ETV Bharat / sports

বিশ্বকাপের পারফরম্যান্স স্ফুলিঙ্গ জোগাবে আগামীতে, হেরেও গর্বিত মার্করাম - Aiden Markram Reacts

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 8:34 PM IST

Aiden Markram Proud With His Team: হেরে হতাশ, তবে সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে দলের পারফরম্যান্সে গর্বিত এইডেন মার্করাম ৷ প্রোটিয়া দলনায়ক জানালেন, কয়েকটি জায়গায় নিশ্চিতভাবে আরও ভালো করতে পারতাম আমরা ৷

Aiden Markram
হারের পর হতাশ মার্করাম (আইসিসি-এক্স)

বার্বাডোজ, 30 জুন: সেমিফাইনালের গেরো কাটিয়ে প্রথমবার আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছেও হল না শেষরক্ষা ৷ শনিবাসরীয় বার্বাডোজে ভারতকে হারিয়ে হ্যান্ডশেকিং দূরত্ব থেকেই ট্রফি হাতছাড়া হল দক্ষিণ আফ্রিকার ৷ 'চোকার্স' তকমা ঘোচাতে না-পেরে হতাশ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ম্যাচ শেষে জানালেন, পারফরম্যান্স আরও ভালো হতে পারত ৷

তবে ফাইনাল হেরেও তাঁর দল নিয়ে গর্বিত প্রোটিয়া অধিনায়ক ৷ ঠিক কোথায় গিয়ে তাঁর দলকে হারতে হল ? প্রশ্নের উত্তরে এইডেন মার্করাম যদিও নির্দিষ্ট কোনও মুহূর্তকে বেছে নিতে নারাজ ৷ প্রোটিয়া দলনায়ক বলেন, "এটা সার্বিকভাবে একটা 40 ওভারের ম্যাচ ৷ তার মধ্যে দু-একটা জায়গা রয়েছে যেখানে আমরা আরও ভালো করতে পারতাম ৷ কিন্তু সবকিছুর পরেও আমি গর্বিত ফাইনালে দলের পারফরম্যান্স নিয়ে ৷"

শনিবার বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা সত্ত্বেও মার্করাম আশাবাদী দেশে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ৷ মার্করাম বলেন, "এই গ্রুপে একঝাঁক ভালো ক্রিকেটার রয়েছে ৷ যাঁদের ভালো জিনিস প্রাপ্য ৷ এখানে আসার আগে এই টুর্নামেন্ট নিয়ে আমার ভালো অনুভূতিই ছিল ৷ টুর্নামেন্ট যত এগিয়েছে সেই অনুভূতি আরও তীব্র হয়েছে ৷ তাই সময়ের সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হলেও দিনের শেষে এটা একটা খেলা ৷ যেখানে কেউ জিতবে, কেউ হারবে ৷ আর আগামিদিনের ইভেন্টগুলোর জন্য আমরা এই টুর্নামেন্ট থেকে সঞ্চয় করা শক্তি কাজে লাগানোর চেষ্টা করব ৷"

পাশাপাশি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে শেষদিকে ভারতীয় দলের শৃঙ্খলাবদ্ধ বোলিংকেই বেছে নিয়েছেন বিপক্ষ অধিনায়ক ৷ এব্যাপারে বলতে গিয়ে মার্করাম বলেন, "এটাই ক্রিকেটের প্রথম ম্যাচ নয় যেখানে একটা দল 30 বলে 30 রান প্রয়োজন, এমন অবস্থা থেকে ম্যাচ হেরেছে ৷ আমাদের ব্যর্থতার থেকেও বড় কথা যে ভারত দারুণ বল এবং ফিল্ডিং করেছে ৷ ওরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের শক্তি প্রদর্শন করেছে ৷"

বার্বাডোজ, 30 জুন: সেমিফাইনালের গেরো কাটিয়ে প্রথমবার আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছেও হল না শেষরক্ষা ৷ শনিবাসরীয় বার্বাডোজে ভারতকে হারিয়ে হ্যান্ডশেকিং দূরত্ব থেকেই ট্রফি হাতছাড়া হল দক্ষিণ আফ্রিকার ৷ 'চোকার্স' তকমা ঘোচাতে না-পেরে হতাশ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ম্যাচ শেষে জানালেন, পারফরম্যান্স আরও ভালো হতে পারত ৷

তবে ফাইনাল হেরেও তাঁর দল নিয়ে গর্বিত প্রোটিয়া অধিনায়ক ৷ ঠিক কোথায় গিয়ে তাঁর দলকে হারতে হল ? প্রশ্নের উত্তরে এইডেন মার্করাম যদিও নির্দিষ্ট কোনও মুহূর্তকে বেছে নিতে নারাজ ৷ প্রোটিয়া দলনায়ক বলেন, "এটা সার্বিকভাবে একটা 40 ওভারের ম্যাচ ৷ তার মধ্যে দু-একটা জায়গা রয়েছে যেখানে আমরা আরও ভালো করতে পারতাম ৷ কিন্তু সবকিছুর পরেও আমি গর্বিত ফাইনালে দলের পারফরম্যান্স নিয়ে ৷"

শনিবার বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা সত্ত্বেও মার্করাম আশাবাদী দেশে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ৷ মার্করাম বলেন, "এই গ্রুপে একঝাঁক ভালো ক্রিকেটার রয়েছে ৷ যাঁদের ভালো জিনিস প্রাপ্য ৷ এখানে আসার আগে এই টুর্নামেন্ট নিয়ে আমার ভালো অনুভূতিই ছিল ৷ টুর্নামেন্ট যত এগিয়েছে সেই অনুভূতি আরও তীব্র হয়েছে ৷ তাই সময়ের সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হলেও দিনের শেষে এটা একটা খেলা ৷ যেখানে কেউ জিতবে, কেউ হারবে ৷ আর আগামিদিনের ইভেন্টগুলোর জন্য আমরা এই টুর্নামেন্ট থেকে সঞ্চয় করা শক্তি কাজে লাগানোর চেষ্টা করব ৷"

পাশাপাশি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে শেষদিকে ভারতীয় দলের শৃঙ্খলাবদ্ধ বোলিংকেই বেছে নিয়েছেন বিপক্ষ অধিনায়ক ৷ এব্যাপারে বলতে গিয়ে মার্করাম বলেন, "এটাই ক্রিকেটের প্রথম ম্যাচ নয় যেখানে একটা দল 30 বলে 30 রান প্রয়োজন, এমন অবস্থা থেকে ম্যাচ হেরেছে ৷ আমাদের ব্যর্থতার থেকেও বড় কথা যে ভারত দারুণ বল এবং ফিল্ডিং করেছে ৷ ওরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের শক্তি প্রদর্শন করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.