ETV Bharat / politics

মহাগঠবন্ধন ও ইন্ডিয়া জোটকে দোষারোপ নীতীশের, 'আয়ারাম-গয়ারাম' বলছে কংগ্রেস - নীতীশ কুমার

Nitish Kumar resigns: ইস্তফার সিদ্ধান্তের জন্য মহাগঠবন্ধন ও ইন্ডিয়া জোটের উপর দোষারোপ করলেন নীতীশ কুমার ৷ তাঁর দাবি, কোনওটাতেই ঠিকমতো সবকিছু চলছিল না ৷ যদিও নীতীশকে আয়ারাম-গয়ারাম বলে কটাক্ষ করেছে কংগ্রেস ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Jan 28, 2024, 1:54 PM IST

পটনা, 28 জানুয়ারি: মহাগঠবন্ধন ও ইন্ডিয়া জোট, কোনওটাই সন্তুষ্ট করতে পারেনি জেডিইউ-কে ৷ তাদের কথামতো কিছুই চলছিল না ৷ ফের বিজেপির হাত ধরার কারণ জানাতে গিয়ে এমনই সাফাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ যদিও তাঁর এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস ৷ দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতে, এমন কিছু লোক থাকে যারা আয়ারাম আর গয়ারাম ৷

যাবতীয় জল্পনাকে সত্যি করে রবিবার মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার ৷ রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি এনডিএ জোটের সমর্থন নিয়ে ফের সরকার গড়ার দাবিও জানিয়েছেন তিনি ৷ রাজ্যপালের সম্মতি মেলায় আজই বিকেলে ফের তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৷ আর বিহার বিজেপির মুখপাত্র সুমিত শশাঙ্ক জানান, সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা বিহারের উপমুখ্যমন্ত্রী হবেন ৷"

18 মাসেরও কম সময় মহাগঠবন্ধনে ছিলেন নীতীশ কুমার ৷ তবে সেই মহাজোট বা বিরোধীদের ইন্ডিয়া জোট, কোথাওই তাঁর মন মতো সবকিছু চলছিল না বলে অভিযোগ করেছেন জেডিইউ সভাপতি ৷ 72 বছর বয়সি নেতা ইঙ্গিত দেন যে, রাজ্যের মহাগঠবন্ধনে সবকিছু ঠিকঠাক চলছিল না ৷ এছাড়াও যে ইন্ডিয়া ব্লক তৈরিতে তিনি এতটা সচেষ্ট ছিলেন, সেখানে তাঁর প্রচেষ্টা যথাযথ স্বীকৃতি না পাওয়ায় তিনি অখুশি ছিলেন বলে জানিয়েছেন নীতীশ ৷

  • #WATCH | Patna | Bihar outgoing CM and JD(U) president Nitish Kumar says, "Today, I have resigned as the Chief Minister and I have also told the Governor to dissolve the government in the state. This situation came because not everything was alright...I was getting views from… pic.twitter.com/wOVGFJSKKH

    — ANI (@ANI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, "আপনারা সবাই জানেন যে, আমি কীভাবে এই জোটে এসেছি এবং কীভাবে আমি এতগুলি দলকে একত্রিত করার জন্য কাজ করেছি । কিন্তু সম্প্রতি সবকিছু ঠিকঠাক চলছিল না । আর এতে আমার দলের উপরও খারাপ প্রভাব পড়ে ৷"

জেডি(ইউ) নেতা কেসি ত্যাগী নীতীশের এই সিদ্ধান্তের সাফাই দিতে গিয়ে কংগ্রেসকে দোষারোপ করেছেন ৷ তিনি বলেন, "...কংগ্রেস ইন্ডিয়া জোটের নেতৃত্ব চুরি করতে চেয়েছিল । ইন্ডিয়া জোটে নেতৃত্ব পাওয়ার জন্য 19 ডিসেম্বর ষড়যন্ত্রের মাধ্যমে যে বৈঠক হয়েছিল, সেখানে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হয় (প্রধানমন্ত্রীর মুখ হিসাবে), এর আগে মুম্বইতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনও প্রধানমন্ত্রীর মুখ ছাড়াই ইন্ডিয়া জোট কাজ করবে...এক ষড়যন্ত্রের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে খাড়গের নাম প্রস্তাব করা হয়েছিল । অন্যান্য সমস্ত দল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তাদের নিজস্ব পরিচয় তৈরি করেছে...কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে টানাটানি করতে থাকে, আমরা বলেছিলাম যে, আসন ভাগাভাগি অবিলম্বে হওয়া দরকার...ইন্ডিয়া জোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনার অভাব ছিল ৷"

