কলকাতা, 26 মার্চ: সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে 'শক্তি স্বরূপ' আখ্যাও দিয়েছেন তিনি। একইদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কু-মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। আর তাই একদিকে রেখা পাত্রকে ফোন করলেও, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করার পরও দিলীপ ঘোষের সমালোচনা না-করায় প্রধানমন্ত্রীকে একহাত নিলেন রাজ্যের নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
এদিন তিনি সরাসরি প্রশ্ন তুলে বলেন, "যেভাবে রেখা পাত্রের পাশে দাঁড়িয়েছেন সেভাবে কেন মণিপুর, হাথরস বা বিলকিস বানোদের পাশে দাঁড়ালেন না প্রধানমন্ত্রী ! তাহলে তাঁরাও হয়তো অনেক সাহস পেত। হাথরসের মেয়েটিকে মরতে হত না ৷" শশী পাঁজা এদিন স্পষ্ট ভাষায় বলেন, "আপনি মণিপুরের মেয়েদের সঙ্গে কথা বলতে পারতেন ৷ যাদের উপর যৌন অত্যাচার হয়েছিল। যাদের মণিপুরের রাস্তায় নগ্ন হাঁটানো হয়েছে। আপনি তো উন্নাওয়ের ওই মহিলাদের সঙ্গে কথা বলেননি, সেখানে যিনি অত্যাচারিত হয়েছিলেন। মোদিজি কথা বললে হয়তো তাঁকে মৃত্যুর পথ বেছে নিতে হত না। হাথরাসের সেই নির্যাতিতাকে যদি মোদিজি সাহস দিতেন, হয়তো তাহলে তিনি আজ জীবিত থাকতেন। যদি বিলকিস বানুর পাশে দাঁড়াতেন, তাহলে তিনি হয়তো এই লড়াইয়ের সাহস পেতেন। তাহলে গুজরাতের ঘটনার ধর্ষণকারীরা মুক্তি পেতেন না।"
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শশী পাঁজার কথায়, "কিন্তু আপনি তো তা করেননি মোদিজি !" একইভাবে এদিন মুখ্যমন্ত্রীকে করা দিলীপ ঘোষের কটূক্তি নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "দিলীপ ঘোষ, যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং বর্তমানে লোকসভার প্রার্থীও, তিনি যেভাবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এই বিষয়ে আপনি তো কিছু বললেন না প্রধানমন্ত্রী ! ভুলে যাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শক্তি স্বরূপা। কই তাঁর অপমান নিয়ে আপনি কিছু বললেন না তো ! এই কি আপনার নারী সম্মান ?"
আরও পড়ুন: