ETV Bharat / sports

রঞ্জিতে প্রথমবার পাঁচ উইকেট, আইপিএল নিলামের আগে ফের চর্চায় সচিন-পুত্র - RANJI TROPHY 2024 25

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট অর্জুন তেন্ডুলকরের ৷ অরুণাচলের ব্য়াটিং-অর্ডার একাই ধসিয়ে দিলেন সচিন-পুত্র ৷

ARJUN TENDULKAR
অর্জুন তেন্ডুলকর (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 5:01 PM IST

পর্ভরিম (গোয়া), 13 নভেম্বর: রঞ্জি ট্রফিতে বল হাতে আগুন ঝরালেন অর্জুন তেন্ডুলকর ৷ সচিন-পুত্রের বিধ্বংসী স্পেল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্য়াচের প্রথমদিনই গোয়াকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিল ৷ প্লেট গ্রুপের ম্য়াচে অর্জুনের পাঁচ উইকেটের সৌজন্য়ে অরুণাচলকে প্রথম ইনিংসে মাত্র 84 রানে অলআউট করে দিল গোয়া ৷ গোয়ার জার্সিতে মুম্বইকরের এই পারফরম্যান্স নিঃসন্দেহে আইপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভাবতে বাধ্য করাবে ৷ রঞ্জি ট্রফিতে এই প্রথমবার পাঁচ উইকেট নিলেন অর্জুন ৷

পর্ভরিমে অরুণাচলের বিরুদ্ধে বুধবার কেরিয়ারের 17তম প্রথম শ্রেণির ম্য়াচ খেলতে নেমেছেন সচিন-পুত্র ৷ সপ্তদশ ম্য়াচে এসে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি ৷ 9 ওভার হাত ঘুরিয়ে 25 রান দিয়ে পাঁচ উইকেট নেন 25 বছরের অর্জুন ৷ ম্য়াচের দ্বিতীয় ওভারে এদিন অরুণাচলের ওপেনার নবম হাচাংকে শূন্য রানে ফেরান জুনিয়র তেন্ডুলকর ৷ এরপর একে একে নীলম ওবি, জয় ভবসর, চিন্ময় পাতিল ও মোজি এতে অর্জুনের শিকার হন ৷

36 রানে পাঁচ উইকেট খোয়ানো অরুণাচল শেষমেশ একশো পূর্ণ করার আগেই গুটিয়ে যায় ৷ 30.3 ওভারে 84 রানে শেষ হয় উত্তর-পূর্বের রাজ্যটির ইনিংস ৷ তেন্ডুলকরের পাঁচ উইকেটের পাশাপাশি গোয়ার হয়ে তিন উইকেট নেন মোহিত রেদকর ও দু'টি উইকেট নেন কেইথ পিন্টো ৷ জবাবে সূয়স প্রভুদেশাই ও কাশ্যপ বাকলের ব্যাটে ভর করে ভালো জায়গায় গোয়া ৷

তবে সব ছাপিয়ে শিরোনামে প্রথম শ্রেণির ক্রিকেটে অর্জুনের প্রথম পাঁচ উইকেটের কৃতিত্ব ৷ এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অর্জুনের সেরা বোলিং ফিগার ছিল 49 রানে চার উইকেট ৷ নিঃসন্দেহে এদিনের পারফরম্য়ান্স ঘরোয়া ক্রিকেটে ল্য়ান্ডমার্ক পারফরম্যান্স হয়ে থেকে যেতে পারে অর্জুনের জন্য ৷ তার চেয়েও বড় কথা আসন্ন আইপিএলের মেগা অকশনে এই পারফরম্য়ান্স মহার্ঘ করতে পারে সচিন-পুত্রকে ৷ মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ায় চলতি মাসে মেগা নিলামে উঠবেন অর্জুন ৷

পর্ভরিম (গোয়া), 13 নভেম্বর: রঞ্জি ট্রফিতে বল হাতে আগুন ঝরালেন অর্জুন তেন্ডুলকর ৷ সচিন-পুত্রের বিধ্বংসী স্পেল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্য়াচের প্রথমদিনই গোয়াকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিল ৷ প্লেট গ্রুপের ম্য়াচে অর্জুনের পাঁচ উইকেটের সৌজন্য়ে অরুণাচলকে প্রথম ইনিংসে মাত্র 84 রানে অলআউট করে দিল গোয়া ৷ গোয়ার জার্সিতে মুম্বইকরের এই পারফরম্যান্স নিঃসন্দেহে আইপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভাবতে বাধ্য করাবে ৷ রঞ্জি ট্রফিতে এই প্রথমবার পাঁচ উইকেট নিলেন অর্জুন ৷

পর্ভরিমে অরুণাচলের বিরুদ্ধে বুধবার কেরিয়ারের 17তম প্রথম শ্রেণির ম্য়াচ খেলতে নেমেছেন সচিন-পুত্র ৷ সপ্তদশ ম্য়াচে এসে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি ৷ 9 ওভার হাত ঘুরিয়ে 25 রান দিয়ে পাঁচ উইকেট নেন 25 বছরের অর্জুন ৷ ম্য়াচের দ্বিতীয় ওভারে এদিন অরুণাচলের ওপেনার নবম হাচাংকে শূন্য রানে ফেরান জুনিয়র তেন্ডুলকর ৷ এরপর একে একে নীলম ওবি, জয় ভবসর, চিন্ময় পাতিল ও মোজি এতে অর্জুনের শিকার হন ৷

36 রানে পাঁচ উইকেট খোয়ানো অরুণাচল শেষমেশ একশো পূর্ণ করার আগেই গুটিয়ে যায় ৷ 30.3 ওভারে 84 রানে শেষ হয় উত্তর-পূর্বের রাজ্যটির ইনিংস ৷ তেন্ডুলকরের পাঁচ উইকেটের পাশাপাশি গোয়ার হয়ে তিন উইকেট নেন মোহিত রেদকর ও দু'টি উইকেট নেন কেইথ পিন্টো ৷ জবাবে সূয়স প্রভুদেশাই ও কাশ্যপ বাকলের ব্যাটে ভর করে ভালো জায়গায় গোয়া ৷

তবে সব ছাপিয়ে শিরোনামে প্রথম শ্রেণির ক্রিকেটে অর্জুনের প্রথম পাঁচ উইকেটের কৃতিত্ব ৷ এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অর্জুনের সেরা বোলিং ফিগার ছিল 49 রানে চার উইকেট ৷ নিঃসন্দেহে এদিনের পারফরম্য়ান্স ঘরোয়া ক্রিকেটে ল্য়ান্ডমার্ক পারফরম্যান্স হয়ে থেকে যেতে পারে অর্জুনের জন্য ৷ তার চেয়েও বড় কথা আসন্ন আইপিএলের মেগা অকশনে এই পারফরম্য়ান্স মহার্ঘ করতে পারে সচিন-পুত্রকে ৷ মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ায় চলতি মাসে মেগা নিলামে উঠবেন অর্জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.