ETV Bharat / politics

বাম-বিজেপি প্রার্থীর তুলনায় অনেক কম সম্পত্তি তৃণমূলের প্রকাশ চিক বড়াইকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: 2021 সালে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেও ব্যাঙ্ক ব্যালেন্স তেমন নেই বললেই চলে। প্রকাশ চিক বড়াইক জানিয়েছেন তিনি একজন চা বাগানের কর্মী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 10:43 AM IST

আলিপুরদুয়ার, 12 এপ্রিল: বিজেপি প্রার্থী ও আরএসপি প্রার্থীর তুলনায় সম্পত্তির নিরিখে অনেক কম সম্পত্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইকের। 2021 সালে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেও ব্যাঙ্ক ব্যালেন্স তেমন নেই বললেই চলে। রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইককে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে একজন চা বাগানের সন্তানকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান প্রকাশ চিক বড়াইক ৷

চা বাগানের কর্মী

নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা দিয়ে প্রকাশ চিক বড়াইক জানিয়েছেন তিনি একজন চা বাগানের কর্মী ৷ পাশাপাশি তিনি মৌসুমি ফসল বিক্রি করেন ৷ তাঁর স্ত্রী একজন আশা কর্মী।

সম্পত্তির খতিয়ান

প্রকাশ চিক বড়াইকের হাতে রয়েছে 65 হাজার টাকা। স্ত্রী'র হাতে রয়েছে 45 হাজার টাকা। প্রকাশ চিক বড়াইকের 15 গ্রাম সোনা-সহ ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে 12 লক্ষ 88 হাজার 203 টাকা। তাঁর স্ত্রীয়ের নামে দুটো মোটর সাইকেল-সহ ব্যাঙ্কে রয়েছে ছয় লক্ষ 66 হাজার 218 টাকা। প্রকাশ চিক বড়াইকের নিজের নামে কোনও বাড়ি-ঘর নেই। প্রকাশের স্ত্রী'র পাঁচ লক্ষ টাকার জমি রয়েছে।

ফৌজদারি মামলা
প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে কুমারগ্রাম থানায় 2018 সালের একটি মামলা রয়েছে।

শিক্ষা

শিলিগুড়ি সুর্যসেন কলেজ থেকে বি.কম পাশ করেন 2004 সালে। রহিমাবাদ ওয়ার্কস হাইস্কুল থেকে প্রাইমারির গন্ডি পার হবার পর কালচিনি হিন্দি হাইস্কুল থেকে 1999 সালে উচ্চমাধ্যমিক পাশ করেন প্রকাশ চিক বড়াইক।

2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়। লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিক জন বার্লাকে বিজেপি প্রার্থী করে বাজিমাত করে। বিরাট অঙ্কের ব্যবধানে বিজেপি প্রার্থী জন বার্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে ছিলেন। সে সময় আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন মোহন শর্মা। তাঁকে সরিয়ে জেলা সভাপতি করা হয় মৃদুল গোস্বামীকে। এরপর মৃদুল গোস্বামীকে সরিয়ে চা বাগানের হাল ধরতে সেখানকার যুবক প্রকাশ চিক বড়াইককে 2021 সালে অগস্ট মাসে জেলা সভাপতি করা হয়। তারপর থেকে আলিপুরদুয়ার জেলায় সবাইকে নিয়ে একসঙ্গে চলে দলের একটা জায়গা করে নেন প্রকাশ চিক বড়াইক।

আরও পড়ুন

আয় শূন্য হলেও 10 লাখি গাড়ির মালিক কংগ্রেস প্রার্থী ভিক্টর, ব্যাংকে লাখো টাকা

বার্ষিক আয় দু'কোটির উপর, নেই নিজস্ব গাড়ি; কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির উৎস কী?

আলিপুরদুয়ার, 12 এপ্রিল: বিজেপি প্রার্থী ও আরএসপি প্রার্থীর তুলনায় সম্পত্তির নিরিখে অনেক কম সম্পত্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইকের। 2021 সালে আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেও ব্যাঙ্ক ব্যালেন্স তেমন নেই বললেই চলে। রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইককে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে একজন চা বাগানের সন্তানকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান প্রকাশ চিক বড়াইক ৷

চা বাগানের কর্মী

নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা দিয়ে প্রকাশ চিক বড়াইক জানিয়েছেন তিনি একজন চা বাগানের কর্মী ৷ পাশাপাশি তিনি মৌসুমি ফসল বিক্রি করেন ৷ তাঁর স্ত্রী একজন আশা কর্মী।

সম্পত্তির খতিয়ান

প্রকাশ চিক বড়াইকের হাতে রয়েছে 65 হাজার টাকা। স্ত্রী'র হাতে রয়েছে 45 হাজার টাকা। প্রকাশ চিক বড়াইকের 15 গ্রাম সোনা-সহ ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে 12 লক্ষ 88 হাজার 203 টাকা। তাঁর স্ত্রীয়ের নামে দুটো মোটর সাইকেল-সহ ব্যাঙ্কে রয়েছে ছয় লক্ষ 66 হাজার 218 টাকা। প্রকাশ চিক বড়াইকের নিজের নামে কোনও বাড়ি-ঘর নেই। প্রকাশের স্ত্রী'র পাঁচ লক্ষ টাকার জমি রয়েছে।

ফৌজদারি মামলা
প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে কুমারগ্রাম থানায় 2018 সালের একটি মামলা রয়েছে।

শিক্ষা

শিলিগুড়ি সুর্যসেন কলেজ থেকে বি.কম পাশ করেন 2004 সালে। রহিমাবাদ ওয়ার্কস হাইস্কুল থেকে প্রাইমারির গন্ডি পার হবার পর কালচিনি হিন্দি হাইস্কুল থেকে 1999 সালে উচ্চমাধ্যমিক পাশ করেন প্রকাশ চিক বড়াইক।

2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়। লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিক জন বার্লাকে বিজেপি প্রার্থী করে বাজিমাত করে। বিরাট অঙ্কের ব্যবধানে বিজেপি প্রার্থী জন বার্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে ছিলেন। সে সময় আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন মোহন শর্মা। তাঁকে সরিয়ে জেলা সভাপতি করা হয় মৃদুল গোস্বামীকে। এরপর মৃদুল গোস্বামীকে সরিয়ে চা বাগানের হাল ধরতে সেখানকার যুবক প্রকাশ চিক বড়াইককে 2021 সালে অগস্ট মাসে জেলা সভাপতি করা হয়। তারপর থেকে আলিপুরদুয়ার জেলায় সবাইকে নিয়ে একসঙ্গে চলে দলের একটা জায়গা করে নেন প্রকাশ চিক বড়াইক।

আরও পড়ুন

আয় শূন্য হলেও 10 লাখি গাড়ির মালিক কংগ্রেস প্রার্থী ভিক্টর, ব্যাংকে লাখো টাকা

বার্ষিক আয় দু'কোটির উপর, নেই নিজস্ব গাড়ি; কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির উৎস কী?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.