ETV Bharat / politics

'আমার হাওড়ার মানুষের উপর বিশ্বাস আছে', জয় নিয়ে নিশ্চিত প্রার্থী রথীন - Rathin Chakravarty

Rathin Chakravarty: শনি সন্ধেয় লোকসভা আসনে বাংলার 20জনের নাম ঘোষণা করেছে বিজেপি ৷ তাতে হাওড়া সদর কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করেছে রথীন চক্রবর্তীকে ৷ নাম ঘোষণার পর তিনি নিজের জয় নিয়ে নিশ্চিত বলে জানালেন হাওড়ার বিজেপি প্রার্থী ৷

নিজের জয় নিয়ে নিশ্চিত রথীন
Rathin Chakravarty
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 10:59 PM IST

কলকাতা, 2 মার্চ: বঙ্গে বিয়াল্লিশ আসনেই বিজেপিকে জেতাতে হবে। এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে শুভেন্দু-সুকান্তকে এই লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বাংলার যে প্রার্থী তালিকা প্রকাশ করল, তাতে প্রাথমিক ভাবে খুব একটা চমক নেই বলেই দাবি রাজনৈতিক মহলের। শনিবার সন্ধেয় বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের 195টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়, যার মধ্যে হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে হাওড়া সদর কেন্দ্রে দলীয় প্রার্থী মনোনীত করেছে।

তাঁকে প্রার্থীরূপে ঘোষণার পর সোশাল মিডিয়াজুড়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন দলীয় সমর্থকরা। পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক প্রার্থী নিজের জয়ের ব্যাপারে একাশ শতাংশ নিশ্চিত। প্রধানমন্ত্রীর স্বপ্নের দেশ তৈরির ডাককে সমর্থন জানিয়ে হাওড়া সদরবাসী তাঁকে আশীর্বাদ করে লোকসভাতে নির্বাচিত করবে এমনই আত্মবিশ্বাস শোনা গেল হাওড়া সদর বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীর গলায়। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ইটিভি ভারতকে রথীন চক্রবর্তী ফোনে বলেন, "আগামিকাল থেকেই প্রচার শুরু করে দেব ৷ এছাড়াও সংগঠনের কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিতে হবে।

তিনি আরও বলেন, "আমি আমার জয়ের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত। হাওড়ার মানুষের উপর বিশ্বাস আছে, তাঁরা নরেন্দ্র মোদির দেখানো অখণ্ড ও শক্তিশালী ভারত তৈরি করতে অবশ্যই আশীর্বাদ করবেন।" এছাড়াও নিজের প্রচারের ক্ষেত্রে রথীন বলেন, "আমরা দুর্নীতিমুক্ত বাংলা চাই, আমাদের শিল্প চলে গিয়েছে, স্বাস্থ্য বেহাল, শিক্ষাও একই অবস্থা, সেগুলো ঠিক করতে ও কেন্দ্রীয় প্রকল্পগুলো সঠিকভাবে চালু করতে ডবল ইঞ্জিন সরকার দরকার।"

পাশাপাশি জয়ী হলে হাওড়াবাসীর জন্য যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করতে চান বলেই জানান সদর বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী। রথীন বলেন, "হাওড়া শিল্পমুখী শহর ছিল, যাকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি গড়ে উঠেছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। সেই নষ্ট হয়ে যাওয়া শিল্প ও অর্থনীতিকে পুনরায় প্রতিষ্ঠা করাই মূল উদ্দেশ্য হবে।"

আরও পড়ুন:

  1. ঘাটালে কি দেব বনাম হিরণ! চোর সাংসদ মুক্ত কেন্দ্রই লক্ষ্য, টিকিট পেয়ে বললেন প্রার্থী
  2. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  3. বিজেপি বিধায়ককে মোদির বার্তা 'মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন', কিন্তু কেন!

কলকাতা, 2 মার্চ: বঙ্গে বিয়াল্লিশ আসনেই বিজেপিকে জেতাতে হবে। এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে শুভেন্দু-সুকান্তকে এই লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বাংলার যে প্রার্থী তালিকা প্রকাশ করল, তাতে প্রাথমিক ভাবে খুব একটা চমক নেই বলেই দাবি রাজনৈতিক মহলের। শনিবার সন্ধেয় বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের 195টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়, যার মধ্যে হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে হাওড়া সদর কেন্দ্রে দলীয় প্রার্থী মনোনীত করেছে।

তাঁকে প্রার্থীরূপে ঘোষণার পর সোশাল মিডিয়াজুড়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন দলীয় সমর্থকরা। পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক প্রার্থী নিজের জয়ের ব্যাপারে একাশ শতাংশ নিশ্চিত। প্রধানমন্ত্রীর স্বপ্নের দেশ তৈরির ডাককে সমর্থন জানিয়ে হাওড়া সদরবাসী তাঁকে আশীর্বাদ করে লোকসভাতে নির্বাচিত করবে এমনই আত্মবিশ্বাস শোনা গেল হাওড়া সদর বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীর গলায়। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ইটিভি ভারতকে রথীন চক্রবর্তী ফোনে বলেন, "আগামিকাল থেকেই প্রচার শুরু করে দেব ৷ এছাড়াও সংগঠনের কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিতে হবে।

তিনি আরও বলেন, "আমি আমার জয়ের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত। হাওড়ার মানুষের উপর বিশ্বাস আছে, তাঁরা নরেন্দ্র মোদির দেখানো অখণ্ড ও শক্তিশালী ভারত তৈরি করতে অবশ্যই আশীর্বাদ করবেন।" এছাড়াও নিজের প্রচারের ক্ষেত্রে রথীন বলেন, "আমরা দুর্নীতিমুক্ত বাংলা চাই, আমাদের শিল্প চলে গিয়েছে, স্বাস্থ্য বেহাল, শিক্ষাও একই অবস্থা, সেগুলো ঠিক করতে ও কেন্দ্রীয় প্রকল্পগুলো সঠিকভাবে চালু করতে ডবল ইঞ্জিন সরকার দরকার।"

পাশাপাশি জয়ী হলে হাওড়াবাসীর জন্য যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করতে চান বলেই জানান সদর বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী। রথীন বলেন, "হাওড়া শিল্পমুখী শহর ছিল, যাকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি গড়ে উঠেছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। সেই নষ্ট হয়ে যাওয়া শিল্প ও অর্থনীতিকে পুনরায় প্রতিষ্ঠা করাই মূল উদ্দেশ্য হবে।"

আরও পড়ুন:

  1. ঘাটালে কি দেব বনাম হিরণ! চোর সাংসদ মুক্ত কেন্দ্রই লক্ষ্য, টিকিট পেয়ে বললেন প্রার্থী
  2. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  3. বিজেপি বিধায়ককে মোদির বার্তা 'মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন', কিন্তু কেন!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.