ETV Bharat / politics

'কেজরিওয়াল বলেছেন মমতা জেলে যাবে, তাঁর মুখে ফুল চন্দন পড়ুক'; কটাক্ষ শুভেন্দুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Suvendu Adhikari: অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যকে হাতিয়ার করে পালটা মমতাকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ৷ 'কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক' বলে টিপ্পনীও কেটেছেন শুভেন্দু ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী (নিজস্ব)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 8:04 PM IST

শুভেন্দু অধিকারী (নিজস্ব)

রায়না, 11 মে: অন্তবর্তী জামিন পেয়ে কেজরিওয়াল বলেছেন, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। সেই বক্তব্যকে হাতিয়ার করে পালটা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী ৷ শনিবার তিনি বলেন, "আমরা সকলেই এটা চাই। এবার বিজেপি জিতলে এই বছরেই পিসিকে প্রাক্তন করে দেব, আর ভাইপোকে জেলে।" নির্বাচনী প্রচারের শেষ দিনে রায়না থেকে এই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

13 মে চতুর্থ দফায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেই মতো শনিবার প্রচারের শেষ দিনে রায়নার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী-সমর্থকদের উদবুদ্ধ করতে তাঁর বার্তা, "যেভাবে তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু উপেক্ষা করে হাজার হাজার মানুষ জনসভা ভরিয়ে তুলেছেন, নির্বাচনের দিন সকাল সকাল সেভাবেই নিজের নিজের বুথে পৌঁছে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিন।" পঞ্চায়েত নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, "তৃণমূল পঞ্চায়েতে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। আবার যারা ভোট দিয়েছিল সেই ভোট গনণার দিনে গুনতে দেয়নি। সেই প্রতিশোধ এই নির্বাচনে নিতে হবে।"

এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, "পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তাই সকাল সকাল ভোট দিতে যাবেন। মুর্শিদাবাদে গুন্ডাদের বাড়ি থেকে বের হতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। ওরা বাধা দিলে আপনারা খবর পৌঁছে দেবেন। ওদের সোজা করে দেবে সেন্ট্রাল ফোর্স। আর যাদের পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি তাদের এবার উচিত শিক্ষা দেবেন আপনারা।"

কেজরিওয়ালের মন্তব্য তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী কুৎসিত ভাষায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন। কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে বলেছেন মোদি প্রধানমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। আমরাও সবাই চাইছি মাননীয়া জেলে যাক। আর ভাইপোকে জেলে পাঠাবই। কেজরিওয়াল বলেছেন মোদি প্রধানমন্ত্রী হলে মমতা জেলে যাবে ৷ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক ৷"

আরও পড়ুন

হাওড়ায় মেগা-সানডে, রবিবাসরীয় প্রচারে মোদি-মমতা

বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

শুভেন্দু অধিকারী (নিজস্ব)

রায়না, 11 মে: অন্তবর্তী জামিন পেয়ে কেজরিওয়াল বলেছেন, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। সেই বক্তব্যকে হাতিয়ার করে পালটা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী ৷ শনিবার তিনি বলেন, "আমরা সকলেই এটা চাই। এবার বিজেপি জিতলে এই বছরেই পিসিকে প্রাক্তন করে দেব, আর ভাইপোকে জেলে।" নির্বাচনী প্রচারের শেষ দিনে রায়না থেকে এই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

13 মে চতুর্থ দফায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেই মতো শনিবার প্রচারের শেষ দিনে রায়নার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী-সমর্থকদের উদবুদ্ধ করতে তাঁর বার্তা, "যেভাবে তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু উপেক্ষা করে হাজার হাজার মানুষ জনসভা ভরিয়ে তুলেছেন, নির্বাচনের দিন সকাল সকাল সেভাবেই নিজের নিজের বুথে পৌঁছে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিন।" পঞ্চায়েত নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, "তৃণমূল পঞ্চায়েতে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। আবার যারা ভোট দিয়েছিল সেই ভোট গনণার দিনে গুনতে দেয়নি। সেই প্রতিশোধ এই নির্বাচনে নিতে হবে।"

এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, "পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তাই সকাল সকাল ভোট দিতে যাবেন। মুর্শিদাবাদে গুন্ডাদের বাড়ি থেকে বের হতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। ওরা বাধা দিলে আপনারা খবর পৌঁছে দেবেন। ওদের সোজা করে দেবে সেন্ট্রাল ফোর্স। আর যাদের পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি তাদের এবার উচিত শিক্ষা দেবেন আপনারা।"

কেজরিওয়ালের মন্তব্য তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী কুৎসিত ভাষায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন। কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে বলেছেন মোদি প্রধানমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। আমরাও সবাই চাইছি মাননীয়া জেলে যাক। আর ভাইপোকে জেলে পাঠাবই। কেজরিওয়াল বলেছেন মোদি প্রধানমন্ত্রী হলে মমতা জেলে যাবে ৷ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক ৷"

আরও পড়ুন

হাওড়ায় মেগা-সানডে, রবিবাসরীয় প্রচারে মোদি-মমতা

বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.