ETV Bharat / sports

গরমে অসুস্থ হয়েও নজরকাড়া আকাশ দীপ, হাড্ডাহাড্ডি লড়াই মেয়েদের ক্রিকেটে - Bengal Pro T20 League - BENGAL PRO T20 LEAGUE

Bengal Pro T20 League: বৃহস্পতিবার জমে গেল বেঙ্গল প্রো টি-20 লিগের আসর ৷ ছেলেদের খেলায় দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংস-এর কাছে পরাজিত হল শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ হাড্ডাহাড্ডি লড়াই হল মেয়েদের ক্রিকেটেও ৷ কলকাতা টাইগার্স তিন রানে হারাল হাওড়া ওয়ারিয়ার্সকে ৷

Bengal Pro T20 League
বেঙ্গল প্রো টি-20 লিগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 4:37 PM IST

কলকাতা, 14 জুন: প্রচণ্ড গরমে ইডেনে বল করতে গিয়ে অসুস্থ বোধ করলেন আকাশ দীপ । আইসপ্যাক ব্যবহার করতে বাধ্য হন তিনি । তবে গরমে অসুস্থ হয়েও ভালো পারফরম্যান্স করলেন শিলিগুড়ি স্ট্রাইকার্সের খোলোয়াড় । ব্যাট হাতে 20 বলে তিরিশ রান করেন তিনি ৷ পরে 19 রানে তিনটি উইকেট নেন । তাই অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার উঠল তাঁর হাতেই ।

ইডেনে ম্যাচ নিয়ে আকাশ দীপ বলেন, "পাঁচ মাস পরে আমি এত রোদে খেললাম । আইপিএল এবং দক্ষিণ আফ্রিকা সফরের পরে প্রথমবার এই আবহে খেলছি । তার উপর ঠান্ডা লেগে রয়েছে । বুধবার রাতে বৃষ্টি হওয়ায় মাঠ থেকেও গরম উঠছিল । সব মিলিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে গিয়ে আমাকে আইসপ্যাক নিতে হয়েছে ।"

বৃহস্পতিবার দুপুর একটায় বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্স তাদের দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংস-এর মুখোমুখি হয়েছিল । প্রথম ম্যাচে হারবার কিংসকে হারালেও দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংস-এর কাছে পরাজিত হল শিলিগুড়ি স্ট্রাইকার্স । মুর্শিদাবাদ কিংস আট উইকেটে জয় তুলে নেয় এ দিন । ম্যাচের সেরা সুদীপ ঘরামি 48 এবং শুভম দে 37 রান করে দলকে 18 ওভারে জয় উপহার দেন । তবে এই ম্যাচের আকর্ষণ ছিলেন শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি ক্রিকেটার আকাশ দীপ । অসুস্থ হয়েও তিনি যে পারফরম্যান্স করেছেন তা নজর কেড়েছে দর্শকদের ৷

শনিবার শিলিগুড়ি স্ট্রাইকার্সের পরের ম্যাচ রাঢ় টাইগার্সের সঙ্গে ৷ ওই ম্যাচে ভুল শুধরে জয়ে ফেরার কথা বলছেন আকাশ দীপ । তাঁর মতে, বাইশগজে ব্যাট করতে নেমে ব্যাটাররা বেশ কিছু ভুল করাতেই ব্যাটিং বিপর্যয় হয়েছে বৃহস্পতিবারের ম্যাচে । তবে আরও ভালো পিচ হওয়া দরকার ছিল বলে মনে করেন আকাশ দীপ ।

ছেলেদের অন্য ম্যাচে রাঢ় টাইগার্স 23 রানে হারায় হারবার ডায়মন্ডসকে । প্রথমে ব্যাট করতে নেমে রাঢ় টাইগার্স সাত উইকেটে 141 রান তোলে । প্রত্যুত্তরে হারবার ডায়মন্ডস সাত উইকেটে 118 রান তোলে । দলের জয়ে নায়ক শাহবাজ আহমেদ । রাঢ় টাইগার্সের হয়ে ব্যাট হাতে 30 রান করার পরে বল হাতে 17 রানে দুই উইকেট নেন তিনি । ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে টেক্কা রাঢ় টাইগার্সের । শাহবাজ ছাড়া বড় রান আসে অরিন্দম ঘোষের ব্যাট থেকে ৷ 54 রান করেন তিনি । বল হাতে শাহবাজ আহমেদের মতই অর্ণব নন্দী এবং সুমন দাস দুটো করে উইকেট নিয়েছেন ।

অন্যদিকে মেয়েদের বেঙ্গল প্রো টি-20 লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলকাতা টাইগার্স তিন রানে হারাল হাওড়া ওয়ারিয়ার্সকে । সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে কলকাতা টাইগার্স 125 রান তোলে । মিতা পালের 49 বলে 57 এবং সহ-অধিনায়ক ও ম্যাচের সেরা মমতা কিস্কুর 53 রান কলকাতাকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে হাওড়া ওয়ারিয়ার্স নয় উইকেটে 122 রানে আটকে যায় । পূজা বসাক 28 এবং প্রতিভা মাণ্ডি 24 রান করেন । কলকাতা টাইগার্সের অনন্যা হালদার এবং অরিক্তা মান্না তিনটি করে উইকেট নেন ।

