কলকাতা, 3 মে: বৃত্ত সম্পূর্ণ করতে চান আন্তেনিয়ো লোপেজ হাবাস ৷ চলতি মরশুমে মাঝপথে মোহনবাগান সুপার জায়ান্টের হাল ধরে ছিলেন তিনি ৷ মরশুমের শুরু ডুরাণ্ড কাপ জয় দিয়ে শুরু করলেও, আইএসএলের মাঝপথে সবুজ-মেরুন পালতোলা নৌকা দিগভ্রান্ত হয়ে পড়েছিল ৷ হাবাস এলেন এবং জুয়ান ফেরান্দোর হাত থকে কোচিংয়ের ব্যাটন নিয়ে দলকে আবার সামাল দিলেন ৷ আইএসএলে একসময় টানা চার হারে বিধ্বস্ত মোহনবাগানে সাফল্যের আলো জ্বালিয়েছেন তিনি ৷
ডুরাণ্ড কাপ জয় আগেই হয়ে গিয়েছে ৷ এবার অধরা লিগ শিল্ড জয়ের স্বপ্নও পূরণ হয়েছে ৷ এবার পরপর দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ৷ মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা মাঠে বসে প্রিয় দলের চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী থাকতে চাইছেন ৷ ফলে একটা চাহিদার সুনামি তৈরি হয়েছে ৷ আবেগের গণ বিস্ফোরণের আবহে নিরুত্তাপ ছেষট্টি বছরের যুবা হাবাস কি প্রত্যাশার ঢেউয়ে ভেসে আবেগ তাড়িত ? তাই অধিনায়ক শুভাশিস বসু, দ্রিমিত্রি পেত্রাতোস, সাহাল আব্দুল সামাদকে পাশে নিয়ে বৃত্তটা সম্পূর্ণ করার স্বপ্নকে উস্কে দিলেন ৷
চলতি মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হলে, মোহনবাগান সুপার জায়ান্ট ত্রিমুকুট জয়ের কৃতিত্ব দেখাবে ৷ চারবার ফাইনালে উঠে দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন কোচ হাবাস ৷ বিশেষজ্ঞরা বলছেন, আইএসএল এবং হাবাস সমার্থক ৷ সবচেয়ে বেশি আইএসএল ম্যাচ জয়ের কৃতিত্ব পকেটে রাখা হাবাস চলতি আইএসএল ফাইনালের আগে সতর্ক ৷ প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি চিরকালই মোহনবাগানের গাঁট ৷ তাই মোহনবাগান সুপার জায়ান্ট সতর্ক ৷ অনেকেই বলছেন আইএসএল ফাইনাল শুধু ম্যাচ নয়, মোহনবাগান সুপার জায়ান্টের কাছে বদলার সুযোগ ৷
হাবাস বলেন, "বদলা কথাটা শুনলে মাফিয়া মাফিয়া মনে হয় ৷ তাই বদলা নয়, এটা ফুটবল ৷ নতুন একটা দিন ৷ আমরা ফাইনালটা জিততে চাই ৷ চ্যাম্পিয়ন হয়ে বৃত্তটা সম্পূর্ণ করতে চাই ৷" তবে, মুম্বই সিটি এফসি কোচ পেটর ক্র্যাটকি বলছেন, রবিবারের সন্ধ্যায় চাপে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ বিষয়টি মানতে রাজি নন সবুজ-মেরুন চাণক্য ৷ তিনি বলছেন, "আমরা ফেভারিট নই ৷ চাপেও নেই ৷ প্রতিটি ম্যাচ আলাদা ৷ আমাদের প্রতিটি দলকে সম্মান করতে হবে ৷"
প্রতিপক্ষ মুম্বই সিটিকে নিয়ে হাবাস গাছাড়া মনোভাব দেখাচ্ছেন না ৷ তিনি বলেন, "মুম্বই দল হিসেবে যথেষ্ট শক্তিশালী ৷ ফাইনালটা আরও একটি ম্যাচ ৷ যা আমাদের দলের প্রতিটি সদস্যর কাছে নিজেদের নিংড়ে দেওয়ার ম্যাচ ৷ ফাইনালে ওঠা সহজ ছিল না ৷ আমি তাই আগামিকাল ফের জিততে চাই ৷ আরও একবার খেতাব জিততে চাই ৷"
তবে, কার্ড সমস্যায় সাদিকু নেই ৷ বাকি সকলেই আছে মোহনবাগান সুপার জায়ান্টের ড্রেসিংরুমে ৷ হাবাস বলছেন, "আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ৷ কারণ, লিগের অনেক ম্যাচ ধারাবাহিকভাবে খেলার পরে আপনি সেই সুযোগটা পাচ্ছেন ৷ আইএসএল চ্যাম্পিয়ন হওয়া কয়েকটি নক আউট ম্যাচ খেলার মাধ্যমে হয়ে থাকে ৷ তবুও, আরও একটা ফাইনাল যা আমরা জিততে চাই ৷"
প্রচণ্ড গরমে আইএসএল ফাইনাল খেলা ৷ নক আউট ম্যাচ মানে অতিরিক্ত সময় এবং টাইব্রেকারের সম্ভাবনা থাকে ৷ হাবাস প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে বলছেন, "আমি তো ম্যাচটা 45 মিনিটে শেষ করতে চাই ৷ প্রচণ্ড গরমে খেলা সব সময়ই কষ্টকর ! তবে এটা ফুটবল ৷ আগে থেকে বলা সম্ভব নয় ৷ চাইব নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে ৷"
তিনবছর আগে মুম্বই সিটি এফসি আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ফাইনাল দু’টোতেই মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ৷ এবার যেন উলটপূরাণ ৷ মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসিকে হারিয়ে ৷ আইএসএল ফাইনালেও দু’টো দল পরস্পরের মুখোমুখি ৷ হিসেব মেটানোর পালা এবার মনবীর, শুভাশিস, পেত্রাতোসদের ৷
আরও পড়ুন: