ETV Bharat / sports

দেশ ও দল হিসেবে আমাদের অনেক বড় জয়: রশিদ খান - T20 World Cup 2024

T20 World Cup 2024: আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস তৈরি করল আফগানিস্তান ৷ বিশ্বের সেরা ক্রিকেট দলকে টি20 বিশ্বকাপের মঞ্চে ধরাশায়ী করল ‘রশিদ খান অ্যান্ড কোম্পানি’ ৷ কিংসটনে স্থানীয় সময় শনিবার রাতে অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়েছে আফগানরা ৷ সেই সঙ্গে সুপার এইটে গ্রুপ-ওয়ান থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল তারা ৷

ETV BHARAT
টি20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান (ছবি- রাশিদ খান এক্স হ্যান্ডলে)
author img

By ANI

Published : Jun 23, 2024, 7:31 PM IST

কিংসটন, 23 জুন: ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শেষে সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মে হরভজন সিং বলেছিলেন, "আমার মনে হচ্ছে আফগানিস্তান অঘটন ঘটাবে ৷ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে আফগানিস্তান ৷ আমার মনের ভিতর থেকে এমনই অনুভূতি আসছে ৷" ভাজ্জির সেই অনুভূতি যে অমূলক ছিল না, তা প্রমাণ করে দিয়েছে আফগানিস্তান ৷ সুপার এইটে অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক তো বটেই, কোনও আইসিসি টুর্নামেন্টে প্রথমবার আফগানিস্তান ক্যাঙারু-বধ করল ৷

এই জয়কে 'অনেক বড়' বলে উল্লেখ করলেন আফগান অধিনায়ক রশিদ খান ৷ টি20 ক্রিকেটে আফগানিস্তান যে কোনও দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেটাই আজ প্রমাণ করলেন রশিদরা ৷ ম্যাচ শেষে তাই আফগান অধিনায়ক বলেন, "আমাদের জন্য অনেক বড় জয় ৷ বিশেষত, একটা দেশ ও দল হিসেবে ৷ একটা অসাধারণ অনুভূতি হচ্ছে ৷ আমরা গত 2 বছর ধরে এই অনুভূতিটার অভাববোধ করছিলাম ৷ এই জয়ে খুব খুশি এবং দলের প্রত্যেক উপর গর্বিত আমি ৷ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ আমরা প্রথম একাদশে (ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশ) কোনও বদল করিনি ৷"

রশিদ জানান, আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়া দলের প্রতিটি খেলোয়াড়, বিশেষত বোলারদের নিয়ে পরিকল্পনা তৈরি করেছিল ৷ আর সেই অনুযায়ী, প্রথম একাদশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তিনি বলেন, "140 রান এই উইকেটে যথেষ্ঠ ৷ তবে, আমরা যেভাবে ব্যাটিং শুরু করেছিলাম, সেই মতো শেষটা করতে পারিনি ৷ ওপেনিং পার্টনারশিপ আমাদের জন্য শুরুটা দারুণ করেছিল ৷ 130-এর বেশি রান এই উইকেটে ডিফেন্ড করার ক্ষেত্রে আমরা আত্মবিশ্বাসী ছিলাম ৷ কারণ, মাথা ঠান্ডা রেখে ও নিজেদের উপর বিশ্বাস রাখলে, তা করা সম্ভব ৷"

টি-20 বিশ্বকাপের আরও খবর জানুন...

আজকের ম্যাচের সেরা গুলবাদিন নায়েবের প্রশংসা শোনা গেল রশিদের মুখে ৷ গুলবাদিন এদিন অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারে ধস নামান ৷ বিশেষত, যখন গ্লেন ম্যাক্সওয়েল (41 বলে 59 রান) আরও একবার আফগানিস্তানের স্বপ্নভঙ্গের পরিকল্পনা করে ফেলেছিলেন ৷ ঠিক তখনই ম্যাড-ম্যাক্সের উইকেট তুলে নেন আফগান মিডিয়াম পেসার ৷ পয়েন্ট দূরন্ত ক্যাচ নেন নূর আহমেদ ৷ ম্যাক্সওয়েল যখন আজ ব্যাটিং করছিলেন, সেই সময় 2023 সালের 7 নভেম্বর রাতের ওয়াংখেড়ের স্মৃতি ফুটে উঠছিল ৷ এক পায়ে দাঁড়িয়ে শুধুমাত্র স্লগ-শট খেলে 200 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ম্যাড-ম্যাক্স ৷ সেই সঙ্গে আফগানদের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন তিনি ৷

তবে, এদিন তেমন কিছু হয়নি ৷ ভয়ঙ্কর হয়ে ওঠা ম্যাক্সওয়েলকে ফিরিয়ে আফগানদের জয়ের আশা বাড়িয়ে দেন গুলবাদিন ৷ তার আগে মার্কাস স্টইনিসকে (11 রান) বাউন্সারে উইকেটের পিছনে ক্যাচ আউট করান ৷ টিম ডেভিডকে মাত্র 2 রানে আউট করেন ৷ প্যাট কামিন্সকেও স্লোয়ার বলে বোল্ড করেন তিনি ৷ 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচের সেরাও গুলবাদিন নায়েব ৷ সঙ্গে আফগানদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি ৷ তবে, এক্ষেত্রে ভারতকে আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে ৷ আর আফগানিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে ৷ তবেই গ্রুপ-ওয়ান থেকে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাবে আফগানিস্তান ৷

