বহরমপুর, 24 ফেব্রুয়ারি: সিপিএমের সঙ্গে জোট করেই রাজ্যে লোকসভা নির্বাচনে লড়াই করবে কংগ্রেস ৷ বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তাঁর সাফ কথা, " আমরা চাই বামেদের সঙ্গে জোট করেই পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়তে। তাই মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেছি।"
লোকসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান এদিন স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়রা ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছেন। এই অবস্থায় আমি সিপিএম নেতা মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছি। আমরা চাই বামেদের সাথে জোট করে নির্বাচনে লড়তে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা রাজ্যের 42টি আসনে লড়বে। ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। পরে তাঁর মনে কী হয়েছে জানি না, পিছিয়ে গিয়েছেন।"
কংগ্রেস নেতা জয়রাম রমেশ তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন। শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে অধীর চৌধুরী বলেন, "জয়রাম রমেশ কী বলেছেন আমার জানার কথা নয়। আমি প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাকে না জানিয়ে কিছু হলে সেটা আমি কী করে জানব? তবে মমতা বন্দ্যোপাধ্যায়রা ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছেন। তৃণমূলের একাংশ বলে দিয়েছে পশ্চিমবঙ্গে তারা 42টি আসনেই লড়ছে। মমতা ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন ৷ রাহুল গান্ধিকে তাঁর নেতা বলে মেনেছিলেন। এখন তিনি পালটি খাচ্ছেন। কেন জানি না ! তবে তিনি নিজে এখনও বলেননি যে জোটে নেই। তিনি এখন জল মাপছেন। কারণ তৃণমূলের একাংশ মনে করছে ইন্ডিয়া জোটে না-থাকলে সংখ্যালঘু ভোট তারা পাবে না। কারণ সাম্প্রদায়িক বিজেপিকে আটকাতে সংখ্যালঘুরা ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন। তৃণমূলের অন্য অংশ আবার ভাবছে ইন্ডিয়া জোটে সক্রিয় হলে ইডি-সিবিআইয়ের চাপ বাড়বে। তাই জোটে তৃণমূল থাকবে কি না, এখন সেটা নিশ্চিত নয়।"
পাশাপাশি অধীর বলেন, "এই অবস্থায় আমি সিপিএম নেতা মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছি। আমরা চাই বামেদের সঙ্গে আঁতাত করে নির্বাচন করতে।" সিপিএমের জন্যই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের ব্যবধান বলে বহরমপুরে সাম্প্রতিক প্রশাসনিক সভা থেকে দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই সিপিএমের সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া বাঁধার সুস্পষ্ট ইঙ্গিত দিলেন অধীর। আর এ থেকেই ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান রাজনৈতিক মহলের কাছে একপ্রকার স্পষ্ট। তৃণমূল স্তরের নেতারাও জেনে গিয়েছেন, এবার লোকসভা ভোটে তৃণমূল একলা চলো নীতিতেই হাঁটছে।
আরও পড়ুন
দিল্লি-গুজরাত-হরিয়ানায় চূড়ান্ত আপ-কংগ্রেস আসন সমঝোতা, পঞ্জাবে মুখোমুখি লড়বে দুই দল
মিমি কেন, যাঁকেই প্রার্থী করুক হুগলি থেকে খালি হাতে ফিরতে হবে তৃণমূলকে: লকেট