অন্য ম্যাচে মালদা হারাল মেদিনীপুরকে । টস জিতে ব্যাট করতে নেমে মেদিনীপুর উইজার্ড সাত উইকেটে 11 রান করে । অঙ্কিতা বর্মন 36 এবং কাশিশ আগরওয়াল 27 রান করেন । প্রত্যুত্তরে স্ম্যাশার্স মালদা 18 দশমিক পাঁচ ওভারে ছয় উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ।

কলকাতা, 14 জুন: প্রচণ্ড গরমে ইডেনে বল করতে গিয়ে অসুস্থ বোধ করলেন আকাশ দীপ । আইসপ্যাক ব্যবহার করতে বাধ্য হন তিনি । তবে গরমে অসুস্থ হয়েও ভালো পারফরম্যান্স করলেন শিলিগুড়ি স্ট্রাইকার্সের খোলোয়াড় । ব্যাট হাতে 20 বলে তিরিশ রান করেন তিনি ৷ পরে 19 রানে তিনটি উইকেট নেন । তাই অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার উঠল তাঁর হাতেই ।

ইডেনে ম্যাচ নিয়ে আকাশ দীপ বলেন, "পাঁচ মাস পরে আমি এত রোদে খেললাম । আইপিএল এবং দক্ষিণ আফ্রিকা সফরের পরে প্রথমবার এই আবহে খেলছি । তার উপর ঠান্ডা লেগে রয়েছে । বুধবার রাতে বৃষ্টি হওয়ায় মাঠ থেকেও গরম উঠছিল । সব মিলিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে গিয়ে আমাকে আইসপ্যাক নিতে হয়েছে ।"

বৃহস্পতিবার দুপুর একটায় বেঙ্গল প্রো টি-20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্স তাদের দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংস-এর মুখোমুখি হয়েছিল । প্রথম ম্যাচে হারবার কিংসকে হারালেও দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংস-এর কাছে পরাজিত হল শিলিগুড়ি স্ট্রাইকার্স । মুর্শিদাবাদ কিংস আট উইকেটে জয় তুলে নেয় এ দিন । ম্যাচের সেরা সুদীপ ঘরামি 48 এবং শুভম দে 37 রান করে দলকে 18 ওভারে জয় উপহার দেন । তবে এই ম্যাচের আকর্ষণ ছিলেন শিলিগুড়ি স্ট্রাইকার্সের মার্কি ক্রিকেটার আকাশ দীপ । অসুস্থ হয়েও তিনি যে পারফরম্যান্স করেছেন তা নজর কেড়েছে দর্শকদের ৷

শনিবার শিলিগুড়ি স্ট্রাইকার্সের পরের ম্যাচ রাঢ় টাইগার্সের সঙ্গে ৷ ওই ম্যাচে ভুল শুধরে জয়ে ফেরার কথা বলছেন আকাশ দীপ । তাঁর মতে, বাইশগজে ব্যাট করতে নেমে ব্যাটাররা বেশ কিছু ভুল করাতেই ব্যাটিং বিপর্যয় হয়েছে বৃহস্পতিবারের ম্যাচে । তবে আরও ভালো পিচ হওয়া দরকার ছিল বলে মনে করেন আকাশ দীপ ।

ছেলেদের অন্য ম্যাচে রাঢ় টাইগার্স 23 রানে হারায় হারবার ডায়মন্ডসকে । প্রথমে ব্যাট করতে নেমে রাঢ় টাইগার্স সাত উইকেটে 141 রান তোলে । প্রত্যুত্তরে হারবার ডায়মন্ডস সাত উইকেটে 118 রান তোলে । দলের জয়ে নায়ক শাহবাজ আহমেদ । রাঢ় টাইগার্সের হয়ে ব্যাট হাতে 30 রান করার পরে বল হাতে 17 রানে দুই উইকেট নেন তিনি । ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে টেক্কা রাঢ় টাইগার্সের । শাহবাজ ছাড়া বড় রান আসে অরিন্দম ঘোষের ব্যাট থেকে ৷ 54 রান করেন তিনি । বল হাতে শাহবাজ আহমেদের মতই অর্ণব নন্দী এবং সুমন দাস দুটো করে উইকেট নিয়েছেন ।

অন্যদিকে মেয়েদের বেঙ্গল প্রো টি-20 লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলকাতা টাইগার্স তিন রানে হারাল হাওড়া ওয়ারিয়ার্সকে । সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে কলকাতা টাইগার্স 125 রান তোলে । মিতা পালের 49 বলে 57 এবং সহ-অধিনায়ক ও ম্যাচের সেরা মমতা কিস্কুর 53 রান কলকাতাকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে হাওড়া ওয়ারিয়ার্স নয় উইকেটে 122 রানে আটকে যায় । পূজা বসাক 28 এবং প্রতিভা মাণ্ডি 24 রান করেন । কলকাতা টাইগার্সের অনন্যা হালদার এবং অরিক্তা মান্না তিনটি করে উইকেট নেন ।

অন্য ম্যাচে মালদা হারাল মেদিনীপুরকে । টস জিতে ব্যাট করতে নেমে মেদিনীপুর উইজার্ড সাত উইকেটে 11 রান করে । অঙ্কিতা বর্মন 36 এবং কাশিশ আগরওয়াল 27 রান করেন । প্রত্যুত্তরে স্ম্যাশার্স মালদা 18 দশমিক পাঁচ ওভারে ছয় উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.