ETV Bharat / politics

প্রধানমন্ত্রীর গ্যারান্টি জিরো ওয়ারেন্টি, বিজেপির সংকল্পপত্রকে 'জুমলাপত্র' বলে তোপ শশীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Criticism of BJP Manifesto: গেরুয়া শিবির ইস্তাহার প্রকাশ করার পরই তাকে জুমলাপত্র বলে কটাক্ষ করল তৃণমূল নেতৃত্ব ৷ সাংবাদিকদের সামনে এই নিয়ে দলের তরফে কী বললেন শশী পাঁজা ?

Shashi Panja, শশী পাঁজা
শশী পাঁজা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 10:44 PM IST

Updated : Apr 15, 2024, 6:55 AM IST

কলকাতা, 14 এপ্রিল: বিজেপির ইস্তাহার প্রকাশের পরই তার সমালোচনায় সরব তৃণমূল নেতৃত্ব ৷ মোদির সংকল্পপত্রকে মিথ্যা বললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা । পয়লা বৈশাখের দিন দুপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শশী পাঁজা ৷ সেখানে তিনি বলেন, "মোদিজী গত 10 বছরে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি। দশ বছরের অসম্পূর্ণ প্রতিশ্রুতি আজ আবার তুলে ধরা হয়েছে । এক্ষেত্রে মোদি গ্যারান্টি বলে যেটাকে বলা হচ্ছিল তা অসফল হয়েছে । এটা প্রধানমন্ত্রীর সংকল্পপত্র নয় বরং একে জুমলাপত্র বলাই ভালো । এটাকে এভাবেও বলা যায়, মোদি কা গ্যারান্টি জিরো ওয়ারেন্টি ।"

সেদিন যে 14টি পয়েন্ট বিজেপির সংকল্প পথে তুলে ধরা হয়েছে সেগুলি ধরে ধরে তার সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী । তাঁর বক্তব্য,"এদিন সংকল্পপত্রে নারীশক্তির কথা বলা হয়েছে । আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের বিরুদ্ধে, মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে । তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারছে না বিজেপি । একদিকে তারা লাখপতি দিদি, বা নারী সম্মানের কথা বলছেন । অন্যদিকে এদের সমর্থন করছেন ।"

এই প্রসঙ্গে বলতে গিয়ে শশী পাঁজা গুজরাতে বিলকিস বানোর কেসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিলকিস বানো কেসের ক্ষেত্রেই দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টি ধর্ষকদের মালা পরিয়ে বরণ করে নিচ্ছে । এর থেকেই বোঝা যায় বিজেপি মহিলাদের সম্মান নিয়ে কতটা চিন্তিত ৷ প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলছেন । অথচ তাঁর দলে দুর্নীতিগ্রস্থদের বড় পদ দিয়ে রাখা হয়েছে । একটা সময় যাদের এই বিজেপি চোর বলেছিল তাদের কাউকে মুখ্যমন্ত্রীর পদ দিয়েছে বিজেপি, আবার কাউকে দুর্নীতি থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে ।" মোটের উপর বিজেপির সংকল্পপত্রে নতুনত্ব কিছু দেখছে না তৃণমূল । বরং এদিন সংকল্পপত্রে যা বলা হয়েছে বহু ক্ষেত্রে তাকে জুমলাই বলছে ঘাসফুল শিবির ।

আরও পড়ুন :

  1. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
  2. অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়ন, উত্তর-পূর্বে শান্তি রক্ষায় জোর বিজেপির সংকল্প পত্রে

কলকাতা, 14 এপ্রিল: বিজেপির ইস্তাহার প্রকাশের পরই তার সমালোচনায় সরব তৃণমূল নেতৃত্ব ৷ মোদির সংকল্পপত্রকে মিথ্যা বললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা । পয়লা বৈশাখের দিন দুপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শশী পাঁজা ৷ সেখানে তিনি বলেন, "মোদিজী গত 10 বছরে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি। দশ বছরের অসম্পূর্ণ প্রতিশ্রুতি আজ আবার তুলে ধরা হয়েছে । এক্ষেত্রে মোদি গ্যারান্টি বলে যেটাকে বলা হচ্ছিল তা অসফল হয়েছে । এটা প্রধানমন্ত্রীর সংকল্পপত্র নয় বরং একে জুমলাপত্র বলাই ভালো । এটাকে এভাবেও বলা যায়, মোদি কা গ্যারান্টি জিরো ওয়ারেন্টি ।"

সেদিন যে 14টি পয়েন্ট বিজেপির সংকল্প পথে তুলে ধরা হয়েছে সেগুলি ধরে ধরে তার সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী । তাঁর বক্তব্য,"এদিন সংকল্পপত্রে নারীশক্তির কথা বলা হয়েছে । আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের বিরুদ্ধে, মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে । তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারছে না বিজেপি । একদিকে তারা লাখপতি দিদি, বা নারী সম্মানের কথা বলছেন । অন্যদিকে এদের সমর্থন করছেন ।"

এই প্রসঙ্গে বলতে গিয়ে শশী পাঁজা গুজরাতে বিলকিস বানোর কেসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিলকিস বানো কেসের ক্ষেত্রেই দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টি ধর্ষকদের মালা পরিয়ে বরণ করে নিচ্ছে । এর থেকেই বোঝা যায় বিজেপি মহিলাদের সম্মান নিয়ে কতটা চিন্তিত ৷ প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলছেন । অথচ তাঁর দলে দুর্নীতিগ্রস্থদের বড় পদ দিয়ে রাখা হয়েছে । একটা সময় যাদের এই বিজেপি চোর বলেছিল তাদের কাউকে মুখ্যমন্ত্রীর পদ দিয়েছে বিজেপি, আবার কাউকে দুর্নীতি থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে ।" মোটের উপর বিজেপির সংকল্পপত্রে নতুনত্ব কিছু দেখছে না তৃণমূল । বরং এদিন সংকল্পপত্রে যা বলা হয়েছে বহু ক্ষেত্রে তাকে জুমলাই বলছে ঘাসফুল শিবির ।

আরও পড়ুন :

  1. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
  2. অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়ন, উত্তর-পূর্বে শান্তি রক্ষায় জোর বিজেপির সংকল্প পত্রে
Last Updated : Apr 15, 2024, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.