ETV Bharat / sports

দশমীতে ইতিহাস দুই বঙ্গতনয়ার, এশিয়ান চ্য়াম্পিয়নশিপে পদক নিশ্চিত মুখোপাধ্যায় জুটির

দুর্গোৎসবের শেষদিনে বাংলা থেকে বহুদূরে ঐতিহাসিক কীর্তি গড়ে ফেললেন দুই বঙ্গতনয়া ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন নৈহাটির দুই কন্য়ে ৷

ASIAN TABLE TENNIS CHAMPIONSHIP
ইতিহাস গড়লেন ঐহিকা-সুতীর্থা (SAI Media Twitter)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 12, 2024, 6:32 PM IST

আসতানা (কাজাখস্তান), 12 অক্টোবর: উমার বিদায়বেলায় যখন বিষণ্ণ বাংলা, দশমীর দুপুরে তখন বঙ্গবাসীর মুখে হাসি ফোটালেন বাংলার দুই কন্যে ৷ সুদূর কাজাখস্তানে এশিয়ান টেবল টেনিস চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ নিশ্চিত করে ইতিহাসে ঐহিকা মুখোপাধ্য়ায় ও সুতীর্থা মুখোপাধ্য়ায় ৷ মেয়েদের ডাবলসে এই প্রথম এশিয়ান চ্য়াম্পিয়নশিপে পদক নিশ্চিত করল ভারত ৷ কোয়ার্টার ফাইনালে এদিন দক্ষিণ কোরিয়ার জুটিকে 3-1 ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন দুই বঙ্গতনয়া ৷

দিনদু'য়েক আগে মহিলাদের দলগত বিভাগের ঐতিহাসিক পদকজয়েরও শরিক ছিলেন দুই মুখোপাধ্যায় প্যাডলার ৷ শনিবার ফের ইতিহাসে নাম লেখালেন তাঁরা ৷ তবে কোরিয়ান জুটির বিরুদ্ধে এদিন প্রথম গেমে পিছিয়ে পড়েন বিশ্বের 15 নম্বর জুটি ৷ প্রথম গেমে নৈহাটির প্য়াডলার জুটি পরাজিত হয় 10-12 ব্যবধানে ৷ তবে প্রথম গেমে হারের পর দু'জনের দুরন্ত প্রত্য়াবর্তনের সামনে আর টিকতে পারেনি কিম নায়েয়ং ও লি ইযুনহায়ে জুটি ৷ টানা তিন গেম নিজেদের নামে করে ম্য়াচ ও পদক নিশ্চিত করে মুখোপাধ্য়ায় প্য়াডলারদ্বয় ৷

ঐহিকা এবং সুতীর্থার পক্ষে ম্য়াচের ফল 10-12, 11-7, 11-9, 11-8 ৷ আগামী রবিবার ফাইনালে জাপানের মিওয়া হারিমোতো এবং মিউ কিশারা জুটির মুখোমুখি হবেন দু'জনে ৷ সেই ম্যাচ জিতলে একইদিনে সোনাজয়ের লক্ষ্যে নামবেন তাঁরা ৷ তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এদিন সেমিতে পৌঁছনোর সঙ্গেই অন্ততপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন ঐহিকা-সুতীর্থা ৷

এর আগে চলতি এশিয়ান চ্য়াম্পিয়নশিপে মেয়েদের টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ ঐহিকা ও সুতীর্থা ছাড়াও ব্রোঞ্জজয়ী সেই দলে ছিলেন মণিকা বাত্রা, সৃজা আকুলা ও দিয়া চিতালে ৷ প্য়ারিস অলিম্পিকিসে ব্রোঞ্জ পদকজয়ী কোরিয়া রিপাবলিককে হারিয়ে চমকে দেয় ভারতীয় দল ৷ আয়োজক কাজাখস্তানকে হারিয়ে চলতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে পুরুষ দলও ৷

আসতানা (কাজাখস্তান), 12 অক্টোবর: উমার বিদায়বেলায় যখন বিষণ্ণ বাংলা, দশমীর দুপুরে তখন বঙ্গবাসীর মুখে হাসি ফোটালেন বাংলার দুই কন্যে ৷ সুদূর কাজাখস্তানে এশিয়ান টেবল টেনিস চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ নিশ্চিত করে ইতিহাসে ঐহিকা মুখোপাধ্য়ায় ও সুতীর্থা মুখোপাধ্য়ায় ৷ মেয়েদের ডাবলসে এই প্রথম এশিয়ান চ্য়াম্পিয়নশিপে পদক নিশ্চিত করল ভারত ৷ কোয়ার্টার ফাইনালে এদিন দক্ষিণ কোরিয়ার জুটিকে 3-1 ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন দুই বঙ্গতনয়া ৷

দিনদু'য়েক আগে মহিলাদের দলগত বিভাগের ঐতিহাসিক পদকজয়েরও শরিক ছিলেন দুই মুখোপাধ্যায় প্যাডলার ৷ শনিবার ফের ইতিহাসে নাম লেখালেন তাঁরা ৷ তবে কোরিয়ান জুটির বিরুদ্ধে এদিন প্রথম গেমে পিছিয়ে পড়েন বিশ্বের 15 নম্বর জুটি ৷ প্রথম গেমে নৈহাটির প্য়াডলার জুটি পরাজিত হয় 10-12 ব্যবধানে ৷ তবে প্রথম গেমে হারের পর দু'জনের দুরন্ত প্রত্য়াবর্তনের সামনে আর টিকতে পারেনি কিম নায়েয়ং ও লি ইযুনহায়ে জুটি ৷ টানা তিন গেম নিজেদের নামে করে ম্য়াচ ও পদক নিশ্চিত করে মুখোপাধ্য়ায় প্য়াডলারদ্বয় ৷

ঐহিকা এবং সুতীর্থার পক্ষে ম্য়াচের ফল 10-12, 11-7, 11-9, 11-8 ৷ আগামী রবিবার ফাইনালে জাপানের মিওয়া হারিমোতো এবং মিউ কিশারা জুটির মুখোমুখি হবেন দু'জনে ৷ সেই ম্যাচ জিতলে একইদিনে সোনাজয়ের লক্ষ্যে নামবেন তাঁরা ৷ তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এদিন সেমিতে পৌঁছনোর সঙ্গেই অন্ততপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন ঐহিকা-সুতীর্থা ৷

এর আগে চলতি এশিয়ান চ্য়াম্পিয়নশিপে মেয়েদের টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ ঐহিকা ও সুতীর্থা ছাড়াও ব্রোঞ্জজয়ী সেই দলে ছিলেন মণিকা বাত্রা, সৃজা আকুলা ও দিয়া চিতালে ৷ প্য়ারিস অলিম্পিকিসে ব্রোঞ্জ পদকজয়ী কোরিয়া রিপাবলিককে হারিয়ে চমকে দেয় ভারতীয় দল ৷ আয়োজক কাজাখস্তানকে হারিয়ে চলতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে পুরুষ দলও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.