কলকাতা, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতা নিরাপদ সরকারেকে গ্রেফতার করার ঘটনায় সরব হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন তিনি ৷ তাঁর কথায়, "এমন সরকার গোটা দেশে নেই । এইজন্যই মুখ্যমন্ত্রী বলে এগিয়ে বাংলা ।"
সন্দেশখালিতে ইডির উপর হামলা হয়েছে প্রায় পাঁচ সপ্তাহ হতে চলল ৷ এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান । তাঁকে গ্রেফতারের দাবিতে পরবর্তী সময় গ্রামবাসীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালি । তারপর থেকেই ফেরার শেখ শাহজাহানের দুই ঘনিষ্ঠ উত্তম সরদার ও শিবু হাজরাও । গতকাল, শনিবার দল থেকে সাসপেন্ড করার কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার হন উত্তম সরদার । তবে এখনও ফেরার শাহজাহান ও শিবু । তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
এদিকে সেই ফেরার শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাড়ি থেকে রবিবার সকালে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য নিরাপদ সরদারকে আটক করে পুলিশ । নিয়ে যাওয়া হতে পরে সন্দেশখালিতে । কিন্তু ঘটনা যেদিন ঘটেছিল সেদিন নিরাপদ সরদার ছিলেন কলকাতায় পার্টির রাজ্য দফতরে । চলছিল সিপিএমের দু'দিনের রাজ্য কমিটির বৈঠক । ফলে সাজানো মামলায় তাঁদের নেতাকে গ্রেফতার করে বিরোধীদের চাপে রাখতে চাইছে তৃণমূল, এমনই দাবি সিপিএমের ।
এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । তিনি এদিন বলেন, "আমাদের সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে । থানার পাশেই তাঁর বাড়ি । তাঁকেই পুলিশ আগে বলেছিল যাতে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমন হয় একটু দেখুন । আর শাহজাহান, শিবুদের কোলে বসিয়ে রেখেছে । সরকারটা চলছে তৃণমূলের । এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি । আর এমন সরকারও নেই গোটা দেশে কোথাও । এরজন্যই মুখ্যমন্ত্রী বলেন এগিয়ে বাংলা । এইজন্যই এই সরকারকে ছবি করে দিতে হবে । শাহজাহানকে তলব মানে এখন মনে হচ্ছে তৃণমূলকে তলব করা । তৃণমূল যখন চাইবে তখন ধরা দেবে । অত্যাচারী উত্তমের বিরুদ্ধে আগে পুলিশ ব্যবস্থা নেয়নি ৷ দল বহিষ্কার করতেই গ্রেফতার করা হল । শাহজাহানকে সাসপেন্ড করার সাহস নেই তৃণমূলের । সরকার বেশিদিন নেই । যতদিন আছে ততদিন জামাই আদরে এদের রাখবে ।"
আরও পড়ুন :