প্যারিস, 9 অগস্ট: ভিনেশ ফোগতের পদক হাতছাড়ার দুঃখ বোধহয় ঘুচল খানিকটা । পুরুষদের 57 কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন আমন শেরাওয়াত । শুক্রবার ব্রোঞ্জ পদক ম্যাচে পুয়ের্তো রিকোর ডারিয়ান ক্রুজকে পরাজিত করলেন হরিয়ানার 21 বছরের পালোয়ান । সেইসঙ্গে দেশের কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক দেওয়ারও নজির গড়লেন তিনি ।
বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনালে টেকনিক্যাল সুপিয়রিটিতে জিতে সেমিতে পৌঁছেছিলেন আমন । পরাজিতের তালিকায় ছিলেন আলবেনিয়ার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নও । ভিনেশ ফোগতের অনভিপ্রেত ঘটনার পর ফের কুস্তিতে পদকের স্বপ্ন দেখতে শুরু করে ভারত । যদিও সেমিতে হেরে সোনা-রুপো হাতছাড়া হয় হ্যাংঝাউ এশিয়াডে ব্রোঞ্জজয়ীর । শেষ চারে আমন হারেন রিও অলিম্পিক্সের রুপোজয়ী জাপানের রেই হিগুচির কাছে ।
তবে এদিন ব্রোঞ্জ পদকের ম্যাচে সেমির হার থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই বদ্ধপরিকর ছিলেন 2023 এশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী । আমনের পুয়ের্তো রিকোর প্রতিদ্বন্দ্বী এদিন শুরুতে পয়েন্টের খাতা খুললেও পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেন ভারতীয় পালোয়ান । আমনের আগ্রাসী মনোভাবের কাছেই এদিন হার মানতে হয় পুয়ের্তা রিকোর কুস্তিগীরকে । শেষ পর্যন্ত 13-5 ব্যবধানে জিতে সপ্তম ভারতীয় পালোয়ান হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো আর্থে' পদক আনলেন আমন ।
More pride thanks to our wrestlers!
— Narendra Modi (@narendramodi) August 9, 2024
Congratulations to Aman Sehrawat for winning the Bronze Medal in the Men's Freestyle 57 kg at the Paris Olympics. His dedication and perseverance are clearly evident. The entire nation celebrates this remarkable feat.
এই নিয়ে টানা পঞ্চম অলিম্পিক্সে কুস্তি থেকে পদক আনল ভারত । অতিরিক্ত ওজনের জেরে ভিনেশ বাতিল ঘোষিত হওয়ার পর মনে হয়েছিল প্যারিসে বুঝি কুস্তি থেকে পদক অধরাই রইবে । কিন্তু তা হতে দিলেন না আমন । গত অলিম্পিক্সে 57 কেজি বিভাগেই রুপো এনেছিলেন রবি কুমার দাহিয়া ।
একনজরে অলিম্পিক্সে ভারতের কুস্তিতে পদক:
কেডি যাদব- (1952)
সুশীল কুমার- ব্রোঞ্জ (2008)
সুশীল কুমার- রুপো (2012)
যোগেশ্বর দত্ত- ব্রোঞ্জ (2012)
সাক্ষী মালিক- ব্রোঞ্জ (2016)
রবি দাহিয়া- রুপো (2020)
বজরং পুনিয়া- ব্রোঞ্জ (2020)