কলকাতা, 19 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় শাসক দলের প্রবীণ এক সাংসদকে নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের একটি সূত্রের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে এবার টিকিট দেওয়া হবে না ৷ বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য এবং অপেক্ষাকৃত কমবয়সি এক নেতাকে প্রার্থী করা হবে ৷
যে সাংসদকে নিয়ে এই জল্পনা চলছে, তাঁর নাম সৌগত রায় ৷ 2009 সাল থেকে তিনি দমদম লোকসভা আসনের সাংসদ ৷ টানা তিনবার জিতেছেন ওই কেন্দ্র থেকে ৷ কিন্তু চতুর্থবার তাঁকে আর প্রার্থী করা হবে না বলেই তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর ৷ সৌগত রায়ের বয়স এখন 78 ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বয়সের কারণেই কি তিনি প্রার্থী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছেন ?
তৃণমূলের একটি সূত্রের দাবি, এই বয়সেও সৌগত রায় যথেষ্ট সক্রিয় ৷ সংসদের নিম্নকক্ষে যেমন তাঁর সক্রিয়তা দেখা যায়, তেমনই নিজের সংসদীয় এলাকায় প্রায়ই কোনও না কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি ৷ কিন্তু শাসক দলের শীর্ষ নেতৃত্ব আগামী পাঁচ বছরের কথা ভাবছেন ৷ ওই সময়ের মধ্যে তাঁর বয়স আরও পাঁচ বছর বাড়বে ৷ তখন তিনি কি আদৌ এতটা ধকল নেওয়ার মতো পরিস্থিতিতে থাকবেন, সেটাই ভাবাচ্ছে ঘাসফুলের থিঙ্কট্যাংককে ৷
আর সেই কারণেই তিনি দমদম থেকে প্রার্থী হওয়ার দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন বলে খবর ৷ যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে শাসক শিবির ৷ তৃণমূলের এক শীর্ষনেতা এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও বুঝিয়ে দিয়েছেন যে এবার দমদম থেকে সৌগত রায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা কম ৷ একই সঙ্গে কিছুটা ধোঁয়াশা রেখে তিনি জানিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন সৌগত রায় ৷ দমদমের সাংসদের সক্রিয়তা নিয়েও সন্তুষ্ট তৃণমূল নেত্রী ৷ তাই সৌগত রায়ের সংসদ যাত্রায় ছেদ পড়বে না ৷
সৌগত যদি প্রার্থী হতে না পারেন, তাহলে কিভাবে সংসদে যাবেন ? তৃণমূলের একটি সূত্রের দাবি, লোকসভায় প্রার্থী করা না হলে সৌগত রায়কে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস ৷ আর এই সম্ভাবনা যদি সত্যি হয়, তাহলে আরও একটি প্রশ্ন হল, দমদমে কে তৃণমূলের প্রার্থী হবেন ? শাসক দলের একটি সূত্রের দাবি, বিকল্প হিসেবে এগিয়ে আছেন ব্রাত্য বসু ৷ তিনি দমদমের বিধায়ক ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ 2011 সাল থেকে রাজ্য মন্ত্রিসভায় শিক্ষা-পর্যটন সহ একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন ৷ এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে সেভাবে কোনও অভিযোগ নেই ৷ এটাই এখন দমদমে প্রার্থী হওয়ার জন্য তাঁর ‘প্লাস-পয়েন্ট’ ৷
যদিও তৃণমূল কংগ্রেসের অন্য একটি অংশ বলছে, ব্রাত্য বসুর এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল ৷ তবে তাঁকে দমদম থেকে প্রার্থী করা হবে না ৷ অন্য কোনও আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন ৷ সেক্ষেত্রে কি দমদমে সৌগত রায়ের উপরই আস্থা রাখবে তৃণমূল কংগ্রেস, সেটাই এখন দেখার !
তবে রাজনৈতিক মহল মনে করছে, সৌগত রায়কে যদি শেষ পর্যন্ত এবার টিকিট না দেওয়া হয়, সেক্ষেত্রে তাঁর বয়সের পাশাপাশি গত তিনটি লোকসভা নির্বাচনের ফলও আতশকাঁচের তলায় থাকবে ৷ বিশেষ করে 2019 সালে তিনি প্রায় 53 হাজার ভোটে জিতেছিলেন ৷ 2014 সালের তিনি প্রায় দেড় লক্ষ ভোটে জিতেছিলেন ৷ ফলে ভোট কমেছিল প্রায় এক লক্ষ ৷
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, দমদমে সৌগত রায়কে প্রার্থী করলে কি হারের আশংকা রয়েছে তৃণমূল কংগ্রেসের ? তাই কি প্রার্থী বদলের ভাবনা ঘুরছে শাসক দলের অন্দরে ?