কিংসটন, 23 জুন: ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শেষে সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মে হরভজন সিং বলেছিলেন, "আমার মনে হচ্ছে আফগানিস্তান অঘটন ঘটাবে ৷ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে আফগানিস্তান ৷ আমার মনের ভিতর থেকে এমনই অনুভূতি আসছে ৷" ভাজ্জির সেই অনুভূতি যে অমূলক ছিল না, তা প্রমাণ করে দিয়েছে আফগানিস্তান ৷ সুপার এইটে অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক তো বটেই, কোনও আইসিসি টুর্নামেন্টে প্রথমবার আফগানিস্তান ক্যাঙারু-বধ করল ৷

এই জয়কে 'অনেক বড়' বলে উল্লেখ করলেন আফগান অধিনায়ক রশিদ খান ৷ টি20 ক্রিকেটে আফগানিস্তান যে কোনও দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেটাই আজ প্রমাণ করলেন রশিদরা ৷ ম্যাচ শেষে তাই আফগান অধিনায়ক বলেন, "আমাদের জন্য অনেক বড় জয় ৷ বিশেষত, একটা দেশ ও দল হিসেবে ৷ একটা অসাধারণ অনুভূতি হচ্ছে ৷ আমরা গত 2 বছর ধরে এই অনুভূতিটার অভাববোধ করছিলাম ৷ এই জয়ে খুব খুশি এবং দলের প্রত্যেক উপর গর্বিত আমি ৷ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ আমরা প্রথম একাদশে (ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশ) কোনও বদল করিনি ৷"

রশিদ জানান, আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়া দলের প্রতিটি খেলোয়াড়, বিশেষত বোলারদের নিয়ে পরিকল্পনা তৈরি করেছিল ৷ আর সেই অনুযায়ী, প্রথম একাদশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তিনি বলেন, "140 রান এই উইকেটে যথেষ্ঠ ৷ তবে, আমরা যেভাবে ব্যাটিং শুরু করেছিলাম, সেই মতো শেষটা করতে পারিনি ৷ ওপেনিং পার্টনারশিপ আমাদের জন্য শুরুটা দারুণ করেছিল ৷ 130-এর বেশি রান এই উইকেটে ডিফেন্ড করার ক্ষেত্রে আমরা আত্মবিশ্বাসী ছিলাম ৷ কারণ, মাথা ঠান্ডা রেখে ও নিজেদের উপর বিশ্বাস রাখলে, তা করা সম্ভব ৷"

টি-20 বিশ্বকাপের আরও খবর জানুন...

আজকের ম্যাচের সেরা গুলবাদিন নায়েবের প্রশংসা শোনা গেল রশিদের মুখে ৷ গুলবাদিন এদিন অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারে ধস নামান ৷ বিশেষত, যখন গ্লেন ম্যাক্সওয়েল (41 বলে 59 রান) আরও একবার আফগানিস্তানের স্বপ্নভঙ্গের পরিকল্পনা করে ফেলেছিলেন ৷ ঠিক তখনই ম্যাড-ম্যাক্সের উইকেট তুলে নেন আফগান মিডিয়াম পেসার ৷ পয়েন্ট দূরন্ত ক্যাচ নেন নূর আহমেদ ৷ ম্যাক্সওয়েল যখন আজ ব্যাটিং করছিলেন, সেই সময় 2023 সালের 7 নভেম্বর রাতের ওয়াংখেড়ের স্মৃতি ফুটে উঠছিল ৷ এক পায়ে দাঁড়িয়ে শুধুমাত্র স্লগ-শট খেলে 200 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ম্যাড-ম্যাক্স ৷ সেই সঙ্গে আফগানদের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন তিনি ৷

তবে, এদিন তেমন কিছু হয়নি ৷ ভয়ঙ্কর হয়ে ওঠা ম্যাক্সওয়েলকে ফিরিয়ে আফগানদের জয়ের আশা বাড়িয়ে দেন গুলবাদিন ৷ তার আগে মার্কাস স্টইনিসকে (11 রান) বাউন্সারে উইকেটের পিছনে ক্যাচ আউট করান ৷ টিম ডেভিডকে মাত্র 2 রানে আউট করেন ৷ প্যাট কামিন্সকেও স্লোয়ার বলে বোল্ড করেন তিনি ৷ 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচের সেরাও গুলবাদিন নায়েব ৷ সঙ্গে আফগানদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি ৷ তবে, এক্ষেত্রে ভারতকে আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে ৷ আর আফগানিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে ৷ তবেই গ্রুপ-ওয়ান থেকে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাবে আফগানিস্তান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.