ETV Bharat / politics

শেয়ার বাজার দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলের পাশে এনসিপি (এসপি), পাওয়ারের বাড়িতে মমতার সাংসদরা - TMC MPs Meet Sharad Pawar - TMC MPS MEET SHARAD PAWAR

TMC MPs Meet Sharad Pawar: এক্সটি পোলের পূর্বাভাসে বিজেপিকে এগিয়ে রেখে শেয়ার বাজারে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবিতে সমর্থন রয়েছে এনসিপি (এসপি)-র৷ এই প্রেক্ষাপটে মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন তৃণমূলের সাংসদরা ৷

TMC MPs Meet Sharad Pawar
শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূল সাংসদরা৷ (ছবি সৌজন্যে : এএনআই এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 2:23 PM IST

Updated : Jun 18, 2024, 7:09 PM IST

মুম্বই, 18 জুন: এনসিপি (এসপি) সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ মঙ্গলবার মুম্বইতে তাঁরা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷ এক্সিট পোলে দেখানো পূর্বাভাসের পর শেয়ার বাজারে বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়ে এনসিপি (এসপি) তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে ৷ এই পরিস্থিতিতেই তৃণমূলের সাংসদরা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷

সেবির আধিকারিকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়৷ (ইটিভি ভারত)

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন যে ‘সবচেয়ে বড় স্টক মার্কেট কেলেঙ্কারি’তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি জড়িত ৷ তাঁর অভিযোগ ছিল, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ার বাজার বিপর্যয়ের কারণে খুচরো বিনিয়োগকারীরা 30 লক্ষ কোটি টাকা হারিয়েছে ।

যদিও বিরোধীদের তরফে তোলা এই অভিযোগ বিজেপি অস্বীকার করেছে ৷ কিন্তু তার পরও বিরোধীরা শান্ত হয়নি ৷ বরং এই নিয়ে তদন্তের দাবি তুলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ভুয়ো এক্সিট পোল দেখিয়ে কিভাবে এটা করা হল, তা খতিয়ে দেখা প্রয়োজন ৷

মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ সেখানে তিনি লিখেছেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে এক্সিট পোল চলাকালীন শেয়ার বাজারের কারসাজির তদন্তের দাবিতে মুম্বইয়ে সেবির কাছে এসেছেন ৷ এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) এই নিয়ে তাঁদের সমর্থন করবে ।"

শরদ পাওয়ার জানিয়েছেন, তৃণমূলের সাংসদরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন ৷ সেখানে শিবসেনা ইউবিটি-র নেতা অরবিন্দ সাওয়ান্ত এবং পাওয়ার-কন্যা তথা এনসিপি (এসপি)-র সাংসদ সুপ্রিয়া সুলে ও মহারাষ্ট্র বিধান পরিষদে ওই দলের সদস্য় বিদ্যা চহ্বন উপস্থিত ছিলেন ৷

অন্যদিকে বিরোধীদের প্রতিনিধি দল সেবির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) আধিকারিকদের সঙ্গেও দেখা করে ৷ সেবির কাছে তাঁরা এই নিয়ে তদন্তের দাবি তোলেন ৷ ওই প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (লোকসভা), সাগরিকা ঘোষ (রাজ্যসভা) ও সাকেত গোখলে (রাজ্যসভা) ছাড়াও ছিলেন শিবসেনা (ইউবিটি)-র নেতা অরবিন্দ সাওয়ান্ত ও এনসিপি (এসপি)-র নেতা বিদ্যা চহ্বন ৷

সেবির সঙ্গে বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অতীতে সেবির গৌরবময় ভূমিকা ছিল । আমাদের সেবির উপর আস্থা রয়েছে ৷ তাই আমরা 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য বিভ্রান্তিকর এক্সিট পোলগুলির কারণে শেয়ার বাজারের কারসাজির তদন্ত চাইছি ।’’ তিনি জানান, প্রতিনিধি দল রাজনৈতিক নেতাদের সঙ্গে এক্সিট পোল এজেন্সিগুলোর কোনও সম্পর্ক আছে কি না, তাও তদন্তের দাবি জানিয়েছে ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘অমিত শাহ বারবার বিভিন্ন নির্বাচনী প্রচারে বলেছেন তাড়াতাড়ি (নির্বাচনের আগে) কেনাকাটা করুন ও আপনারা (বিনিয়োগকারীরা) সুবিধা পাবেন । আস্থা জাগানোর (বিনিয়োগকারীদের মধ্যে) জন্য তদন্ত দরকার ৷’’

