ETV Bharat / politics

খেলা হবেই, মানুষ ভোট বাক্সে এজেন্সির জবাব দেবে; ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে শতাব্দী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Satabdi Roy: তিনবারের সাংসদ শতাব্দী রায়কে চতুর্থবারের জন্যও বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল ৷ কিন্তু দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, সম্প্রতি মন্ত্রীর বাড়িতে ইডির তলব; কীভাবে মানুষের কাছে ভোট চাইবেন শতাব্দী ? সব বিষয় নিয়ে ইটিভি ভারতে অকপট তৃণমূল প্রার্থী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 3:13 PM IST

প্রচারের আলোয় শতাব্দী

বোলপুর, 28 মার্চ: "খেলা হচ্ছে, খেলা হবে" ৷ নির্বাচনের প্রাক্কালে ইটিভি ভারতের মুখোমুখি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায় ৷ তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে ইডির তল্লাশি থেকে শুরু করে বীরভূমে অনুব্রতহীন লোকসভা নির্বাচন, সব বিষয় নিয়ে ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকার দিলেন বীরভূমের তিনবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷

2009, 2014 ও 2019; পরপর তিনবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল-কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন শতাব্দী রায় ৷ এবারও তিনি এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ৷ যদিও, এই কেন্দ্রে এখনও বিজেপি ও সিপিএম প্রার্থী ঘোষণা করেনি ৷ সমস্ত বিষয় নিয়ে ইটিভি ভারতে অকপট শতাব্দী...

  • ইটিভি ভারত: লোকসভা নির্বাচন আসন্ন ৷ এবার অনুব্রতহীন বীরভূম ৷ লড়াই কতটা কঠিন ?

শতাব্দী রায়: বিরোধীদের মনে হচ্ছে অনুব্রত নেই তাই ফাঁকা মাঠ, কিন্তু তা তো নয় ৷ পঞ্চায়েত নির্বাচনে দেখানো হয়ে গিয়েছে অনুব্রতকে ছাড়াও রেজাল্ট ভালো হয়েছে । কারণ এটা তো একটা সংগঠনের কাজ । ওনার সঙ্গে এতদিন যারা ছিলেন তাঁরাও শিখেছেন কীভাবে ভোট করতে হয়, প্রচার করতে হয় ৷ তাই ভোট ভালো হবে ।

  • ইটিভি ভারত: এতকাল অনুব্রত মণ্ডল নিদান দিতেন, উনি নেই ৷ আপনি কী নিদান দেবেন ?

শতাব্দী রায়: আমি কখনও বিরোধীদের নিয়ে কোনও বিতর্কিত কথা বলি না । তবে ওরা এজেন্সি ব্যবহার করে ভোট করছে, এটাকে ভোট বলে না । ভোট করতে হলে ময়দানে আসুক ৷ দেখুক মানুষ কাকে চায় ৷ এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মানুষ আছে, ভরসা করে ।

  • ইটিভি ভারত: খেলা কি হবে ?

শতাব্দী রায়: খেলা তো হচ্ছেই, খেলা হয়েছে, খেলা হবেই ৷ প্রত্যেকবার খেলায় তৃণমূল জয়ী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন । এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি একাই একশো ।

  • ইটিভি ভারত: মন্ত্রী চন্দ্রনাথ সিংহ যিনি বীরভূমের কোর কমিটির অন্যতম সদস্য । তাঁর বাড়িতে ইডির তল্লাশি এবং 41 লক্ষ টাকা উদ্ধার ৷ এত দুর্নীতির অভিযোগ ৷ মানুষের কাছে কীভাবে ভোট চাইবেন ?

শতাব্দী রায়: টাকা উদ্ধার হয়েছে এটুকু জানি ৷ তবে মন্ত্রীরও একটা ক্ল্যারিফিকেশন আছে । কোথা থেকে টাকা এসেছে, সেটা নিশ্চয়ই ইডি-সিবিআইকে জানিয়ে সন্তুষ্ট করবেন তিনি । তবে দুর্নীতির কথা যেমন বলা হচ্ছে তেমন মানুষের কাছে একটা বার্তা পৌঁছচ্ছে যে নির্বাচন এলেই ইডি-সিবিআই বিরক্ত করে । যাতে দল ও কর্মীদের ঘাবড়ানো যায় তার জন্য ইডি-সিবিআই আসরে নামে ৷ ইডি-সিবিআই একজনের বাড়ি যাওয়ার পরে আর জানাতে পারে না সেই মানুষটা কি সত্যিই দুর্নীতিগ্রস্থ ?

  • ইটিভি ভারত: কোন ইস্যুতে মানুষের কাছে ভোট চাইবেন ?

শতাব্দী রায়: 15 বছর আগে মানুষ যে ভালোবাসা দিয়েছিল সেই ভালোবাসা এখনও আছে । এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প সব বাড়িতেই পৌঁছেছে ।

  • ইটিভি ভারত: প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রেও অনেক অভিযোগ আছে ৷ সেগুলিকে সামাল দেবেন কীভাবে ?

শতাব্দী রায়: কত লক্ষ মানুষ রাজ্যে । একটি পরিবারে দশজন লোক থাকলে সবাই কী সৎ হয় ? সেখানে এত বড় রাজ্য । আর লক্ষাধিক মানুষ ৷ পার্সেন্টেজে যেদিন দুর্নীতির সংখ্যা বেশি হবে সেদিন এই প্রশ্ন আসবে ।

  • ইটিভি ভারত: কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে আশাবাদী ?

শতাব্দী রায়: এটার অভিজ্ঞতা বলতে আমি 2009 এ যত ভোটে জিতেছি, 2014 তে তার বেশি এবং 2019 সালে তারও বেশি ভোটে জিতেছি । তাই এবারও আগের তুলনায় বেশি ভোটে জিতব ।

  • ইটিভি ভারত: এখনও পর্যন্ত তো বিজেপি আপনার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি । লড়াইটা কার সঙ্গে, কেমন হবে, টেনশন হচ্ছে না ?

শতাব্দী রায়: উলটো ৷ টেনশন ওদের হওয়ার কথা ৷ প্রার্থী ঘোষণা করতে পারেনি এখনও আমার দেখার ইচ্ছে প্রার্থী এসে কী করবে ৷ প্রার্থী ঘোষণা করছে না এটার আমার কাছে মজার বিষয়, কোনও টেনশনের বিষয় নয় ৷ একটা দলের কতটা সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে যে এখনও প্রার্থী দিতে পারছে না ।

আরও পড়ুন :

  1. নির্বাচনে অনুব্রতর 'অভাববোধ' শতাব্দীর, তারাপীঠে পুজো দিয়ে শুরু প্রচার
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. বিধানসভার পর লোকসভায় ফের প্রার্থী ! ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় জুন

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.