যদিও বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের পদত্যাগ প্রত্যাশিতই ছিল বলে দাবি করেছে কংগ্রেস ৷ দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, "বিহারের ডেপুটি সিএম (তেজস্বী যাদব) এবং লালু প্রসাদ যাদব এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এবং আজ তা সত্যি হয়েছে ৷ এই দেশে এমন অনেক লোক আছে, যাঁরা আয়া রাম গয়া রাম...৷"

  • #WATCH | On the resignation of Nitish Kumar as the CM of Bihar, Congress chief Mallikarjun Kharge says, " Bihar Dy CM (Tejashwi Yadav) and Lalu Prasad Yadav had hinted regarding this and today it became true. 'Aise desh mein bahut saare log hein, aaya ram gaya ram'..." pic.twitter.com/WB2J5ck7Zh

    — ANI (@ANI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খাড়গে বলেন, আরজেডি নেতৃত্ব আরও বলেছিল যে, তারা এখনও জেডি(ইউ) যাতে জোটে থাকে তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ৷ আর তা সত্ত্বেও জেডিইউ চলে গেলে কিছু করার নেই ৷ খাড়গের কথায়, "আমরা এটি সম্পর্কে সচেতন ছিলাম ৷ কিন্তু ইন্ডিয়া জোট অটুট রাখতে আমরা এ বিষয়ে কথা বলিনি ৷ কারণ আমরা ভেবেছিলাম যদি আমরা কিছু ভুল বলি, একটি ভুল বার্তা যেতে পারে । তাই আগে যখন আমাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি এ বিষয়ে অবগত নই ৷"

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, এনডিএকে পাশে নিয়ে আজই বিকেল 4টেয় ফের শপথ
  2. রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ?
  3. ভাঙছেই মহাগঠবন্ধন, রবিবার সকালের মধ্যে পদত্য়াগ করতে পারেন নীতীশ কুমার

পটনা, 28 জানুয়ারি: মহাগঠবন্ধন ও ইন্ডিয়া জোট, কোনওটাই সন্তুষ্ট করতে পারেনি জেডিইউ-কে ৷ তাদের কথামতো কিছুই চলছিল না ৷ ফের বিজেপির হাত ধরার কারণ জানাতে গিয়ে এমনই সাফাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ যদিও তাঁর এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস ৷ দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতে, এমন কিছু লোক থাকে যারা আয়ারাম আর গয়ারাম ৷

যাবতীয় জল্পনাকে সত্যি করে রবিবার মহাগঠবন্ধনের সরকার ভেঙে দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার ৷ রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি এনডিএ জোটের সমর্থন নিয়ে ফের সরকার গড়ার দাবিও জানিয়েছেন তিনি ৷ রাজ্যপালের সম্মতি মেলায় আজই বিকেলে ফের তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৷ আর বিহার বিজেপির মুখপাত্র সুমিত শশাঙ্ক জানান, সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা বিহারের উপমুখ্যমন্ত্রী হবেন ৷"

18 মাসেরও কম সময় মহাগঠবন্ধনে ছিলেন নীতীশ কুমার ৷ তবে সেই মহাজোট বা বিরোধীদের ইন্ডিয়া জোট, কোথাওই তাঁর মন মতো সবকিছু চলছিল না বলে অভিযোগ করেছেন জেডিইউ সভাপতি ৷ 72 বছর বয়সি নেতা ইঙ্গিত দেন যে, রাজ্যের মহাগঠবন্ধনে সবকিছু ঠিকঠাক চলছিল না ৷ এছাড়াও যে ইন্ডিয়া ব্লক তৈরিতে তিনি এতটা সচেষ্ট ছিলেন, সেখানে তাঁর প্রচেষ্টা যথাযথ স্বীকৃতি না পাওয়ায় তিনি অখুশি ছিলেন বলে জানিয়েছেন নীতীশ ৷

