ইস্ট ব়্যাদারফোর্ড, 26 জুন: লাউতারো মার্টিনেজ 88 মিনিটের গোলে চিলির বিরুদ্ধে জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ৷ সেই সঙ্গে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে চলে গেল লিওনেল মেসির দল ৷ এদিন মেসির কর্নার কিক থেকে প্রতিহত হওয়া বল জালে রাখেন মার্টিনেজ ৷ টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় গোল এটি ৷
ম্যাচের 86 মিনিটে আর্জেন্তিনা কর্নার পায় ৷ অধিনায়ক লিও মেসি নিজে কর্নার-কিক নেওয়ার জন্য এগিয়ে যান ৷ তাঁর নেওয়া শট প্রথমে আর্জেন্তিনার লি মার্টিনেজে হেডে গোলের দিকে ঠেলেন ৷ চিলির গোলকিপার ক্লদিয়ো ব্র্যাভো সেই শটটি প্রতিহত করেন ৷ এরপর ফিরতি শটে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে গোল করে যান ৷ এদিনের ম্যাচে আর্জেন্তিনা মোট 22টি শট নেয় গোল লক্ষ্য করে, যার মধ্যে 9টি শট টার্গেটে ছিল ৷ বল পজেশনেও চিলির থেকে অনেকটাই এগিয়ে ছিল 'লা আলবিসেলেস্তে' ৷ 62 শতাংশ বলের দখল ছিল মেসিদের ৷ যদিও বিপক্ষ বক্সে গিয়ে সব আক্রমণ থমকে যায় তাঁদের ৷
এদিন সারা ম্যাচে আর্জেন্তিনা মোট 11টি কর্নার পায় ৷ যার একটি থেকে গোল হয়েছে ৷ অন্যদিকে চিলির ভাগ্যে একটি কর্নারও জোটেনি সারা ম্য়াচে ৷ তারা মোটে তিনটি শট গোল লক্ষ্য করে মারে ৷ আজকের জয়ে আর্জেন্তিনা কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলল ৷ আর্জেন্তিনা গ্রুপ-এ থেকে দু’টি ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ৷ সমসংখ্যক ম্যাচ খেলে কানাডা 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ৷ 1 পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে রয়েছে চিলি ও পেরু ৷
Next round… 🔜🏆 pic.twitter.com/9D7V5g7mDX
— Selección Argentina in English (@AFASeleccionEN) June 26, 2024
আর্জেন্তিনার পরবর্তী ম্যাচ পেরুর বিরুদ্ধে ৷ অপেক্ষাকৃত দুর্বল পেরুর বিরুদ্ধে আর্জেন্তিনা জিতলে শীর্ষে থেকেই শেষ আটে যাবে ৷ কানাডার সামনে সুযোগ রয়েছে দু’নম্বরে শেষ করে কোয়ার্টারে পৌঁছানোর ৷ তারা আর্জেন্তিনার বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পর পেরুর বিরুদ্ধে 1-0 গোল জিতেছে ৷