ETV Bharat / politics

‘কুরুক্ষেত্র’ ব্যারাকপুর, অর্জুন-পার্থর সন্মুখসমরে উত্তাপ বাড়ছে শিল্পাঞ্চলে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: পার্থর বিরুদ্ধে 'দুর্নীতি' অস্ত্রে শান অর্জুনের। পালটা অর্জুনকে 'বুড়ো সিংহ' বলে নিশানা পার্থর। ভোটের আবহে যুযুধান তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাক-যুদ্ধে সরগরম ব‍্যারাকপুর।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 7:11 PM IST

মুখোমুখি পার্থ-অর্জুন

ব‍্যারাকপুর, 18 এপ্রিল: ব‍্যারাকপুরে এবার লড়াই দুই 'ভূমিপুত্র'-র। একজন পার্থ ভৌমিক। যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ অপর দিকে অর্জুন সিং। যাঁকে গেরুয়া শিবির প্রার্থী করেছে একসময়ের সতীর্থ পার্থ'র বিপরীতে। ফলে, দুই ভূমিপুত্রের জমজমাট লড়াইয়ে ব‍্যারাকপুর কার্যত কুরুক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী লড়াইয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই প্রতিদ্বন্দ্বীই কামান দাগতে শুরু করেছেন একে অপরের দিকে। কেউ কারও থেকে কম যাচ্ছেন না। সেই কারণে প্রচারে নিত্যনতুন 'অস্ত্র' ব‍্যবহার করে টেক্কা দিতে চাইছেন দু'পক্ষই। কখনও পার্থ ভৌমিক তাঁর প্রতিপক্ষ অর্জুন সিংকে 'বাহুবলী' নেতা বলে আক্রমণ শানাচ্ছেন, তো কখনও 2019-র ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য তৎকালীন সাংসদকে দায়ী করে ব‍্যারাকপুরের মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তৃণমূল প্রার্থী।

'বাহুবলী' বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে হুঁশিয়ারি দিয়ে পার্থ ভৌমিক বলেন, "এবারের ভোটে সন্ত্রাস করার ক্ষমতা ওর (অর্জুন সিং) নেই। কারণ, ও এখন বুড়ো সিংহ হয়ে গিয়েছে। আমি কিন্তু দীনেশ ত্রিবেদী নই। পার্থ ভৌমিক। ও রাস্তা দেখাবে, সেই রাস্তায় চলার ক্ষমতা এবং শক্তি, দুটোই আছে আমার। সেটা ও ভালো করেই জানে। তাই আমি বলে দিয়েছি, ভালোভাবে ঘুরে প্রচার করো। যার-তার বাড়িতে যাও। কিন্তু বাহুবলী করতে এলে আমি আমার মতো করে বুঝে নেব।"

পালটা বিজেপি প্রার্থী অর্জুন সিংও পার্থ ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছেন। একদিকে সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ইডি হেফাজতে থাকা শাহজাহানের সঙ্গে পার্থ'র ঘনিষ্ঠতার কথা তুলে ধরে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে নিশানা করছেন ব‍্যারাকপুরের পদ্ম প্রার্থী। অন‍্যদিকে, নৈহাটির বিধায়ক তথা রাজ‍্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সম্পত্তির বহর নিয়ে প্রশ্ন তুলেও সরব হয়েছেন অর্জুন সিং। আর যুযুধান দুই নেতার রাজনৈতিক বাক-যুদ্ধে ব‍্যারাকপুরে ভোটের চেহারা বদলে গিয়েছে ব‍্যাটলফিল্ডে ৷ রাজনৈতিক দিক থেকে ব‍্যারাকপুর বরাবরই অর্জুনের খাসতালুক হিসেবে পরিচিত। সেকারণে তৃণমূল টিকিট না-দিলেও 2019 সালের লোকসভা ভোটে একার ক্ষমতায় তিনি জিতে বিজেপির সাংসদ নির্বাচিত হন সেখান থেকেই। সেবার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে প্রায় 15 হাজার ভোটে পরাজিত করেন তিনি।

অর্জুন আবার পার্থর বিরুদ্ধে 'দুর্নীতি' অস্ত্রে শান দিয়েছেন। তাঁর কথায়, ‘‘সন্দেশখালি টু নৈহাটি হয়ে গিয়েছে। অপেক্ষা করুন। এরকম আরও কত নৈহাটি সামনে আসবে দেখতে পাবেন। ইতিমধ্যে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় ওর (পার্থ ভৌমিক) নাম সামনে এসেছে। সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। শাহজাহান-শিবু প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক রয়েছে পার্থ ভৌমিকের। ও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় লড়াই সহজ হয়ে গিয়েছে। ও লড়াই করছে নিজের দলের মধ্যে। আমি লড়াই করছি পার্থর দুর্নীতির বিরুদ্ধে।"