  • #WATCH | Patna | Bihar outgoing CM and JD(U) president Nitish Kumar says, "Today, I have resigned as the Chief Minister and I have also told the Governor to dissolve the government in the state. This situation came because not everything was alright...I was getting views from… pic.twitter.com/wOVGFJSKKH

    — ANI (@ANI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, "আপনারা সবাই জানেন যে, আমি কীভাবে এই জোটে এসেছি এবং কীভাবে আমি এতগুলি দলকে একত্রিত করার জন্য কাজ করেছি । কিন্তু সম্প্রতি সবকিছু ঠিকঠাক চলছিল না । আর এতে আমার দলের উপরও খারাপ প্রভাব পড়ে ৷"

জেডি(ইউ) নেতা কেসি ত্যাগী নীতীশের এই সিদ্ধান্তের সাফাই দিতে গিয়ে কংগ্রেসকে দোষারোপ করেছেন ৷ তিনি বলেন, "...কংগ্রেস ইন্ডিয়া জোটের নেতৃত্ব চুরি করতে চেয়েছিল । ইন্ডিয়া জোটে নেতৃত্ব পাওয়ার জন্য 19 ডিসেম্বর ষড়যন্ত্রের মাধ্যমে যে বৈঠক হয়েছিল, সেখানে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হয় (প্রধানমন্ত্রীর মুখ হিসাবে), এর আগে মুম্বইতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনও প্রধানমন্ত্রীর মুখ ছাড়াই ইন্ডিয়া জোট কাজ করবে...এক ষড়যন্ত্রের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে খাড়গের নাম প্রস্তাব করা হয়েছিল । অন্যান্য সমস্ত দল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তাদের নিজস্ব পরিচয় তৈরি করেছে...কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে টানাটানি করতে থাকে, আমরা বলেছিলাম যে, আসন ভাগাভাগি অবিলম্বে হওয়া দরকার...ইন্ডিয়া জোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনার অভাব ছিল ৷"

যদিও বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের পদত্যাগ প্রত্যাশিতই ছিল বলে দাবি করেছে কংগ্রেস ৷ দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, "বিহারের ডেপুটি সিএম (তেজস্বী যাদব) এবং লালু প্রসাদ যাদব এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এবং আজ তা সত্যি হয়েছে ৷ এই দেশে এমন অনেক লোক আছে, যাঁরা আয়া রাম গয়া রাম...৷"

  • #WATCH | On the resignation of Nitish Kumar as the CM of Bihar, Congress chief Mallikarjun Kharge says, " Bihar Dy CM (Tejashwi Yadav) and Lalu Prasad Yadav had hinted regarding this and today it became true. 'Aise desh mein bahut saare log hein, aaya ram gaya ram'..." pic.twitter.com/WB2J5ck7Zh

    — ANI (@ANI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খাড়গে বলেন, আরজেডি নেতৃত্ব আরও বলেছিল যে, তারা এখনও জেডি(ইউ) যাতে জোটে থাকে তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ৷ আর তা সত্ত্বেও জেডিইউ চলে গেলে কিছু করার নেই ৷ খাড়গের কথায়, "আমরা এটি সম্পর্কে সচেতন ছিলাম ৷ কিন্তু ইন্ডিয়া জোট অটুট রাখতে আমরা এ বিষয়ে কথা বলিনি ৷ কারণ আমরা ভেবেছিলাম যদি আমরা কিছু ভুল বলি, একটি ভুল বার্তা যেতে পারে । তাই আগে যখন আমাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি এ বিষয়ে অবগত নই ৷"

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, এনডিএকে পাশে নিয়ে আজই বিকেল 4টেয় ফের শপথ
  2. রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ?
  3. ভাঙছেই মহাগঠবন্ধন, রবিবার সকালের মধ্যে পদত্য়াগ করতে পারেন নীতীশ কুমার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.