ETV Bharat / sports

বাকি দুই টেস্টে নেই বুমরা, ধোনির পাড়ায় চার স্পিনারে টিম ইন্ডিয়া!

India vs England 4th Test: রাঁচিতে চতুর্থ টেস্টে কি চার স্পিনারে খেলবে টিম ইন্ডিয়া ? জসপ্রীত বুমরাকে বাকি দু'টি টেস্টের জন্য বিশ্রামে পাঠানোয় তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে ৷ মহম্মদ সিরাজকে পেস বিভাগে সঙ্গ দেওয়ার জন্য মুকেশ কুমার, আকাশ দীপ থাকলেও ধোনির শহরে টার্নিং পিচ হলে চার স্পিনারে যেতে পারে রোহিতব্রিগেড ৷ লিখছেন ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:37 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: ক্রিকেটারদের, বিশেষত ফাস্ট বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বহুবছর ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের মাথাব্যথার কারণ ৷ বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের মাঝে এবার স্পিডস্টার জসপ্রীত বুমরার ওয়ার্কলোড কমাতে উদ্যোগী হয়েছে ম্যানেজমেন্ট ৷ যিনি বর্তমানে লাল বলের ক্রিকেটে পয়লা নম্বর বোলরও বটে ৷ আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপের কথা মাথায় রেখে গুজরাতে পেসারের ওয়ার্কলোড কমানোর জন্য ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে বোর্ড ৷ তারই ফলশ্রুতি হিসেবে চলতি সিরিজের শেষ দু'টি টেস্টে (রাঁচি, ধরমশালা) বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে ৷

শুধু তাই নয় ৷ আইপিএলে বুমরার ফ্র্যাঞ্চাইজি দলের কাছেও একই নির্দেশ পৌঁছে গিয়েছে ৷ এই প্রসঙ্গে ইটিভি ভারতকে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, "বুমরাকে প্রয়োজন বুঝে ব্যবহার করার স্পষ্ট নির্দেশ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে, যাতে মাঝপথে চোট-আঘাত গ্রাস না-করে তাঁকে ৷ এর আগে চোট-আঘাতের জেরে একাধিক বড় মঞ্চ থেকে ছিটকে গিয়েছে বুমরা ৷"

ওই আধিকারিক আরও বলেন, "ওর (বুমরার) ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকেও আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ঝুঁকি না-নেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ বিশ্বকাপে ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন বুমরা ৷" আর গুজরাত পেসারের অনুপস্থিতিতে চতুর্থ টেস্টে পেস বিভাগে মহম্মদ সিরাজের সঙ্গী কে হবেন, তা নিয়ে চলছে জোর চর্চা ৷ দৌড়ে বাংলার দুই পেসার মুকেশ কুমার এবং আকাশ দীপ ৷

স্কোয়াডে থাকলেও রঞ্জি খেলার জন্য রাজকোট টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল মুকেশকে ৷ বিহারের বিরুদ্ধে সেই রঞ্জি ম্যাচে 10 উইকেট নিয়ে ধোনির শহরে চতুর্থ টেস্ট খেলার জোরালো দাবিদার তিনি ৷ অন্যদিকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে 11 উইকেট নেওয়া আকাশও রাঁচিতে লাল বলের ক্রিকেটে আত্মপ্রকাশের স্বপ্ন দেখতেই পারেন ৷ যদিও শুক্রবার ম্যাচের দিন বাইশ গজের চরিত্র বুঝেই একাদশ চূড়ান্ত করা হবে ৷

রাঁচির পিচ সাধারণ ব্যাটিং ট্র্যাক হলে সিরাজের সঙ্গে শুরু করবেন মুকেশ অথবা আকাশদীপের মধ্যে একজন ৷ কিন্তু পিচ ঘূর্ণি হলে চতুর্থ টেস্টে চার স্পিনারেও দেখা যেতে পারে ভারতীয় দলকে ৷ যে চিত্র সাম্প্রতিক সময়ে দুর্লভ ৷ সেক্ষেত্রে রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে স্পিন বিভাগে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে ৷ এক যুগ আগে নাগপুর টেস্টে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষবার চার স্পিনারে একাদশ সাজিয়েছিল ভারতীয় দল ৷

