ETV Bharat / politics

মার্চের শুরুতে সাতদিনে বাংলায় মোদির তিনটি সভা, আরামবাগ-কৃষ্ণনগর-বারাসতে কর্মসূচি প্রধানমন্ত্রীর - Lok Sabha Elections 2024

PM Narendra Modi: লোকসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি বাকি নেই ৷ এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি সভার কথা সামনে এল ৷ জানা গিয়েছে, আগামী 1 মার্চ আরামবাগে, 2 মার্চ কৃষ্ণনগরে ও 6 মার্চ বারাসতে সভা করবেন তিনি ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 2:40 PM IST

Updated : Feb 23, 2024, 3:44 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: এক সপ্তাহের মধ্যে টানা তিনবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্চের 1, 2 ও 6 তারিখ সভা করবেন তিনি ৷ বৃহস্পতিবার জানা গিয়েছিল যে আগামী 6 মার্চ উত্তর 24 পরগনার সদর শহর বারাসতে তিনি সভা করবেন ৷ শুক্রবার জানা গেল তার আগেই তিনি দু’টি সভা করবেন ৷ প্রথমটি হবে হুগলির আরামবাগে (1 মার্চ)৷ আর দ্বিতীয় সভাটি হবে নদিয়ার কৃষ্ণনগরে (2 মার্চ) ৷

লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসন জেতার লক্ষ্য নিয়েছে বিজেপি ৷ গত এপ্রিলে বীরভূমের সিউড়ির একটি জনসভা থেকে সেকথা ঘোষণাও করেন অমিত শাহ ৷ এর পর তিনি একাধিকবার বাংলায় এসেছেন ৷ কলকাতায় একটি সভাও করেন ৷ রাজ্যে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ কিন্তু আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার তিনি আসতে চলেছেন ৷ তাও এবার মার্চের প্রথম সাতদিনের মধ্যে তিনটি সভা করবেন তিনি ৷

মার্চে যে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসতে পারেন, তা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ৷ বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে আগামী 6 মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেটি হবে মহিলা সমাবেশ ৷ সেখানেই সন্দেশখালির নির্যাতিতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা করার কথা ৷

উল্লেখ্য, সন্দেশখালি এখন অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷ বিজেপি বারবার সেখানে পৌঁছানোর চেষ্টা করছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন ৷ সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশি বাধার মুখে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয় সুকান্ত মজুমদারকে ৷ বৃহস্পতিবার তিনি সন্দেশখালিতে গিয়েছিলেন ৷ স্থানীয় থানার সামনে তিনি ধরনাও দেন ৷

ফলে সন্দেশখালির কাছাকাছি এলাকা এবং একই জেলার সদর হওয়ার জন্যই বারাসতকে বিজেপি প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে বেছে নেয় বলে রাজনৈতিক মহলের মত ছিল ৷ কিন্তু শুক্রবার জানা গেল বারাসতের আগেই আরামবাগ ও কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ এই দু’টি কেন্দ্র কেন বেছে নেওয়া হল ?

রাজনৈতিক মহলের মতে, 2019 সালে হাজার খানেক ভোটে হেরেছিল বিজেপি ৷ তৃণমূলের জয়ী প্রার্থীর সঙ্গে বিজেপির ভোট শতাংশের ব্যবধান ছিল মাত্র 0.1 শতাংশ ৷ ফলে শুরুতেই সেই কেন্দ্রের দিকেই নজর দিয়েছে বিজেপি ৷ তাই প্রধানমন্ত্রী সেখান থেকেই সভা শুরু করতে চলেছেন ৷ অন্যদিকে কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র ৷ যাঁকে লোকসভায় সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে দেখা যেত ৷ প্রধানমন্ত্রীকে বারবার দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ পরে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় ৷ তাই ওই কেন্দ্রে এবার বাড়তি নজর দিয়েছে বিজেপি ৷ তাই কৃষ্ণনগরে মোদির সভার সেটাও একটা কারণ হতে পারে ৷

তবে এই তিন সভার আগে চলতি মাসের 25 তারিখ (আগামী রবিবার) কল্যাণী এইএমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এই উদ্বোধন তিনি ভার্চুয়ালি করবেন ৷ তার পর বাংলায় স্বশরীরে হাজির হবেন আগামী 1 মার্চ ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি থানার অবস্থান থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে গ্রেফতার করা হল সুকান্তকে
  2. 'সন্দেশখালির নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি বসানো হবে', দাবি সুকান্ত মজুমদারের
  3. 'চিন্তা নেই, পাশে রয়েছি'; অভিযোগ শুনে সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর

কলকাতা, 23 ফেব্রুয়ারি: এক সপ্তাহের মধ্যে টানা তিনবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্চের 1, 2 ও 6 তারিখ সভা করবেন তিনি ৷ বৃহস্পতিবার জানা গিয়েছিল যে আগামী 6 মার্চ উত্তর 24 পরগনার সদর শহর বারাসতে তিনি সভা করবেন ৷ শুক্রবার জানা গেল তার আগেই তিনি দু’টি সভা করবেন ৷ প্রথমটি হবে হুগলির আরামবাগে (1 মার্চ)৷ আর দ্বিতীয় সভাটি হবে নদিয়ার কৃষ্ণনগরে (2 মার্চ) ৷

লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসন জেতার লক্ষ্য নিয়েছে বিজেপি ৷ গত এপ্রিলে বীরভূমের সিউড়ির একটি জনসভা থেকে সেকথা ঘোষণাও করেন অমিত শাহ ৷ এর পর তিনি একাধিকবার বাংলায় এসেছেন ৷ কলকাতায় একটি সভাও করেন ৷ রাজ্যে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ কিন্তু আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার তিনি আসতে চলেছেন ৷ তাও এবার মার্চের প্রথম সাতদিনের মধ্যে তিনটি সভা করবেন তিনি ৷

মার্চে যে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসতে পারেন, তা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ৷ বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে আগামী 6 মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেটি হবে মহিলা সমাবেশ ৷ সেখানেই সন্দেশখালির নির্যাতিতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা করার কথা ৷

উল্লেখ্য, সন্দেশখালি এখন অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷ বিজেপি বারবার সেখানে পৌঁছানোর চেষ্টা করছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন ৷ সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশি বাধার মুখে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয় সুকান্ত মজুমদারকে ৷ বৃহস্পতিবার তিনি সন্দেশখালিতে গিয়েছিলেন ৷ স্থানীয় থানার সামনে তিনি ধরনাও দেন ৷

ফলে সন্দেশখালির কাছাকাছি এলাকা এবং একই জেলার সদর হওয়ার জন্যই বারাসতকে বিজেপি প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে বেছে নেয় বলে রাজনৈতিক মহলের মত ছিল ৷ কিন্তু শুক্রবার জানা গেল বারাসতের আগেই আরামবাগ ও কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ এই দু’টি কেন্দ্র কেন বেছে নেওয়া হল ?

রাজনৈতিক মহলের মতে, 2019 সালে হাজার খানেক ভোটে হেরেছিল বিজেপি ৷ তৃণমূলের জয়ী প্রার্থীর সঙ্গে বিজেপির ভোট শতাংশের ব্যবধান ছিল মাত্র 0.1 শতাংশ ৷ ফলে শুরুতেই সেই কেন্দ্রের দিকেই নজর দিয়েছে বিজেপি ৷ তাই প্রধানমন্ত্রী সেখান থেকেই সভা শুরু করতে চলেছেন ৷ অন্যদিকে কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র ৷ যাঁকে লোকসভায় সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে দেখা যেত ৷ প্রধানমন্ত্রীকে বারবার দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ পরে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় ৷ তাই ওই কেন্দ্রে এবার বাড়তি নজর দিয়েছে বিজেপি ৷ তাই কৃষ্ণনগরে মোদির সভার সেটাও একটা কারণ হতে পারে ৷

তবে এই তিন সভার আগে চলতি মাসের 25 তারিখ (আগামী রবিবার) কল্যাণী এইএমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এই উদ্বোধন তিনি ভার্চুয়ালি করবেন ৷ তার পর বাংলায় স্বশরীরে হাজির হবেন আগামী 1 মার্চ ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি থানার অবস্থান থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে গ্রেফতার করা হল সুকান্তকে
  2. 'সন্দেশখালির নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি বসানো হবে', দাবি সুকান্ত মজুমদারের
  3. 'চিন্তা নেই, পাশে রয়েছি'; অভিযোগ শুনে সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর
Last Updated : Feb 23, 2024, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.