তবে, 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে। তা টের পেয়ে 2022 সালে বিজেপির সঙ্গ ত‍্যাগ ফের নিজের পুরনো দলে ফিরে আসেন অর্জুন। তাঁর অভিযোগ অবশ্য, তৃণমূলে ফেরার পর আশ্বাস দেওয়া হলেও টিকিট দেওয়া হয়নি অর্জুনকে। টিকিট না মেলায় 'বিদ্রোহী' অর্জুন ফের গেরুয়া শিবিরে যোগ দেন। আর যোগ দেওয়ার পরই ব‍্যারাকপুর কেন্দ্র থেকে ফের তাঁকে প্রার্থী করে বিজেপি। স্বভাবতই খাসতালুকে ফের পদ্ম ফোটাতে কোমর বেঁধে ভোট ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পালটা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও প্রতিপক্ষ পদ্ম প্রার্থীকে বেকায়দায় ফেলতে প্রচারে কোনও কসুর রাখছেন না। কার্যত চষে বেড়াচ্ছেন ব‍্যারাকপুর লোকসভার প্রায় প্রতিটি কেন্দ্রেই। ফলে,পার্থ-অর্জুন দু'পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে ব‍্যারাকপুরের ভোট-যুদ্ধ।

শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়। ভোট কিনতে অর্জুন টাকা ভর্তি ব্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, "ও (অর্জুন সিং) ভাবছে টাকা দিয়ে সবাইকে কিনে নেওয়া যায়! আমি বলছি টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন।অনেক দু-নম্বরি টাকা আছে ওর। কিন্তু টাকা নেওয়ার পর ভোটটা দেবেন না। নিজের মতো করে দেবেন। ও শুধু নিজের কথা ভাবে। যে নিজের ভাইপো (সৌরভ সিং)-কে অস্বীকার করে, নিজের রক্তের সম্পর্ককে স্বীকার করতে চায় না, সে অন‍্যকেও অস্বীকার করবে। এক সেকেন্ড সময় লাগবে ওর অস্বীকার করতে। তাই, এই ধরনের বেআইনি লোককে জনপ্রতিনিধি করা উচিত কিনা, সেটা আপনারাই বলবেন!"

আরও পড়ুন

  1. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  2. ‘জলের পাইপ সরাচ্ছে না রাজ্য, পড়ে 2300 কোটির মেট্রোর কাজ’, পার্থকে অর্জুন-তোপ

মুখোমুখি পার্থ-অর্জুন

ব‍্যারাকপুর, 18 এপ্রিল: ব‍্যারাকপুরে এবার লড়াই দুই 'ভূমিপুত্র'-র। একজন পার্থ ভৌমিক। যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ অপর দিকে অর্জুন সিং। যাঁকে গেরুয়া শিবির প্রার্থী করেছে একসময়ের সতীর্থ পার্থ'র বিপরীতে। ফলে, দুই ভূমিপুত্রের জমজমাট লড়াইয়ে ব‍্যারাকপুর কার্যত কুরুক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী লড়াইয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই প্রতিদ্বন্দ্বীই কামান দাগতে শুরু করেছেন একে অপরের দিকে। কেউ কারও থেকে কম যাচ্ছেন না। সেই কারণে প্রচারে নিত্যনতুন 'অস্ত্র' ব‍্যবহার করে টেক্কা দিতে চাইছেন দু'পক্ষই। কখনও পার্থ ভৌমিক তাঁর প্রতিপক্ষ অর্জুন সিংকে 'বাহুবলী' নেতা বলে আক্রমণ শানাচ্ছেন, তো কখনও 2019-র ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য তৎকালীন সাংসদকে দায়ী করে ব‍্যারাকপুরের মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তৃণমূল প্রার্থী।

'বাহুবলী' বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে হুঁশিয়ারি দিয়ে পার্থ ভৌমিক বলেন, "এবারের ভোটে সন্ত্রাস করার ক্ষমতা ওর (অর্জুন সিং) নেই। কারণ, ও এখন বুড়ো সিংহ হয়ে গিয়েছে। আমি কিন্তু দীনেশ ত্রিবেদী নই। পার্থ ভৌমিক। ও রাস্তা দেখাবে, সেই রাস্তায় চলার ক্ষমতা এবং শক্তি, দুটোই আছে আমার। সেটা ও ভালো করেই জানে। তাই আমি বলে দিয়েছি, ভালোভাবে ঘুরে প্রচার করো। যার-তার বাড়িতে যাও। কিন্তু বাহুবলী করতে এলে আমি আমার মতো করে বুঝে নেব।"

