বালুরঘাট, 10 এপ্রিল: লোকসভা ভোটের প্রচারে বুধে বঙ্গে আসছেন অমিত শাহ ৷ বালুরঘাটে পদ্ম প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আজ প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বংশীহারির পতরায় সভা করার কথা রয়েছে তাঁর। বেলা 12টা নাগাদ সেখানে নামবেন তিনি। রবিবার থেকেই জোরকদমে সভার প্রস্তুতি চলছে পররায়। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পর প্রথমবার শাহের বঙ্গ সফর ৷ বুধের সভায় তাই 60 হাজার দলীয় কর্মী-সমর্থককে হাজির করানোর লক্ষ্য নিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷
বালুরঘাট এবার রাজ্যে লোকসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র। এখানে মূল লড়াই তৃণমূলের বিপ্লব মিত্রের সঙ্গে বিজেপির সুকান্ত মজুমদারের। বিজেপির কাছে এই আসন যেমন ধরে রাখা চ্যালেঞ্জ, তেমনই তৃণমূলের কাছে পুনরুদ্ধারের। ইতিমধ্যে নির্বাচনী প্রচার সেরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, পরবর্তীতে এখানে ফের জনসভা করতে পারেন মমতা। এদিকে, প্রচারে পিছিয়ে থাকতে চাইছে না বিজেপিও। অমিত শাহ তো বটেই, সুকান্তর সমর্থনে প্রচারে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।
মহাবাড়ি পঞ্চায়েতের জোত মৌজায় জাতীয় সড়কের ধারে 50 বিঘার গমখেতে অমিত শাহের সভার আয়োজন হয়েছে বিজেপি সূত্রে খবর। সোমবার রাতেই কলকাতা থেকে বেশকিছু লরিভর্তি প্যান্ডেলের সরঞ্জাম চলে এসেছে। যুদ্ধকালীন তৎপরতায় মূল মঞ্চের পশ্চিম দিকে 500 ফিট দূরে হেলিপ্যাডের কাজও চলেছে। দলীয় সূত্রে খবর, মাঠের উত্তর প্রান্তে 38 ফুট চওড়া এবং 24 ফুট লম্বা মূল মঞ্চ তৈরি হয়েছে। সভাস্থলের উপরে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেমের উপর ছাউনি। মূল মঞ্চের সামনে 50 ফুট ডি-জোন রাখা হবে। সভাস্থলে মোট 21 হাজার চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে।
বুধের শাহী-সভায় থাকছে ভিআইপি জোন এবং পার্কিংয়ের ব্যবস্থা। দূর থেকে যে কর্মী-সমর্থকরা যানবাহন নিয়ে আসবেন, তাঁদের জন্য জাতীয় সড়কের দুই প্রান্তের দুটি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সোমবার অমিতের সভাস্থল পরিদর্শন করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও সহসভাপতি প্রদীপ সরকার। ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যও। এই বিষয়ে বিজেপির জেলার সহ-সভাপতি প্রদীপ সরকার জানান, আগামী 10 তারিখ চটকাহার এলাকায় সভা করতে আসছে সুকান্ত মজুমদারের সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন: