ETV Bharat / politics

বাংলাকে অনুপ্রবেশকারী-অপরাধীদের কাছে লিজ দিয়েছে তৃণমূল, অভিযোগ মোদির - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর সমর্থনে মঙ্গলবার সেখানে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই সভা থেকে তিনি একাধিক ইস্যুতে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 4:48 PM IST

বালুরঘাট, 16 এপ্রিল: অনুপ্রবেশ থেকে দুর্নীতি-সহ একাধিক বিষয় নিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, ‘‘তৃণমূল বাংলাকে অনুপ্রবেশকারী ও অপরাধীদের লিজে দিয়েছে ৷’’

মঙ্গলবার বাংলায় নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রথম সভা ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৷ ওই সভার মঞ্চ থেকে তিনি একাধিক ইস্য়ুতে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ তার মধ্যে অন্যতম ছিল অনুপ্রবেশ ইস্যু ৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূল বাংলাকে অনুপ্রবেশকারী ও অপরাধীদের লিজে দিয়েছে ৷ অনুপ্রবেশকারীকে আশ্রয় দেয় বাংলার সরকার ৷’’ এই প্রসঙ্গেই আরও একবার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘আইনি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিএএ-র বিরোধ করে ৷ ওদের অপপ্রচারে কান দেবেন না ৷ দুর্নীতি ও অপরাধ লুকোতে মিথ্যা ওরা বলছে ৷ পদ্মে ছাপ দিয়ে তৃণমূলকে তার পাপের সাজা দিন ৷’’

তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তোলেন ৷ মোদি বলেন, ‘‘বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার তোলাবাজ, অপরাধী ও দর্নীতিগ্রস্তদের হয়ে গিয়েছে ৷ এখানে বিজেপি কর্মীদের হত্যা করা হয় ৷ বালুরঘাটে কয়েক বছর আগে আমাদের বুথ সভাপতির হত্যা করা হয়েছিল ৷’’

তিনি সন্দেশখালির প্রসঙ্গও টানেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘সন্দেশখালিতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে ৷ শোষণের যে ঘটনা সামনে এসেছে ৷ এর জেরে পুরো দেশ কেঁপে উঠেছে ৷ দেশ এটাও দেখেছে যে তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে সন্দেশখালির অভিযুক্তদের শেষপর্যন্ত বাঁচানোর চেষ্টা করে গিয়েছে ৷’’

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে গিয়ে নিয়োগ দুর্নীতির কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল বাংলায় এখন দুর্নীতির খেলা খেলছে ৷ সরকারি জিনিসে তৃণমূলের গুন্ডারা দখল নিয়েছে ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছে ৷ মন্ত্রীদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে ৷ তল্লাশি অভিযানে গেলে এজেন্সির উপর হামলা হয় ৷’’

আরও পড়ুন:

  1. রামনবমী পালন আটকাতে তৃণমূলের ষড়যন্ত্র বানচাল হয়েছে আদালতের নির্দেশে, দাবি মোদির
  2. বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির
  3. হারবে জেনেই প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের, দাবি মোদির

বালুরঘাট, 16 এপ্রিল: অনুপ্রবেশ থেকে দুর্নীতি-সহ একাধিক বিষয় নিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, ‘‘তৃণমূল বাংলাকে অনুপ্রবেশকারী ও অপরাধীদের লিজে দিয়েছে ৷’’

মঙ্গলবার বাংলায় নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রথম সভা ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৷ ওই সভার মঞ্চ থেকে তিনি একাধিক ইস্য়ুতে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ তার মধ্যে অন্যতম ছিল অনুপ্রবেশ ইস্যু ৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূল বাংলাকে অনুপ্রবেশকারী ও অপরাধীদের লিজে দিয়েছে ৷ অনুপ্রবেশকারীকে আশ্রয় দেয় বাংলার সরকার ৷’’ এই প্রসঙ্গেই আরও একবার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘আইনি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিএএ-র বিরোধ করে ৷ ওদের অপপ্রচারে কান দেবেন না ৷ দুর্নীতি ও অপরাধ লুকোতে মিথ্যা ওরা বলছে ৷ পদ্মে ছাপ দিয়ে তৃণমূলকে তার পাপের সাজা দিন ৷’’

তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তোলেন ৷ মোদি বলেন, ‘‘বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার তোলাবাজ, অপরাধী ও দর্নীতিগ্রস্তদের হয়ে গিয়েছে ৷ এখানে বিজেপি কর্মীদের হত্যা করা হয় ৷ বালুরঘাটে কয়েক বছর আগে আমাদের বুথ সভাপতির হত্যা করা হয়েছিল ৷’’

তিনি সন্দেশখালির প্রসঙ্গও টানেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘সন্দেশখালিতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে ৷ শোষণের যে ঘটনা সামনে এসেছে ৷ এর জেরে পুরো দেশ কেঁপে উঠেছে ৷ দেশ এটাও দেখেছে যে তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে সন্দেশখালির অভিযুক্তদের শেষপর্যন্ত বাঁচানোর চেষ্টা করে গিয়েছে ৷’’

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে গিয়ে নিয়োগ দুর্নীতির কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল বাংলায় এখন দুর্নীতির খেলা খেলছে ৷ সরকারি জিনিসে তৃণমূলের গুন্ডারা দখল নিয়েছে ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছে ৷ মন্ত্রীদের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে ৷ তল্লাশি অভিযানে গেলে এজেন্সির উপর হামলা হয় ৷’’

আরও পড়ুন:

  1. রামনবমী পালন আটকাতে তৃণমূলের ষড়যন্ত্র বানচাল হয়েছে আদালতের নির্দেশে, দাবি মোদির
  2. বিশেষ ভোটব্যাংককে খুশি করতেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান কংগ্রেসের, অভিযোগ মোদির
  3. হারবে জেনেই প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের, দাবি মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.