পালটা বিজেপি প্রার্থী অর্জুন সিংও পার্থ ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছেন। একদিকে সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ইডি হেফাজতে থাকা শাহজাহানের সঙ্গে পার্থ'র ঘনিষ্ঠতার কথা তুলে ধরে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে নিশানা করছেন ব‍্যারাকপুরের পদ্ম প্রার্থী। অন‍্যদিকে, নৈহাটির বিধায়ক তথা রাজ‍্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সম্পত্তির বহর নিয়ে প্রশ্ন তুলেও সরব হয়েছেন অর্জুন সিং। আর যুযুধান দুই নেতার রাজনৈতিক বাক-যুদ্ধে ব‍্যারাকপুরে ভোটের চেহারা বদলে গিয়েছে ব‍্যাটলফিল্ডে ৷ রাজনৈতিক দিক থেকে ব‍্যারাকপুর বরাবরই অর্জুনের খাসতালুক হিসেবে পরিচিত। সেকারণে তৃণমূল টিকিট না-দিলেও 2019 সালের লোকসভা ভোটে একার ক্ষমতায় তিনি জিতে বিজেপির সাংসদ নির্বাচিত হন সেখান থেকেই। সেবার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে প্রায় 15 হাজার ভোটে পরাজিত করেন তিনি।

অর্জুন আবার পার্থর বিরুদ্ধে 'দুর্নীতি' অস্ত্রে শান দিয়েছেন। তাঁর কথায়, ‘‘সন্দেশখালি টু নৈহাটি হয়ে গিয়েছে। অপেক্ষা করুন। এরকম আরও কত নৈহাটি সামনে আসবে দেখতে পাবেন। ইতিমধ্যে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় ওর (পার্থ ভৌমিক) নাম সামনে এসেছে। সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। শাহজাহান-শিবু প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক রয়েছে পার্থ ভৌমিকের। ও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় লড়াই সহজ হয়ে গিয়েছে। ও লড়াই করছে নিজের দলের মধ্যে। আমি লড়াই করছি পার্থর দুর্নীতির বিরুদ্ধে।"

তবে, 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে। তা টের পেয়ে 2022 সালে বিজেপির সঙ্গ ত‍্যাগ ফের নিজের পুরনো দলে ফিরে আসেন অর্জুন। তাঁর অভিযোগ অবশ্য, তৃণমূলে ফেরার পর আশ্বাস দেওয়া হলেও টিকিট দেওয়া হয়নি অর্জুনকে। টিকিট না মেলায় 'বিদ্রোহী' অর্জুন ফের গেরুয়া শিবিরে যোগ দেন। আর যোগ দেওয়ার পরই ব‍্যারাকপুর কেন্দ্র থেকে ফের তাঁকে প্রার্থী করে বিজেপি। স্বভাবতই খাসতালুকে ফের পদ্ম ফোটাতে কোমর বেঁধে ভোট ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পালটা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও প্রতিপক্ষ পদ্ম প্রার্থীকে বেকায়দায় ফেলতে প্রচারে কোনও কসুর রাখছেন না। কার্যত চষে বেড়াচ্ছেন ব‍্যারাকপুর লোকসভার প্রায় প্রতিটি কেন্দ্রেই। ফলে,পার্থ-অর্জুন দু'পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে ব‍্যারাকপুরের ভোট-যুদ্ধ।

শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়। ভোট কিনতে অর্জুন টাকা ভর্তি ব্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, "ও (অর্জুন সিং) ভাবছে টাকা দিয়ে সবাইকে কিনে নেওয়া যায়! আমি বলছি টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন।অনেক দু-নম্বরি টাকা আছে ওর। কিন্তু টাকা নেওয়ার পর ভোটটা দেবেন না। নিজের মতো করে দেবেন। ও শুধু নিজের কথা ভাবে। যে নিজের ভাইপো (সৌরভ সিং)-কে অস্বীকার করে, নিজের রক্তের সম্পর্ককে স্বীকার করতে চায় না, সে অন‍্যকেও অস্বীকার করবে। এক সেকেন্ড সময় লাগবে ওর অস্বীকার করতে। তাই, এই ধরনের বেআইনি লোককে জনপ্রতিনিধি করা উচিত কিনা, সেটা আপনারাই বলবেন!"

আরও পড়ুন

  1. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  2. ‘জলের পাইপ সরাচ্ছে না রাজ্য, পড়ে 2300 কোটির মেট্রোর কাজ’, পার্থকে অর্জুন-তোপ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.