রায়গঞ্জ, 16 এপ্রিল: রাজনৈতিক নেতারা যখন যে প্রদেশে ভাষণ দেন, সেখানকার ভাষা ও সংস্কৃতির কথা উঠে আসে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ব্যতিক্রম নন ৷ পশ্চিমবঙ্গে এলে তাঁর মুখে বাংলায় কিছু কথা শোনাই যায় ৷ যেমন শোনা গেল মঙ্গলবারও ৷ এ দিন বালুরঘাট ও রায়গঞ্জে পরপর দু’টি সভা করেন প্রধানমন্ত্রী ৷ দুই জায়গাতেই তাঁকে বেশ কয়েকবার বাংলায় কথা বলতে শোনা গিয়েছে ৷ আর রায়গঞ্জে তাঁর ভাষণে এসেছে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ ৷ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বোঝাতে গিয়ে তিনি সুকুমার রায়ের কবিতাও বলেছেন ৷
এ দিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রায় 32 মিনিট ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর ভাষণে বরাবর উঠে আসে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা ৷ সেই দুর্নীতির বিষয়টি বোঝাতেই সুকুমার রায়ের ‘চোর ধরা’ কবিতার দু’টি লাইন বলেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘বাংলার লোকপ্রিয় কবি সুকুমার রায় কখনও লিখেছিলেন - আরে ছি ছি রাম রাম, বলো না হে বলো না, চলছে যা জুয়াচুরি, নেই তার তুলনা ৷’’
তবে ভাষণের শুরুতেই স্বামীজি, বঙ্কিমচন্দ্র ও রবি ঠাকুরের নাম তিনি উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলার মাটি থেকে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষেরা পুরো দেশকে দিশা দেখিয়েছিলেন ৷ বাংলার এই বিচারধারা আজ বিজেপির ভিশনের অংশ ৷’’
বিজেপির সংকল্প থেকে বিজেপির ভিশনের কথাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ৷ তিনি বলেন, ‘‘আমাদের স্বপ্ন পূর্ব ভারতেও বুলেট ট্রেন দৌড়াবে ৷... দেশকে ও বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে ৷’’ তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাম ও কংগ্রেসের সমালোচনাও করেন ৷ এই দলগুলি বাংলার সরকার চালানোর নামে বাংলাকে পিছিয়ে দিয়েছে ৷ কিন্তু তিনি বাংলার উন্নয়ন করতে চান, আর সেটাই তাঁর অগ্রাধিকার বলে জানিয়েছেন ৷
আরও পড়ুন: