ETV Bharat / politics

'কাশ্মীর দেশের মাথা', ইন্ডিয়া জোটকে বিঁধে জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PM Modi in Jalpaiguri: জলপাইগুড়ির সভা থেকে মল্লিকার্জুন খাড়গেকে তাঁর কাশ্মীর মন্তব্যের পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, কাশ্মীর নিয়েই যত সমস্যা কংগ্রেসের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 5:40 PM IST

Updated : Apr 7, 2024, 5:55 PM IST

জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির

জলপাইগুড়ি, 7 এপ্রিল: অন্য রাজ্যে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর প্রসঙ্গ তোলায় তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ এ বার তাঁর সেই মন্তব্যের পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷ রবিবার তিনি জলপাইগুড়ির সভা থেকে বলেন, "কাশ্মীর ওদের জন্য কিছু না ৷ তবে আমাদের কাছে কাশ্মীর ভারতের মাথা ৷ কাশ্মীর নিয়ে কথা বললেই কংগ্রেসের সমস্যা হচ্ছে ।"

ধূপগুড়ির সভা থেকে এ দিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "এটা বাংলার মাটি । এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি । কাশ্মীর আমাদের । এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি । শ্যামা প্রসাদ মুখার্জি না-হলে হত না । কংগ্রেস অনেক আগেই মাথা নত করত । আজ বিজেপির মজবুত সরকার । 370 ধারা সরিয়ে দিয়েছি । এতেই কংগ্রেস কাঁদছে ।"

উল্লেখ্য, গতকাল রাজস্থানের জয়পুরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার বিষয়ে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "অন্য রাজ্যে গিয়ে মোদি কাশ্মীরের কথা বলছেন । আরে ভাই, এখানকার লোকের সঙ্গে কাশ্মীরের কী সম্পর্ক ?"

খাড়গের এই কথারই জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কাশ্মীর ওদের জন্য কিছু নয় । 140 কোটি মানুষের জন্য আমাদের মাথা কাশ্মীর । আমাদের শরীরের মাথার জন্য বীর জওয়ান জীবন সমর্পণ করেছেন । কাশ্মীরের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কাজ করেছেন ৷ কাশ্মীরের জন্য প্রাণত্যাগ করেছেন । কাশ্মীরে শান্তি স্থাপিত করার জন্য অনেক মা তাঁর সন্তানকে হারিয়েছেন ।" খাড়গেকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের এই বয়ান থেকে তাদের চিন্তাভাবনা সামনে এসেছে ।

এ দিন ফের মোদির গ্যারান্টির প্রসঙ্গ তুলে বিরোধীদের ইন্ডিয়া জোটকে বিঁধেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "10 বছরে বিজেপি যা বলেছে, তা পুরণ করে দেখিয়েছে । আমাদের এটাই রিপোর্ট কার্ড । ইন্ডি জোট মোদির গ্যারান্টি দেখে ভয় পাচ্ছে । ইন্ডি জোটের কোনও সিদ্ধান্ত নেই, ওরা কী গ্যারান্টি দেবে ! একমাত্র মোদি গ্যারান্টি দেয়, আর ওরা গালি দেয় । 19 এপ্রিল নির্ভয়ে বুথে গিয়ে কমল ছাপে ভোট দিতে হবে । ভয় পাবেন না । পদ্ম ফুলে ভোট দেবেন ।"

ধুপগুড়িতে এ দিন দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন যে, "আপনারা ঘরে ঘরে যাবেন, আর মোদির প্রণাম জানাবেন ৷

আরও পড়ুন:

  1. 'বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে', জলপাইগুড়ির সভায় আহ্বান মোদির
  2. '19 তারিখে ভোট, ওরা 17 তারিখ ওরা অশান্তি ছড়াবে', পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা
  3. 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির

জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির

জলপাইগুড়ি, 7 এপ্রিল: অন্য রাজ্যে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর প্রসঙ্গ তোলায় তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ এ বার তাঁর সেই মন্তব্যের পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷ রবিবার তিনি জলপাইগুড়ির সভা থেকে বলেন, "কাশ্মীর ওদের জন্য কিছু না ৷ তবে আমাদের কাছে কাশ্মীর ভারতের মাথা ৷ কাশ্মীর নিয়ে কথা বললেই কংগ্রেসের সমস্যা হচ্ছে ।"

ধূপগুড়ির সভা থেকে এ দিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "এটা বাংলার মাটি । এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি । কাশ্মীর আমাদের । এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি । শ্যামা প্রসাদ মুখার্জি না-হলে হত না । কংগ্রেস অনেক আগেই মাথা নত করত । আজ বিজেপির মজবুত সরকার । 370 ধারা সরিয়ে দিয়েছি । এতেই কংগ্রেস কাঁদছে ।"

উল্লেখ্য, গতকাল রাজস্থানের জয়পুরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার বিষয়ে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "অন্য রাজ্যে গিয়ে মোদি কাশ্মীরের কথা বলছেন । আরে ভাই, এখানকার লোকের সঙ্গে কাশ্মীরের কী সম্পর্ক ?"

খাড়গের এই কথারই জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কাশ্মীর ওদের জন্য কিছু নয় । 140 কোটি মানুষের জন্য আমাদের মাথা কাশ্মীর । আমাদের শরীরের মাথার জন্য বীর জওয়ান জীবন সমর্পণ করেছেন । কাশ্মীরের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কাজ করেছেন ৷ কাশ্মীরের জন্য প্রাণত্যাগ করেছেন । কাশ্মীরে শান্তি স্থাপিত করার জন্য অনেক মা তাঁর সন্তানকে হারিয়েছেন ।" খাড়গেকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের এই বয়ান থেকে তাদের চিন্তাভাবনা সামনে এসেছে ।

এ দিন ফের মোদির গ্যারান্টির প্রসঙ্গ তুলে বিরোধীদের ইন্ডিয়া জোটকে বিঁধেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "10 বছরে বিজেপি যা বলেছে, তা পুরণ করে দেখিয়েছে । আমাদের এটাই রিপোর্ট কার্ড । ইন্ডি জোট মোদির গ্যারান্টি দেখে ভয় পাচ্ছে । ইন্ডি জোটের কোনও সিদ্ধান্ত নেই, ওরা কী গ্যারান্টি দেবে ! একমাত্র মোদি গ্যারান্টি দেয়, আর ওরা গালি দেয় । 19 এপ্রিল নির্ভয়ে বুথে গিয়ে কমল ছাপে ভোট দিতে হবে । ভয় পাবেন না । পদ্ম ফুলে ভোট দেবেন ।"

ধুপগুড়িতে এ দিন দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন যে, "আপনারা ঘরে ঘরে যাবেন, আর মোদির প্রণাম জানাবেন ৷

আরও পড়ুন:

  1. 'বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে', জলপাইগুড়ির সভায় আহ্বান মোদির
  2. '19 তারিখে ভোট, ওরা 17 তারিখ ওরা অশান্তি ছড়াবে', পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা
  3. 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির
Last Updated : Apr 7, 2024, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.