(পিটিআই)

মুম্বই, 18 জুন: এনসিপি (এসপি) সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ মঙ্গলবার মুম্বইতে তাঁরা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷ এক্সিট পোলে দেখানো পূর্বাভাসের পর শেয়ার বাজারে বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়ে এনসিপি (এসপি) তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে ৷ এই পরিস্থিতিতেই তৃণমূলের সাংসদরা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷

সেবির আধিকারিকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়৷ (ইটিভি ভারত)

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন যে ‘সবচেয়ে বড় স্টক মার্কেট কেলেঙ্কারি’তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি জড়িত ৷ তাঁর অভিযোগ ছিল, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ার বাজার বিপর্যয়ের কারণে খুচরো বিনিয়োগকারীরা 30 লক্ষ কোটি টাকা হারিয়েছে ।

যদিও বিরোধীদের তরফে তোলা এই অভিযোগ বিজেপি অস্বীকার করেছে ৷ কিন্তু তার পরও বিরোধীরা শান্ত হয়নি ৷ বরং এই নিয়ে তদন্তের দাবি তুলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ভুয়ো এক্সিট পোল দেখিয়ে কিভাবে এটা করা হল, তা খতিয়ে দেখা প্রয়োজন ৷

মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ সেখানে তিনি লিখেছেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে এক্সিট পোল চলাকালীন শেয়ার বাজারের কারসাজির তদন্তের দাবিতে মুম্বইয়ে সেবির কাছে এসেছেন ৷ এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) এই নিয়ে তাঁদের সমর্থন করবে ।"

শরদ পাওয়ার জানিয়েছেন, তৃণমূলের সাংসদরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন ৷ সেখানে শিবসেনা ইউবিটি-র নেতা অরবিন্দ সাওয়ান্ত এবং পাওয়ার-কন্যা তথা এনসিপি (এসপি)-র সাংসদ সুপ্রিয়া সুলে ও মহারাষ্ট্র বিধান পরিষদে ওই দলের সদস্য় বিদ্যা চহ্বন উপস্থিত ছিলেন ৷

অন্যদিকে বিরোধীদের প্রতিনিধি দল সেবির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) আধিকারিকদের সঙ্গেও দেখা করে ৷ সেবির কাছে তাঁরা এই নিয়ে তদন্তের দাবি তোলেন ৷ ওই প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (লোকসভা), সাগরিকা ঘোষ (রাজ্যসভা) ও সাকেত গোখলে (রাজ্যসভা) ছাড়াও ছিলেন শিবসেনা (ইউবিটি)-র নেতা অরবিন্দ সাওয়ান্ত ও এনসিপি (এসপি)-র নেতা বিদ্যা চহ্বন ৷

সেবির সঙ্গে বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অতীতে সেবির গৌরবময় ভূমিকা ছিল । আমাদের সেবির উপর আস্থা রয়েছে ৷ তাই আমরা 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য বিভ্রান্তিকর এক্সিট পোলগুলির কারণে শেয়ার বাজারের কারসাজির তদন্ত চাইছি ।’’ তিনি জানান, প্রতিনিধি দল রাজনৈতিক নেতাদের সঙ্গে এক্সিট পোল এজেন্সিগুলোর কোনও সম্পর্ক আছে কি না, তাও তদন্তের দাবি জানিয়েছে ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘অমিত শাহ বারবার বিভিন্ন নির্বাচনী প্রচারে বলেছেন তাড়াতাড়ি (নির্বাচনের আগে) কেনাকাটা করুন ও আপনারা (বিনিয়োগকারীরা) সুবিধা পাবেন । আস্থা জাগানোর (বিনিয়োগকারীদের মধ্যে) জন্য তদন্ত দরকার ৷’’

(পিটিআই)

Last Updated : Jun 18, 2024, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.