টপ-অর্ডারে ধস নামে ৷ গ্রুপ-ডি থেকে দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করল ৷ আগামী 19 জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ ৷

এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পাওদেল ৷ প্রথম বলেই আউট হন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ৷ এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (4), লিটন দাস (10), তৌহিদ হৃদয় (9)-এর উইকেট পাওয়ার প্লের মধ্যে পড়ে যায় ৷ প্রথম 6 ওভারে 4 উইকেট হারিয়ে মাত্র 31 রান তোলে বাংলাদেশ ৷ এরপর সাকিব আল হাসান (17) এবং মহমদুল্লাহ রিয়াদ (13) সামান্য প্রতিরোধ তৈরি করলেও, তা বিশেষ কার্যকর হয়নি ৷ বাংলাদেশের 52 রানের মাথায় রিয়াদ আউট হন ৷ এর পরপরই সাকিব প্যাভিলিয়নে ফিরে যান ৷

তবে, লোয়ার-অর্ডারের চেষ্টায় কোনও মতে একশো রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ ৷ 19.3 ওভারে 106 রানে অলআউট হয়ে যায় তারা ৷ বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ 17 রান করেছেন সাকিব আল হাসান ৷ নেপালের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন সোমপাল কামি, দীপেন্দ্র সিং, রোহিত পাওদেল এবং সন্দীপ লামিছানে ৷ 107 রান তাড়া করতে নেমে শুরুটা খুবই ধীরে করেছিলেন নেপালের দুই ওপেনার কুশল ভুরতেল (4) এবং আসিফ শেখ (17) ৷ একাধিক ডট বলের চাপে আক্রমণ করতে গিয়ে একের পর উইকেট হারাতে শুরু করে নেপাল ৷

ডানহাতি তানজিম হাসান সাকিব এদিন টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়েছেন ৷ তিনি 4 ওভারের স্পেলে 21টি ডট বল করেছেন ৷ আর মাত্র 7 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ তানজিমের পাশাপাশি মুস্তাফিজুর রহমান 7 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং 1টি উইকেট নেন তাসকিন আহমেদ ৷ আগামী 21 জুন ভারতীয় সময় সকাল 6টায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ৷ তার ঠিক পরেরদিন, 22 জুন ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচ সাকিবদের ৷ 25 জুন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ খেলবে তারা ৷

কিংসটাউন, 17 জুন: টি-20 বিশ্বকাপে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় পেল বাংলাদেশ ৷ সোমবার নেপালের বিরুদ্ধে মাত্র 106 রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল ৷ জবাবে নেপালকে মাত্র 85 রানে অলআউট করেছে বাংলাদেশ ৷ ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের 4 উইকেটে দৌলতে নেপালের টপ-অর্ডারে ধস নামে ৷ গ্রুপ-ডি থেকে দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করল ৷ আগামী 19 জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ ৷

এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পাওদেল ৷ প্রথম বলেই আউট হন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ৷ এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (4), লিটন দাস (10), তৌহিদ হৃদয় (9)-এর উইকেট পাওয়ার প্লের মধ্যে পড়ে যায় ৷ প্রথম 6 ওভারে 4 উইকেট হারিয়ে মাত্র 31 রান তোলে বাংলাদেশ ৷ এরপর সাকিব আল হাসান (17) এবং মহমদুল্লাহ রিয়াদ (13) সামান্য প্রতিরোধ তৈরি করলেও, তা বিশেষ কার্যকর হয়নি ৷ বাংলাদেশের 52 রানের মাথায় রিয়াদ আউট হন ৷ এর পরপরই সাকিব প্যাভিলিয়নে ফিরে যান ৷

তবে, লোয়ার-অর্ডারের চেষ্টায় কোনও মতে একশো রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ ৷ 19.3 ওভারে 106 রানে অলআউট হয়ে যায় তারা ৷ বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ 17 রান করেছেন সাকিব আল হাসান ৷ নেপালের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন সোমপাল কামি, দীপেন্দ্র সিং, রোহিত পাওদেল এবং সন্দীপ লামিছানে ৷ 107 রান তাড়া করতে নেমে শুরুটা খুবই ধীরে করেছিলেন নেপালের দুই ওপেনার কুশল ভুরতেল (4) এবং আসিফ শেখ (17) ৷ একাধিক ডট বলের চাপে আক্রমণ করতে গিয়ে একের পর উইকেট হারাতে শুরু করে নেপাল ৷

ডানহাতি তানজিম হাসান সাকিব এদিন টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়েছেন ৷ তিনি 4 ওভারের স্পেলে 21টি ডট বল করেছেন ৷ আর মাত্র 7 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ তানজিমের পাশাপাশি মুস্তাফিজুর রহমান 7 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং 1টি উইকেট নেন তাসকিন আহমেদ ৷ আগামী 21 জুন ভারতীয় সময় সকাল 6টায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ৷ তার ঠিক পরেরদিন, 22 জুন ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচ সাকিবদের ৷ 25 জুন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ খেলবে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.