ETV Bharat / sports

পরপর 2 ম্যাচে হার, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে মরিয়া ধোনিরা - IPL 2024

CSK vs KKR in IPL 2024: প্রথমে দিল্লি ক্যাপিটালস। তারপর সানরাইজার্স হায়দরাবাদ ৷ পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ হেরে ফের ঘরের মাঠে সোমবার নামছে চেন্নাই সুপার কিংস ৷ প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷ টুর্নামেন্টে এখনও অপরাজিত নাইটদের বিরুদ্ধে সুপার কিংসের হাতিয়ার ঘরের মাঠের চেনা পরিবেশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 8:25 PM IST

চেন্নাই, 7 এপ্রিল: শুরুটা পরপর দু’টি জয় দিয়েই করেছিল রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু, শেষ দুই ম্যাচে দিল্লি ক্যাপিটাল এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বেশ কিছুটা ব্যাকফুটে তারা ৷ এবার তাদের সামনে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম তিন ম্যাচে তাদের বিধ্বংসী ব্যাটিং নাজেহাল করেছে প্রতিপক্ষকে ৷ সেই নাইটদের বিরুদ্ধে ঘরের মাঠে চেনা পরিবেশের সুযোগ নিতে মরিয়া 'হুইসল পুডু' ব্রিগেড ৷ সেখানে টপ-অর্ডার তরফ থেকে আরও বেশি অবদান চাইছে সিএসকে ম্যানেজমেন্ট ৷

এর আগে অনেকবারই পরপর ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস ৷ সেখান থেকে কামব্যাকও করেছে ৷ তাই দলের মধ্যে এই মুহূর্তে কোনও ভীতি নেই ৷ চার ম্যাচে চেন্নাইয়ের খাতায় দু’টি জয় ও দু’টি হার ৷ এই মুহূর্তে 4 পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা ৷ সোমবার পয়েন্ট টেবিলে দু’নম্বরে থাকা কেকেআরের বিরুদ্ধে নামছে সিএসকে ৷ আইপিএল ইতিহাসে নাইটরা কখনই প্রথম তিনটি ম্যাচে পরপর জেতেনি ৷ এই মরশুমে সেই কাজটাই করে দেখিয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত এবং শ্রেয়স আইয়াররা ৷ ফলে ঘরের মাঠে সিএসকের কাজটা আরও কঠিন হতে চলেছে ৷

চেন্নাইয়ের ওপেনিং জুটি এই মরশুমে একেবারেই ব্যর্থ ৷ নিউজিল্যান্ডের বাঁ-হাতি ওপেনার রাচিন রবীন্দ্র তাঁর আইপিএলের অভিষেক মরশুমের প্রথম দু’ম্যাচে রান পেলেও, শেষ দু’টি ম্যাচে একেবারেই ব্যর্থ ৷ অন্যদিকে, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় প্রতি ম্যাচে ভালো শুরু করেও, তা বড় রানে পরিণত করতে পারছেন না ৷ ঠিক এটাই হয়েছিল সানরাইজার্সের বিরুদ্ধে ৷ তাঁর স্ট্রাইকরেটও দলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ 4 ইনিংসে গড়ে 119 স্ট্রাইকরেটে ব্যাট করেছেন ঋতুরাজ ৷ টি-20 ক্রিকেটের আদর্শ ব্যাটিং বলা যাবে না কোনওভাবেই ৷

অন্যদিকে, কেকেআর 2024 সালের আইপিএলের প্রথম তিনটি ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় ৷ জয়ে বড় ভূমিকা নিয়েছে নাইটদের টপ-অর্ডার ব্যাটিং ৷ শুরু থেকে প্রতিপক্ষ বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাট করে, নাস্তানাবুদ করে দেওয়ার কৌশল নিয়েছে কেকেআর ৷ আর এখানেই ঘরের মাঠে খেলার ফায়দা নিতে চাইছে চেন্নাই ৷ সুনীল নারাইন, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলদের বিধ্বংসী ব্যাটিংকে রুখতে স্পিন সহায়ক উইকেট বানাতে পারে সিএসকে ৷

কিন্তু, সেখানেও সমস্যা রয়েছে 'ইয়েলো আর্মি'র ৷ কারণ, প্রতিপক্ষের কাছে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মার মতো স্পিনার রয়েছে ৷ স্পিন সহায়ক উইকেট বানালে, চেন্নাই এক্সপ্রেস ডি-রেল হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না ৷ তাই জয়ের রাস্তায় ফিরতে, সিএসকে-র ব্যাটিং বিভাগকে আরও বেশি দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং ৷ আর অধিনায়ক ঋতুরাজকে সাহায্য করতে, উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি নামের মগজাস্ত্র তো রয়েছেনই ৷