আরও পড়ুন:

  1. রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
  2. রাজনৈতিক প্রভাবে দুষ্ট ভারতীয় বোর্ড, বাইশ গজকে বিদায় জানিয়ে বিস্ফোরক মনোজ
  3. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত

কলকাতা, 20 ফেব্রুয়ারি: ক্রিকেটারদের, বিশেষত ফাস্ট বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বহুবছর ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের মাথাব্যথার কারণ ৷ বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের মাঝে এবার স্পিডস্টার জসপ্রীত বুমরার ওয়ার্কলোড কমাতে উদ্যোগী হয়েছে ম্যানেজমেন্ট ৷ যিনি বর্তমানে লাল বলের ক্রিকেটে পয়লা নম্বর বোলরও বটে ৷ আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপের কথা মাথায় রেখে গুজরাতে পেসারের ওয়ার্কলোড কমানোর জন্য ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে বোর্ড ৷ তারই ফলশ্রুতি হিসেবে চলতি সিরিজের শেষ দু'টি টেস্টে (রাঁচি, ধরমশালা) বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে ৷

শুধু তাই নয় ৷ আইপিএলে বুমরার ফ্র্যাঞ্চাইজি দলের কাছেও একই নির্দেশ পৌঁছে গিয়েছে ৷ এই প্রসঙ্গে ইটিভি ভারতকে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, "বুমরাকে প্রয়োজন বুঝে ব্যবহার করার স্পষ্ট নির্দেশ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে, যাতে মাঝপথে চোট-আঘাত গ্রাস না-করে তাঁকে ৷ এর আগে চোট-আঘাতের জেরে একাধিক বড় মঞ্চ থেকে ছিটকে গিয়েছে বুমরা ৷"

ওই আধিকারিক আরও বলেন, "ওর (বুমরার) ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকেও আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ঝুঁকি না-নেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ বিশ্বকাপে ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন বুমরা ৷" আর গুজরাত পেসারের অনুপস্থিতিতে চতুর্থ টেস্টে পেস বিভাগে মহম্মদ সিরাজের সঙ্গী কে হবেন, তা নিয়ে চলছে জোর চর্চা ৷ দৌড়ে বাংলার দুই পেসার মুকেশ কুমার এবং আকাশ দীপ ৷

স্কোয়াডে থাকলেও রঞ্জি খেলার জন্য রাজকোট টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল মুকেশকে ৷ বিহারের বিরুদ্ধে সেই রঞ্জি ম্যাচে 10 উইকেট নিয়ে ধোনির শহরে চতুর্থ টেস্ট খেলার জোরালো দাবিদার তিনি ৷ অন্যদিকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে 11 উইকেট নেওয়া আকাশও রাঁচিতে লাল বলের ক্রিকেটে আত্মপ্রকাশের স্বপ্ন দেখতেই পারেন ৷ যদিও শুক্রবার ম্যাচের দিন বাইশ গজের চরিত্র বুঝেই একাদশ চূড়ান্ত করা হবে ৷

রাঁচির পিচ সাধারণ ব্যাটিং ট্র্যাক হলে সিরাজের সঙ্গে শুরু করবেন মুকেশ অথবা আকাশদীপের মধ্যে একজন ৷ কিন্তু পিচ ঘূর্ণি হলে চতুর্থ টেস্টে চার স্পিনারেও দেখা যেতে পারে ভারতীয় দলকে ৷ যে চিত্র সাম্প্রতিক সময়ে দুর্লভ ৷ সেক্ষেত্রে রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে স্পিন বিভাগে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে ৷ এক যুগ আগে নাগপুর টেস্টে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষবার চার স্পিনারে একাদশ সাজিয়েছিল ভারতীয় দল ৷

আরও পড়ুন:

  1. রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
  2. রাজনৈতিক প্রভাবে দুষ্ট ভারতীয় বোর্ড, বাইশ গজকে বিদায় জানিয়ে বিস্ফোরক মনোজ
  3. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.