নিউইয়র্ক, 8 সেপ্টেম্বর: গতবছর ঘরের মেয়ে কোকো গফের কাছে হেরে হাতছাড়া হয়েছিল খেতাব ৷ বছর ঘুরতে না-ঘুরতে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ওপেনে সেরার শিরোপা ছিনিয় নিলেন আরিনা সাবালেঙ্কা ৷ বছরের দ্বিতীয় এবং কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে শনিবার বেলারুশ তারকা হারালেন মার্কিনী জেসিকা পেগুলাকে ৷
স্ট্রেট সেটে জয় সাবালেঙ্কার: দেশের মাটিতে পেগুলার প্রবল জনসমর্থনের বিরুদ্ধে গিয়ে এদিন স্ট্রেট সেটে জয় তুলে নেন সাবালেঙ্কা ৷ চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন জেতা বেলারুশ-কন্যার পক্ষে ম্যাচের ফল 7-5, 7-5 ৷ ফলাফলেই পরিষ্কার, ষষ্ঠ বাছাই পেগুলার বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেলেও দ্বিতীয় বাছাই সাবালেঙ্কার জয় খুব সহজেই আসেনি ৷ স্নায়ু ধরে রেখে জোড়া সেটে বাজিমাত করে যান তিনি ৷
টপকে গেলেন আজারেঙ্কাকে: শনিবারের জয় সাবালেঙ্কাকে তাঁর দেশের সবচেয়ে সফল টেনিস তারকা হিসেবে প্রতিষ্ঠিত করল ৷ এর আগে জোড়া অস্ট্রেলিয়ান ওপেন জিতে ভিক্টোরিয়া আজারেঙ্কার নজির ছুঁয়েছিলেন তিনি ৷ এদিন যুক্তরাষ্ট্র ওপেন জিতে বেলারুশের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী হলেন তিনি ৷ সেই সঙ্গে ওপেন এরার পঞ্চম মহিলা টেনিস প্লেয়ার হিসেবে একই মরশুমে জোড়া হার্ড কোর্টেই খেতাব জয়ের নজির গড়লেন তিনি ৷
Aryna Sabalenka has a plan to win over the crowd ahead of her match with Emma Navarro 🍻 pic.twitter.com/TwZVKJRXOg
— US Open Tennis (@usopen) September 4, 2024
কোয়ার্টারে অনুরাগীদের ফ্রি ড্রিঙ্কসের প্রস্তাব: খেতাব জয়ের আগে চলতি ফ্লাশিং মেডোয় সাবালেঙ্কা শিরোনামে এসেছিলেন অন্য একটি কারণে ৷ সেমিফাইনালে বেলারুশ তারকা মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর ৷ তার আগে সমর্থন পেতে অদ্ভুত উপায় অবলম্বন করেছিলেন তিনি ৷ কোয়ার্টার ফাইনাল জিতে মজা করেই আর্থার অ্যাশ স্টেডিয়ামের অনুরাগীদের বিনামূল্যে পানীয়ের প্রস্তাব দিয়েছিলেন সাবালেঙ্কা ৷ মজার ছলে তিনি বলেন, "আজ রাতে তোমরা আমার টাকায় ড্রিঙ্কস কর ৷ তবে পরের ম্য়াচে সমর্থন যেন অবশ্যই আমার দিকে থাকে ৷"