ETV Bharat / sports

এবার সম্ভবত ভার প্রযুক্তি ভারতীয় ফুটবলে, ইঙ্গিত এআইএফএফ প্রেসিডেন্টের - VAR in Indian Football - VAR IN INDIAN FOOTBALL

VAR technology in ISL: 'ভিএআর' বা ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারি নিয়ে আসছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ সম্ভবত আগামী মরশুম থেকে ভার প্রযুক্তির ব্যবহার করতে চলেছে এআইএফএফ ।

Etv Bharat
ভার প্রযুক্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 9:49 PM IST

কলকাতা, 19 জুন: আগামী মরশুমে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে ভার (ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারি ) প্রযুক্তি ব্যবহারের জোরালো সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে । ফুটবল মাঠে রেফারির ভুলের খেসারত যাতে সংশ্লিষ্ট দলকে দিতে না হয়, সেই কারণেই ফেডারেশনের এই উদ্যোগ ।

খারাপ রেফারিং নিয়ে সরব ভারতীয় ফুটবল । বিশেষ করে আইএসএল-এর নানা ক্লাব নিয়মিত খারাপ রেফারিং নিয়ে অভিযোগ করত । এবার অভিযোগে দাঁড়ি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন । আগামী মরশুমে সম্ভবত ভার প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ভারতের ফুটবল ফেডারেশন ।

যদিও ভার প্রযুক্তি শুধু আইএসএলে ব্যবহার করা হবে । এই বিশেষ প্রযুক্তিতে অত্যাধুনিক ছ’টি ক্যামেরা ব্যবহার হয় ৷ তার প্রয়োগে বিরাট অর্থের প্রয়োজন । সে কারণেই ভার প্রযুক্তির ব্যবহারে গড়িমসি করছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । ফিফা অনুমদিত সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল । কিন্তু সমালোচনার সুনামির সামনে পড়ে ফেডারেশন ভার প্রযুক্তি ব্যবহারের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছে ।

ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য কত টাকা খরচ হতে পারে তা জানতে আলোচনা শুরু করেছে ফেডারেশন । বিতর্কিত সিদ্ধান্তের নিরসনেই এই উদ্যোগ । সম্প্রতি রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ভারতীয় দল । প্রাক বিশ্বকাপে কাতারের বিরুদ্ধে রেফারির ভুল সিদ্ধান্তে ম্যাচ গুরপ্রীতদের হাত থেকে বেরিয়ে যায় ।

অভিযোগ, বল গোললাইন অতিক্রম করে গেলেও রেফারি বাঁশি বাজাননি । সেই বল থেকে গোল করে বিপক্ষ দল । সেইসময় মাঠে নেমে প্রতিবাদ করেন ভারতীয় রিজার্ভ দলের ফুটবলাররাও । ফেডারেশন ওই ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে তদন্তের দাবিও তুলেছে । এ নিয়ে ফিফা ও এএফসি’কে চিঠিও দিয়েছে ফেডারেশন ৷

কলকাতা, 19 জুন: আগামী মরশুমে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে ভার (ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারি ) প্রযুক্তি ব্যবহারের জোরালো সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে । ফুটবল মাঠে রেফারির ভুলের খেসারত যাতে সংশ্লিষ্ট দলকে দিতে না হয়, সেই কারণেই ফেডারেশনের এই উদ্যোগ ।

খারাপ রেফারিং নিয়ে সরব ভারতীয় ফুটবল । বিশেষ করে আইএসএল-এর নানা ক্লাব নিয়মিত খারাপ রেফারিং নিয়ে অভিযোগ করত । এবার অভিযোগে দাঁড়ি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন । আগামী মরশুমে সম্ভবত ভার প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ভারতের ফুটবল ফেডারেশন ।

যদিও ভার প্রযুক্তি শুধু আইএসএলে ব্যবহার করা হবে । এই বিশেষ প্রযুক্তিতে অত্যাধুনিক ছ’টি ক্যামেরা ব্যবহার হয় ৷ তার প্রয়োগে বিরাট অর্থের প্রয়োজন । সে কারণেই ভার প্রযুক্তির ব্যবহারে গড়িমসি করছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । ফিফা অনুমদিত সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল । কিন্তু সমালোচনার সুনামির সামনে পড়ে ফেডারেশন ভার প্রযুক্তি ব্যবহারের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছে ।

ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য কত টাকা খরচ হতে পারে তা জানতে আলোচনা শুরু করেছে ফেডারেশন । বিতর্কিত সিদ্ধান্তের নিরসনেই এই উদ্যোগ । সম্প্রতি রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ভারতীয় দল । প্রাক বিশ্বকাপে কাতারের বিরুদ্ধে রেফারির ভুল সিদ্ধান্তে ম্যাচ গুরপ্রীতদের হাত থেকে বেরিয়ে যায় ।

অভিযোগ, বল গোললাইন অতিক্রম করে গেলেও রেফারি বাঁশি বাজাননি । সেই বল থেকে গোল করে বিপক্ষ দল । সেইসময় মাঠে নেমে প্রতিবাদ করেন ভারতীয় রিজার্ভ দলের ফুটবলাররাও । ফেডারেশন ওই ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে তদন্তের দাবিও তুলেছে । এ নিয়ে ফিফা ও এএফসি’কে চিঠিও দিয়েছে ফেডারেশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.