ETV Bharat / politics

'ছবি তোলার জন্য আদিবাসীদের ব্যবহার করে বিজেপি', তফশিলির সংলাপ শোনাবে তৃণমূল - Lok Sabha Elections 2024

Tapashilir Sanglap: শুক্রবার থেকে তফশিলির সংলাপ কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ৷ শশী পাঁজা জানিয়েছেন, 45 দিন ধরে চলবে এই কর্মসূচি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 12:47 PM IST

কলকাতা, 14 মার্চ: লোকসভা ভোটের প্রচারে তফশিলিদের ভোটব্যাংকের দিকে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আর সে জন্যই রাজ্য সরকার তফশিলিদের উন্নয়নে কী কী কাজ করেছে, তা তুলে ধরতে নয়া কর্মসূচি গ্রহণ করল শাসকদল ৷ যার নাম দেওয়া হয়েছে তফশিলির সংলাপ ৷ আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে এই কর্মসূচি ৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । পাশাপাশি রাজ্যজুড়ে তৃণমূল প্রার্থীদের শুরু করা 'বাংলার অধিকার যাত্রা'র প্রসঙ্গে তিনি বলেন, দরজায় দরজায় গিয়ে 'কেন্দ্রীয় বঞ্চনা'র কথা তুলে ধরা হবে ৷

এ দিন মন্ত্রী জানান, "তফশিলিদের জন্য যে কাজ আজ পর্যন্ত তৃণমূল সরকার করেছে তা তাঁদের সামনে তুলে ধরা হবে । যার নাম, তফসিলির সংলাপ। এসএসটি নিয়ে কোনও কাজ করে না বিজেপি । আমরা গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক করেছি । সাড়ে 3 হাজার প্রতিনিধি আসে ওই বৈঠকে । কারণ, আমরা তফসিলি জাতি, উপজাতিদের উন্নয়নে একাধিক কাজ করেছি । আগামীতেও করা হবে । 15 তারিখ থেকে তফসিলি সংলাপ কাজ হবে । 45 দিন চলবে । ঘরে ঘরে পৌঁছনো হবে ।" মন্ত্রীর অভিযোগ, "আমরা আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে গর্বিত । তাঁকে রাম মন্দিরের উদ্বোধনে ডাকা হয়নি । নতুন সংসদ ভবনের উদ্বোধনেও ডাকা হয়নি । বিজেপি আদিবাসী তফশিলিদের নিয়ে ছবি তোলে । ছবি তোলার জন্যই তফশিলিদের ব্যবহার করে ।"

এ দিকে, বুধবার থেকে রাজ্যজুড়ে 'বাংলার অধিকার যাত্রা' শুরু করেছে তৃণমূল কংগ্রেস । 2024 লোকসভা ভোটে দলের 42 জন প্রার্থী এই কর্মসূচিতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন । বাংলার প্রতি 'কেন্দ্রীয় সরকারের বঞ্চনার' কথা তুলে ধরবেন তাঁরা । বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির বিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, "ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের পর দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছে দল । এক, বাংলা অধিকার যাত্রা শুরু হবে । 42 জন প্রার্থী নিজ নিজ এলাকায় ঘুরবে । কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা বকেয়া নিয়ে প্রচার করা হবে ।"

তাঁর অভিযোগ, "বিকশিত ভারতের কথা বলা হলেও বাংলায় কোনও কাজ হয়নি । এখনও বকেয়া আসেনি । এই অধিকারের যাত্রায় এই বঞ্চনার কথা তুলে ধরা হবে । যাত্রায় সাধারণ মানুষ মিলিত হবেন । তাঁদের কাছে বাস্তবটা তুলে ধরা হবে । তৃণমূলের প্রতিনিধিরা বাংলার মানুষের কাজ করেছেন । বিজেপির প্রতিনিধিরা বাংলার বিরুদ্ধে বলেছেন । দিল্লি বাংলার টাকা দেয়নি । বিজেপির গ্যারান্টি নয়, দিদির গ্যারান্টি কাজ করেছে । কাজ এখনও চলছে ।"

আরও পড়ুন:

  1. 'কেন্দ্রীয় বঞ্চনা'র বিরুদ্ধে বাংলার অধিকার যাত্রা শুরু তৃণমূল প্রার্থীদের
  2. বাংলার নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি, সিএএ নিয়ে হুংকার 'পাহারাদার' মমতার
  3. সিএএ-বিজ্ঞপ্তি মানুষের অধিকার খর্ব করলে, আন্দোলন আজ থেকেই; হুঙ্কার মমতার