আরও পড়ুন:

  1. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান
  2. টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে মার্কিন মুলুকে বাড়ছে ক্রিকেট পর্যটন
  3. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও

চেন্নাই, 7 এপ্রিল: শুরুটা পরপর দু’টি জয় দিয়েই করেছিল রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু, শেষ দুই ম্যাচে দিল্লি ক্যাপিটাল এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বেশ কিছুটা ব্যাকফুটে তারা ৷ এবার তাদের সামনে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম তিন ম্যাচে তাদের বিধ্বংসী ব্যাটিং নাজেহাল করেছে প্রতিপক্ষকে ৷ সেই নাইটদের বিরুদ্ধে ঘরের মাঠে চেনা পরিবেশের সুযোগ নিতে মরিয়া 'হুইসল পুডু' ব্রিগেড ৷ সেখানে টপ-অর্ডার তরফ থেকে আরও বেশি অবদান চাইছে সিএসকে ম্যানেজমেন্ট ৷

এর আগে অনেকবারই পরপর ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস ৷ সেখান থেকে কামব্যাকও করেছে ৷ তাই দলের মধ্যে এই মুহূর্তে কোনও ভীতি নেই ৷ চার ম্যাচে চেন্নাইয়ের খাতায় দু’টি জয় ও দু’টি হার ৷ এই মুহূর্তে 4 পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা ৷ সোমবার পয়েন্ট টেবিলে দু’নম্বরে থাকা কেকেআরের বিরুদ্ধে নামছে সিএসকে ৷ আইপিএল ইতিহাসে নাইটরা কখনই প্রথম তিনটি ম্যাচে পরপর জেতেনি ৷ এই মরশুমে সেই কাজটাই করে দেখিয়েছেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত এবং শ্রেয়স আইয়াররা ৷ ফলে ঘরের মাঠে সিএসকের কাজটা আরও কঠিন হতে চলেছে ৷

চেন্নাইয়ের ওপেনিং জুটি এই মরশুমে একেবারেই ব্যর্থ ৷ নিউজিল্যান্ডের বাঁ-হাতি ওপেনার রাচিন রবীন্দ্র তাঁর আইপিএলের অভিষেক মরশুমের প্রথম দু’ম্যাচে রান পেলেও, শেষ দু’টি ম্যাচে একেবারেই ব্যর্থ ৷ অন্যদিকে, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় প্রতি ম্যাচে ভালো শুরু করেও, তা বড় রানে পরিণত করতে পারছেন না ৷ ঠিক এটাই হয়েছিল সানরাইজার্সের বিরুদ্ধে ৷ তাঁর স্ট্রাইকরেটও দলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ 4 ইনিংসে গড়ে 119 স্ট্রাইকরেটে ব্যাট করেছেন ঋতুরাজ ৷ টি-20 ক্রিকেটের আদর্শ ব্যাটিং বলা যাবে না কোনওভাবেই ৷

অন্যদিকে, কেকেআর 2024 সালের আইপিএলের প্রথম তিনটি ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় ৷ জয়ে বড় ভূমিকা নিয়েছে নাইটদের টপ-অর্ডার ব্যাটিং ৷ শুরু থেকে প্রতিপক্ষ বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাট করে, নাস্তানাবুদ করে দেওয়ার কৌশল নিয়েছে কেকেআর ৷ আর এখানেই ঘরের মাঠে খেলার ফায়দা নিতে চাইছে চেন্নাই ৷ সুনীল নারাইন, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলদের বিধ্বংসী ব্যাটিংকে রুখতে স্পিন সহায়ক উইকেট বানাতে পারে সিএসকে ৷

কিন্তু, সেখানেও সমস্যা রয়েছে 'ইয়েলো আর্মি'র ৷ কারণ, প্রতিপক্ষের কাছে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মার মতো স্পিনার রয়েছে ৷ স্পিন সহায়ক উইকেট বানালে, চেন্নাই এক্সপ্রেস ডি-রেল হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না ৷ তাই জয়ের রাস্তায় ফিরতে, সিএসকে-র ব্যাটিং বিভাগকে আরও বেশি দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং ৷ আর অধিনায়ক ঋতুরাজকে সাহায্য করতে, উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি নামের মগজাস্ত্র তো রয়েছেনই ৷

আরও পড়ুন:

  1. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান
  2. টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে মার্কিন মুলুকে বাড়ছে ক্রিকেট পর্যটন
  3. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.