ETV Bharat / sports

বোর্ডের নির্বাচক কমিটিতে নয়া সদস্য, আঙ্কোলার পরিবর্তে এলেন প্রাক্তন উইকেটরক্ষক - NEW MEMBER IN BCCI SELECTION PANEL

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 8:05 PM IST

AJAY RATRA SELECTED AS NEW MEMBER OF BCCI SELECTION PANEL: জাতীয় দলের হয়ে মাত্র 6টি টেস্ট খেললেও হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেটে 90টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন অজয় রাত্রা ৷ তাঁকেই বোর্ডের নির্বাচক কমিটির নয়া সদস্য হিসেবে বেছে নিল উপদেষ্টা কমিটি ৷

NEW MEMBER IN BCCI SELECTION PANEL
বোর্ডের নির্বাচক কমিটিতে রদবদল (IANS Photo)

মুম্বই, 3 সেপ্টেম্বর: সরলেন সলিল আঙ্কোলা ৷ তাঁর পরিবর্তে বোর্ডের নির্বাচক কমিটির নয়া সদস্য হলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক অজয় রাত্রা ৷ দেশের জার্সিতে 6টি টেস্ট ম্য়াচ এবং 12টি ওয়ান-ডে ম্য়াচ খেলা রাত্রাকে নির্বাচক কমিটির নয়া সদস্য হিসেবে বেছে নিল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ৷

জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না-খেললেও হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেটে 90টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন রাত্রা ৷ সেখানে প্রায় 4 হাজারের কাছাকাছি রানের পাশাপাশি নয়া নির্বাচক কমিটির নামের সঙ্গে জুড়ে রয়েছে প্রায় 250টি শিকার ৷ আঙ্কোলার পরিবর্তে রাত্রাকে এদিন নির্বাচক কমিটির সদস্য হিসেবে বেছে নিলেন উপদেষ্টা কমিটির তিন সদস্য সুলক্ষণা নায়েক, যতীন পরাঞ্জপে এবং অশোক মালহোত্রা ৷ ক্রিকেট কেরিয়ারের পরবর্তী সময়ে কোচ হিসেবেও লম্বা কেরিয়ার রয়েছে অজয় রাত্রার ৷ অসম, পঞ্জাবের পাশাপাশি উত্তর প্রদেশের হেড কোচ হিসেবেও অভিজ্ঞতা বাড়িয়েছেন তিনি ৷

শুধু তাই নয়, 2023 ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে দলে কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাত্রা ৷ তাঁর দূরদৃষ্টি নির্বাচক কমিটিকে সঠিক প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করবে বলে বিবৃতিতে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সলিল আঙ্কোলা সরে যাওয়ায় বর্তমানে নির্বাচক কমিটির চার সদস্য হলেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রীধরন শরথ এবং অজয় রাত্রা ৷ নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ৷

মুম্বই, 3 সেপ্টেম্বর: সরলেন সলিল আঙ্কোলা ৷ তাঁর পরিবর্তে বোর্ডের নির্বাচক কমিটির নয়া সদস্য হলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক অজয় রাত্রা ৷ দেশের জার্সিতে 6টি টেস্ট ম্য়াচ এবং 12টি ওয়ান-ডে ম্য়াচ খেলা রাত্রাকে নির্বাচক কমিটির নয়া সদস্য হিসেবে বেছে নিল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ৷

জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না-খেললেও হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেটে 90টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন রাত্রা ৷ সেখানে প্রায় 4 হাজারের কাছাকাছি রানের পাশাপাশি নয়া নির্বাচক কমিটির নামের সঙ্গে জুড়ে রয়েছে প্রায় 250টি শিকার ৷ আঙ্কোলার পরিবর্তে রাত্রাকে এদিন নির্বাচক কমিটির সদস্য হিসেবে বেছে নিলেন উপদেষ্টা কমিটির তিন সদস্য সুলক্ষণা নায়েক, যতীন পরাঞ্জপে এবং অশোক মালহোত্রা ৷ ক্রিকেট কেরিয়ারের পরবর্তী সময়ে কোচ হিসেবেও লম্বা কেরিয়ার রয়েছে অজয় রাত্রার ৷ অসম, পঞ্জাবের পাশাপাশি উত্তর প্রদেশের হেড কোচ হিসেবেও অভিজ্ঞতা বাড়িয়েছেন তিনি ৷

শুধু তাই নয়, 2023 ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে দলে কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাত্রা ৷ তাঁর দূরদৃষ্টি নির্বাচক কমিটিকে সঠিক প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করবে বলে বিবৃতিতে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সলিল আঙ্কোলা সরে যাওয়ায় বর্তমানে নির্বাচক কমিটির চার সদস্য হলেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রীধরন শরথ এবং অজয় রাত্রা ৷ নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.