কলকাতা, 14 মার্চ: লোকসভা ভোটের প্রচারে তফশিলিদের ভোটব্যাংকের দিকে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আর সে জন্যই রাজ্য সরকার তফশিলিদের উন্নয়নে কী কী কাজ করেছে, তা তুলে ধরতে নয়া কর্মসূচি গ্রহণ করল শাসকদল ৷ যার নাম দেওয়া হয়েছে তফশিলির সংলাপ ৷ আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে এই কর্মসূচি ৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । পাশাপাশি রাজ্যজুড়ে তৃণমূল প্রার্থীদের শুরু করা 'বাংলার অধিকার যাত্রা'র প্রসঙ্গে তিনি বলেন, দরজায় দরজায় গিয়ে 'কেন্দ্রীয় বঞ্চনা'র কথা তুলে ধরা হবে ৷

এ দিন মন্ত্রী জানান, "তফশিলিদের জন্য যে কাজ আজ পর্যন্ত তৃণমূল সরকার করেছে তা তাঁদের সামনে তুলে ধরা হবে । যার নাম, তফসিলির সংলাপ। এসএসটি নিয়ে কোনও কাজ করে না বিজেপি । আমরা গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক করেছি । সাড়ে 3 হাজার প্রতিনিধি আসে ওই বৈঠকে । কারণ, আমরা তফসিলি জাতি, উপজাতিদের উন্নয়নে একাধিক কাজ করেছি । আগামীতেও করা হবে । 15 তারিখ থেকে তফসিলি সংলাপ কাজ হবে । 45 দিন চলবে । ঘরে ঘরে পৌঁছনো হবে ।" মন্ত্রীর অভিযোগ, "আমরা আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে গর্বিত । তাঁকে রাম মন্দিরের উদ্বোধনে ডাকা হয়নি । নতুন সংসদ ভবনের উদ্বোধনেও ডাকা হয়নি । বিজেপি আদিবাসী তফশিলিদের নিয়ে ছবি তোলে । ছবি তোলার জন্যই তফশিলিদের ব্যবহার করে ।"

এ দিকে, বুধবার থেকে রাজ্যজুড়ে 'বাংলার অধিকার যাত্রা' শুরু করেছে তৃণমূল কংগ্রেস । 2024 লোকসভা ভোটে দলের 42 জন প্রার্থী এই কর্মসূচিতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন । বাংলার প্রতি 'কেন্দ্রীয় সরকারের বঞ্চনার' কথা তুলে ধরবেন তাঁরা । বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির বিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, "ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের পর দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছে দল । এক, বাংলা অধিকার যাত্রা শুরু হবে । 42 জন প্রার্থী নিজ নিজ এলাকায় ঘুরবে । কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা বকেয়া নিয়ে প্রচার করা হবে ।"

তাঁর অভিযোগ, "বিকশিত ভারতের কথা বলা হলেও বাংলায় কোনও কাজ হয়নি । এখনও বকেয়া আসেনি । এই অধিকারের যাত্রায় এই বঞ্চনার কথা তুলে ধরা হবে । যাত্রায় সাধারণ মানুষ মিলিত হবেন । তাঁদের কাছে বাস্তবটা তুলে ধরা হবে । তৃণমূলের প্রতিনিধিরা বাংলার মানুষের কাজ করেছেন । বিজেপির প্রতিনিধিরা বাংলার বিরুদ্ধে বলেছেন । দিল্লি বাংলার টাকা দেয়নি । বিজেপির গ্যারান্টি নয়, দিদির গ্যারান্টি কাজ করেছে । কাজ এখনও চলছে ।"

আরও পড়ুন:

  1. 'কেন্দ্রীয় বঞ্চনা'র বিরুদ্ধে বাংলার অধিকার যাত্রা শুরু তৃণমূল প্রার্থীদের
  2. বাংলার নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি, সিএএ নিয়ে হুংকার 'পাহারাদার' মমতার
  3. সিএএ-বিজ্ঞপ্তি মানুষের অধিকার খর্ব করলে, আন্দোলন আজ থেকেই; হুঙ্কার মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.