কলকাতা, 27 মার্চ: নির্বাচন কমিশনে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস ৷ বুধবার সকাল 11টা নাগাদ কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে এই অভিযোগ জানাতে যান তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল । তাদের দাবি, দ্রুত দিলীপ ঘোষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক । প্রচার থেকে বিরত করা হোক দিলীপ ঘোষকে । শো-কজ করা হোক বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে । প্রার্থী পদ বাতিল করা হোক দিলীপের । যেন কোনোভাবেই তিনি প্রার্থী হতে না পারেন । কমিশন ব্যবস্থা গ্রহণ করুক ।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ । নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সম্পর্কে আক্রমণ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । এই মন্তব্যের বিষয়টি সামনে আসার পরই হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ সঙ্গে সঙ্গে তৃণমূলের তরফে সমালোচনা শুরু হয় ৷ মঙ্গলবারই জানানো হয় যে এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল ৷
সেই মতো বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল হাজির হয় নির্বাচন কমিশনের কলকাতার দফতরে ৷ সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে একটি সিডি দেওয়া হয় তৃণমূলের তরফে ৷ ওই সিডিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার ভিডিয়ো রয়েছে ৷
তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা দাবি করেন, যে ভাষা ব্যবহার করেছেন বিজেপি প্রার্থী, তা নিয়ে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় । নির্বাচনী বিধি ভেঙেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন । মহিলাদের অসম্মান করেছেন । পদক্ষেপ করতে হবে । শুধু শোকজ করলেই চলবে না । তাঁরা জানান, পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ।
রাজ্য মন্ত্রী ব্রাত্য বসু বিজেপির কড়া সমালোচনা করেন । তিনি বলেন, ‘‘সমস্ত সীমা লঙ্ঘন করেছেন বিজেপি প্রার্থী । নারীবিদ্বেষী দল বিজেপি । মহিলাদের প্রতি লাগাতার অসম্মান করে চলেছে । বাঙালি মহিলাদের প্রতি অসম্মান করেছেন । কঠোর ব্যবস্থা নেবেন বলে আশা করব ।’’
আরও পড়ুন: