মালদা, 15 মার্চ: উপরে যাই হোক, নিচে লাল-সবুজ মিলেমিশে একাকার ৷ অন্তত মালদা জেলায় এটাই পরিস্থিতি ৷ বাম-কংগ্রেস যে কখনও এক হতে পারে, 2016 সালের আগে তা কল্পনাতেও আসেনি কারও ৷ সেবারই প্রথম রাজ্যকে সেই ছবি দেখিয়েছিল মালদা ৷ এই জেলায় বাম আর কংগ্রেস জোট বেঁধে ঠেকিয়ে দেয় তৃণমূলের আগ্রাসন ৷ 12টি আসনের কোথাও দাঁত ফোটাতে পারেনি ঘাসফুল শিবির ৷ অবশ্য সেবার বৈষ্ণবনগর কেন্দ্রটি দখল করে পদ্মফুল ৷ তারপরেই মালদা মডেল মেনে নেয় দু’পক্ষের শীর্ষ নেতৃত্ব ৷ এই জোট শুরু হয়ে যায় রাজ্যজুড়ে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে এখনও বামেদের সঙ্গে কংগ্রেসের জোট চূড়ান্ত হয়নি ৷ কিন্তু ইতিমধ্যে মালদায় সেই জোট হয়ে গিয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে ৷ তারই তত্ত্বতলাশ করার চেষ্টা করেছে ইটিভি ভারত ৷
সত্যিই কি এবার মালদার দু’টি আসন কংগ্রেসকে ছেড়ে দিচ্ছে বামফ্রন্ট ! প্রশ্ন শুনে খানিকটা থমকে যান জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র ৷ সম্ভবত বাম বাধ্যবাধকতা থেকেই এই নিয়ে সরাসরি কিছু বলতে পারেননি তিনি ৷ তবে আকারে ইঙ্গিতে বিষয়টি স্বীকার করে নিয়েছেন ৷
তিনি বলেন, “শুধু মালদার দু’টি আসন বলে কথা নয় ৷ যখন কোনও দলের সঙ্গে জোট করা হয়, তখন রাজ্যের 42টি আসনের কথা মাথায় রেখেই করা হয় ৷ তাই মালদার দু’টি আসন কোনও ব্যতিক্রমী নয় ৷ বামফ্রন্ট বিভিন্ন দফায় নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করবে ৷ যারা আমাদের জোট সঙ্গী, তাদের সঙ্গেও আলোচনা চলবে ৷ আমাদের শরিক দলগুলিও রয়েছে৷ আইএসএফ রয়েছে ৷ এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া ৷ এক মিনিটে শেষ হয়ে যায় না ৷ অনেক সময় লাগে ৷’’
তিনি আরও বলেন, ‘‘তাই শুধু মালদা নিয়ে বিষয়টি ভাবা উচিত নয় ৷ আমরা শুধু তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একজোট করতে চাই ৷ 2016 সালে তৃণমূল এখানে খাতা খুলতে পারেনি ৷ তবে বাম-কংগ্রেসের কিছু দুর্বলতায় বিজেপি একটি আসন পেয়েছিল ৷ আর শেষ পঞ্চায়েত নির্বাচনকে আমরা নির্বাচন বলেই মনে করছি না ৷ পুলিশ ও প্রশাসন ন্যক্কারজনকভাবে তৃণমূলকে জেতাতে ময়দানে নেমেছিল ৷ লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের কাজকর্ম পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ৷”
অন্যদিকে জেলা কংগ্রেসের অন্যতম সহ-সভাপতি মোত্তাকিন আলম বলেন, “জাতীয় কংগ্রেস গোটা দেশে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ইন্ডিয়া জোট গঠন করেছিল ৷ সেই জোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল ৷ তিনি আলোচনায় অংশ নিয়েছিলেন ৷ জোটের নামটিও তাঁর দেওয়া ৷ এরপরেই হঠাৎ তিনি জোট থেকে বেরিয়ে যান ৷ 2016 সালে আমরা বামেদের সঙ্গে জোট বেঁধে লড়েছি৷ একুশেও ৷’’
তিনি আরও বলেন, ‘‘আমার কাছে খবর, এবারও লোকসভা ভোটে বাম-কংগ্রেসের জোট হচ্ছে ৷ দু’চারদিনের মধ্যে সেকথা ঘোষণা করা হবে ৷ আমরা মালদার দু’টি আসন এবারও দাবি করেছি ৷ এই জেলায় এখনও কংগ্রেস যথেষ্ট শক্তিশালী ৷ এই দু’টি আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ার জন্য আমরা অনেক আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে জানিয়ে দিয়েছি ৷ তবে এনিয়ে নিচুস্তরে আলোচনা করে কোনও লাভ নেই ৷ বন্ধুত্বপূর্ণ লড়াই আর নয়, এবার আমরা বামেদের সঙ্গে জোট বেঁধেই লড়ব ৷ সেই জোট চলবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত ৷”
আরও পড়ুন: