হুলুনবুইর (চিন), 8 সেপ্টেম্বর: অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ের একমাস পর নয়া অভিযান শুরু ভারতীয় হকি দলের ৷ আর সহজ জয়েই রবিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খাতা খুলল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা ৷ চিনের হুলুনবুইরে প্রথম ম্য়াচে আয়োজক দেশকে 3-0 গোলে পরাস্ত করল ভারতীয় হকি দল ৷ হরমনপ্রীত সিং ব্রিগেডের হয়ে তিনটি গোল করলেন সুখজিৎ সিং, উত্তম সিং এবং অভিষেক ৷
প্য়ারিসে ব্রোঞ্জজয়ের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে পরিষ্কার ফেভারিট, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ তার উপর প্রতিযোগিতায় সর্বাধিক চারবারের চ্যাম্পিয়ন তারা ৷ তবে গোলরক্ষক পিআর শ্রীজেশের অবসরের পর ভারতীয় দলের রক্ষণ কতটা ভরসা জোগায়, সেদিকে তাকিয়ে ছিলেন অনুরাগীরা ৷ অভিজ্ঞ কৃষাণ পাঠক যদিও সফল রইলেন পরীক্ষায় ৷ ক্লিন শিট রেখেই প্রথম ম্য়াচ জিতল ভারত ৷
Team India off to a perfect start here at Hulunbuir, Inner Mongolia in the Hero Asian Champions Trophy 2024 with a 3-0 win over the hosts China.
— Hockey India (@TheHockeyIndia) September 8, 2024
Sukhjeet Singh, Uttam Singh and Abhishek score for Team India.
Next up Japan🇯🇵 tomorrow at 1.15 PM (IST)#HeroACT2024 #IndvChn… pic.twitter.com/rh1Sc5MTZy
ব়্যাংকিংয়ে অনেকটা পিছিয় থাকা চিনের বিরুদ্ধে জয় একটা কঠিন ছিল না ভারতের ৷ বাস্তবেও তা হয়নি ৷ প্রথমার্ধেই জোড়া গোল তুলে নিয়ে জয় নিশ্চিত করে হরমনপ্রীতের দল ৷ অলিম্পিক্সে 10 গোল করা ভারত অধিনায়ক যদিও এদিন গোল পাননি ৷ 14 মিনিটে এদিন ভারতের হয়ে স্কোরশিটে প্রথম নাম তোলেন সুখজিৎ সিং ৷ যুগরাজ সিংয়ের দুরন্ত পাস ধরে 1-0 করেন তিনি ৷
দ্বিতীয় কোয়ার্টারে দ্বিতীয় গোল পেয়ে যায় ভারত ৷ ফিল্ড গোল থেকেই 2-0 করেন উত্তম সিং ৷ যে গোলের বল সাজানো ছিল অধিনায়ক হরমনপ্রীতের ৷ 47 মিনিটে চিনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অভিষেক ৷ ছয়দেশীয় এই প্রতিযোগিতায় সোমবার ভারতের প্রতিপক্ষ জাপান ৷ আগামী 14 সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে 'মেন ইন ব্লু' ৷ দিনের অন্য খেলায় মালয়েশিয়ার বিরুদ্ধে 2-2 ড্র করেছে পাকিস্তান ৷