বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 11 ফেব্রুয়ারি: 2023 সালে ভারতের সিনিয়র দলের সামনে পরপর দু’টি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে গলার কাঁটা হয়ে ছিল অস্ট্রেলিয়া ৷ 2024 সালে ছোটদের বিশ্বকাপেও সেই কাঁটা গলা থেকে নামল না ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের একবার অজিদের সামনে ফাইনালের মঞ্চে হার মানল ভারত ৷ বিশ্বকাপ হাতছাড়া হল উদয় সাহারানের দলের ৷ ভারতকে 79 রানে হারিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া ৷ 254 রান তাড়া করতে নেমে 174 রানেই অলআউট হয়ে যায় ইন্ডিয়া।
এদিন রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার আরশিন কুলকার্নির (3) উইকেট হারায় ভারত ৷ কিন্তু, প্রাথমিক ধাক্কা সামলে ভারতীয় ইনিংসকে সামলেছিলেন ওপেনার আদর্শ সিং (47) এবং মুশির খান (22) ৷ কিন্তু, মুশির আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে যায় ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ অধিনায়ক উদয় সাহারান (8) অফস্টাম্পের বাইরের বল পেয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি ৷ বল ফাঁকা জায়গায় প্লেস করতে ব্যর্থ হন ৷ পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তিনি ৷
উদয় আউট হওয়ার সঙ্গেই ভারতের বিশ্বজয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে যায় ৷ এরপর বিষয়টি ছিল আসা-যাওয়ার ৷ সচিন ধাস (9), প্রিয়াংশু মোলিয়া (9), আরভেল্লি অবিনাশ (0) কেউই দাঁড়াতে পারেননি ৷ তবে, উলটোদিকে আদর্শ সিং একা দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, 6 উইকেট পড়ে যাওয়ার পর, তাঁর কাছেও কোনও উপায় ছিল না ৷ 31 নম্বর ওভারে মাহিল বেয়ার্ডম্যানের বলে 77 বলে লড়াকু 47-এর ইনিংস খেলে আউট হন তিনি ৷
আজ অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে প্রায় সকলেই নিজেদের প্রমাণ করেছেন ৷ কুলাম ভিলডার, চার্লি অ্যান্ডারসন সফল হয়েছেন ৷ তবে, তাঁদের ইকনমিও চারের নিচে ছিল ৷ সবচেয়ে সফল ডান হাতি মিডিয়াম পেসার মাহিল বেয়ার্ডম্যান এবং অফস্পিনার রাফ ম্যাকমিলান ৷
আরও পড়ুন: