কলকাতা, 18 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে এ বার দিল্লিতে সুর চড়াল বিজেপি ৷ ভারত মণ্ডপমে দলের জাতীয় অধিবেশনে সন্দেশখালির ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে তুলোধোনা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে ৷ সেই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এটা লজ্জারই বিষয় ৷ শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরই লজ্জা লাগে না ৷ শিবু হাজরার গ্রেফতারি প্রসঙ্গে সুকান্তর দাবি, মুখরক্ষা করতে আইওয়াশ করার জন্যই এই পদক্ষেপ ৷
শনিবার বিজেপির জাতীয় সম্মেলনের প্রথম দিনে রাজনাথ সিং সন্দেশখালির প্রসঙ্গ তুলে বলেন, "তীব্রতম ভাষায় এই ঘটনার নিন্দা করা উচিত ৷" এ প্রসঙ্গে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি একহাত নেন রাজ্যের শাসকদলকে ৷
তিনি বলেন, "শুধু আমরা একে লজ্জাজনক বলছি, এমন তো নয় ৷ আজ মায়াবতীজি, যিনি অন্যতম বিরোধী নেত্রী, তিনি পর্যন্ত সোশাল মিডিয়ায় লিখতে বাধ্য হয়েছেন যে, এই ঘটনা লজ্জাজনক ৷ কার লজ্জা লাগবে না ! একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া ৷ সবার লজ্জা লাগে ৷ নির্লজ্জ, বেহায়া, দু-কান কাটা যাঁরা, তাঁদের লজ্জা লাগবে না ৷"
সন্দেশখালির জবরদখল করা জমি ফেরত প্রসঙ্গে সুকান্ত বলেছেন, "জমি তো ফেরত দিতেই হবে ৷ কিন্তু এত বছর ধরে যে জমি দখল করে রাখল, তার ক্ষতিপূরণটা কে দেবে ? জমিগুলিতে ধান চাষের পরিবর্তে মাছের ভেড়ি হল, এখান থেকে পয়সা কামাল শিবু হাজরা আর শেখ শাহজাহান, সবচেয়ে বড় কথা শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন ৷ শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন না কেন ? মহিলাদের অধিকাংশ অভিযোগ তো শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷"
অভিযুক্ত শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হওয়াকে আইওয়াশ বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই, কয়েক ঘণ্টা আগে পর্যন্ত, ডিজির সাংবাদিক সম্মেলন করার আগে পর্যন্ত, তাঁরা বলছিল কতগুলো মিথ্যে কথা ৷ ওরা বলছিল, বানিয়ে বলা হচ্ছে, কোনও এর যৌক্তিকতা নেই ৷ পার্টিতে কোনও এর অস্তিত্ব নেই ৷ এখন আবার তাঁকেই গণধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে ৷ এটা মেক-আপ করার চেষ্টা করা হচ্ছে তা বোঝাই যাচ্ছে ৷ ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে ৷ মানুষের যে ক্ষোভ, বিরোধী দল হিসেবে বিজেপি যে আন্দোলন করেছে, তাকে ম্যানেজ করার জন্য, মুখরক্ষা করার জন্য এখন এ সব করা হচ্ছে ৷"
আরও পড়ুন: