ETV Bharat / politics

‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: এসএসসির বৈধ প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথা জানালেন নরেন্দ্র মোদি ৷ এর জন্য রাজ্য বিজেপি নেতৃত্বকে লিগ্যাল সেল তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ৷

ETV BHARAT
ETV BHARAT (BJP India X)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 12:01 PM IST

Updated : May 3, 2024, 1:08 PM IST

বর্ধমান, 3 মে: এসএসসি প্যানেলে বৈধ হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছে, এমন প্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি ৷ আজ বর্ধমান থেকে বিজেপির প্রচার সভায় একথা জানান তিনি ৷ মোদি বলেন, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে তিনি নির্দেশ দিয়েছেন, যাঁরা বৈধ প্রার্থী হয়েও তৃণমূলের দুর্নীতির শিকার হয়ে চাকরি হারিয়েছেন, তাঁদের আইনি সহায়তা করতে ৷ এর জন্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে লিগ্যাল সেল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি সোশাল মিডিয়ায় একটি প্ল্যাটফর্ম তৈরির কথাও বললেন মোদি ৷

শুক্রবারের জনসভা থেকে মোদি বলেন, "শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় সবচেয়ে খারাপ অবস্থা শিক্ষকদের ৷ এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সবার চাকরি গেছে ৷ তাঁদের মধ্যে অনেকে অন্যের পাপের শাস্তি পাচ্ছেন ৷ যাঁরা সত্যিই শিক্ষকতার চাকরির জন্য যোগ্য ৷ তাই আমি আমি আমার দলের রাজ্য সভাপতি (সুকান্ত মজুমদার)-কে বলেছিলাম, যাঁরা যোগ্য হয়েও চাকরি গেছে ৷ তাঁদের দলীয় স্তরে কীভাবে সাহায্য করা যায় ? তাই আমি বিজেপির প্রদেশ নেতৃত্বকে বলেছি, একটি লিগ্যাল সেল ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে ৷ এতে তাঁরা সাহায্য পাবেন, যাঁদের বৈধ নথি থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছে ৷ বিজেপি এমন চাকরিপ্রার্থীদের পাশে থাকবে এবং তাঁদের সুবিচারের জন্য সর্বক্ষমতা দিয়ে চেষ্টা করবে ৷"

মোদির এদিনের এই ঘোষণা মূলত, নির্বাচনী আবহে সরাসরি রাজনৈতিক ফায়দা তোলার একটা বড় কৌশল বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ এমনিতেই দুর্নীতির পাঁকে মাথা পর্যন্ত ডুবে রয়েছে রাজ্যের শাসকদল ৷ তাদের বিরুদ্ধে শিক্ষা, খাদ্য-সহ নানান ইস্যুতে দুর্নীতির ভুরি-ভুরি অভিযোগে সরব হয়েছে বিরোধীরা ৷ এই পরিস্থিতিতে গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট এসএসসি-র 2016 সালের পুরো প্যানেলকে বাতিলের পর, তৃণমূলের উপর চাকরিপ্রার্থীদের ক্ষোভ আরও বেড়েছে ৷ ইতিমধ্যে, তৃণমূলের জন্য এই নির্দেশ বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে ৷

এসএসসি-র প্যানেল বাতিলের কিছুটা রেষ গিয়ে পড়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হয়ে আইনি লড়াই চালানো আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের উপরেও ৷ সম্প্রতি তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছে একাংশ চাকরিহারা ও আন্দোলনকারী ৷ অভিযোগ করা হয়েছে, বিকাশরঞ্জন ভট্টাচার্য যোগ্যদেরও 'চাকরি খাচ্ছেন' ৷ উল্লেখ্য, বিকাশরঞ্জন ভট্টাচার্য যোগ্য আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হয়ে আইনি লড়াই চালাচ্ছেন ৷ কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, সর্বত্র তিনিই চাকরিপ্রার্থীদের হয়ে সওয়াল করছেন ৷ এই পরিস্থিতিতে যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন যাঁরা, তাঁরা এখন বিকাশ তথা সিপিআইএমের উপরেও ক্ষুব্ধ ৷

এই পরিস্থিতিতে মোদির আজকের আইনি সাহায্য ও সুবিচারের ঘোষণা, ভোট ময়দানে বিজেপিকে বড় ফায়দা দেবে ৷ যাঁরা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন এবং চাকরির দাবিতে আন্দোলন চালাচ্ছেন, তাঁদের বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করবে বিজেপি ৷ আর যখনই এই সাহায্য গেরুয়া শিবিরের তরফে আসবে, তা এই 'যোগ্য' চাকরি-হারা ও প্রার্থীদের বিজেপির দিকে ঘুরিয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

বিশেষত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও যোগ্য চাকরিপ্রার্থী এবং চাকরিহারাদের পাশে থাকার কথা বলেছিলেন ৷ সবরকমভাবে তিনি 'যোগ্যদের' পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন ৷ এবার শুভেন্দুর সেই আশ্বাসকে বিজেপির তরফে গ্রিন সিগন্যালে পরিণত করলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ যা ভোট ময়দানে মোদির বড় বাজি বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

আরও পড়ুন:

  1. সোনিয়ার রায়বরেলিতে প্রার্থী রাহুল, আমেঠিতে কিশোরীলালকে টিকিট দিল কংগ্রেস
  2. চাকরি বাতিল হওয়া কোনও শিক্ষক মাধ্যমিকের খাতা দেখেছেন কি ? নয়া বিতর্ক
  3. শক্তিপুরে উস্কানিমূলক ভাষণের অভিযোগ তৃণমূলের হুমায়ুনের বিরুদ্ধে, কমিশনে যাচ্ছে বিজেপি

বর্ধমান, 3 মে: এসএসসি প্যানেলে বৈধ হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছে, এমন প্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি ৷ আজ বর্ধমান থেকে বিজেপির প্রচার সভায় একথা জানান তিনি ৷ মোদি বলেন, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে তিনি নির্দেশ দিয়েছেন, যাঁরা বৈধ প্রার্থী হয়েও তৃণমূলের দুর্নীতির শিকার হয়ে চাকরি হারিয়েছেন, তাঁদের আইনি সহায়তা করতে ৷ এর জন্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে লিগ্যাল সেল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি সোশাল মিডিয়ায় একটি প্ল্যাটফর্ম তৈরির কথাও বললেন মোদি ৷

শুক্রবারের জনসভা থেকে মোদি বলেন, "শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় সবচেয়ে খারাপ অবস্থা শিক্ষকদের ৷ এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সবার চাকরি গেছে ৷ তাঁদের মধ্যে অনেকে অন্যের পাপের শাস্তি পাচ্ছেন ৷ যাঁরা সত্যিই শিক্ষকতার চাকরির জন্য যোগ্য ৷ তাই আমি আমি আমার দলের রাজ্য সভাপতি (সুকান্ত মজুমদার)-কে বলেছিলাম, যাঁরা যোগ্য হয়েও চাকরি গেছে ৷ তাঁদের দলীয় স্তরে কীভাবে সাহায্য করা যায় ? তাই আমি বিজেপির প্রদেশ নেতৃত্বকে বলেছি, একটি লিগ্যাল সেল ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে ৷ এতে তাঁরা সাহায্য পাবেন, যাঁদের বৈধ নথি থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছে ৷ বিজেপি এমন চাকরিপ্রার্থীদের পাশে থাকবে এবং তাঁদের সুবিচারের জন্য সর্বক্ষমতা দিয়ে চেষ্টা করবে ৷"

মোদির এদিনের এই ঘোষণা মূলত, নির্বাচনী আবহে সরাসরি রাজনৈতিক ফায়দা তোলার একটা বড় কৌশল বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ এমনিতেই দুর্নীতির পাঁকে মাথা পর্যন্ত ডুবে রয়েছে রাজ্যের শাসকদল ৷ তাদের বিরুদ্ধে শিক্ষা, খাদ্য-সহ নানান ইস্যুতে দুর্নীতির ভুরি-ভুরি অভিযোগে সরব হয়েছে বিরোধীরা ৷ এই পরিস্থিতিতে গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট এসএসসি-র 2016 সালের পুরো প্যানেলকে বাতিলের পর, তৃণমূলের উপর চাকরিপ্রার্থীদের ক্ষোভ আরও বেড়েছে ৷ ইতিমধ্যে, তৃণমূলের জন্য এই নির্দেশ বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে ৷

এসএসসি-র প্যানেল বাতিলের কিছুটা রেষ গিয়ে পড়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হয়ে আইনি লড়াই চালানো আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের উপরেও ৷ সম্প্রতি তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছে একাংশ চাকরিহারা ও আন্দোলনকারী ৷ অভিযোগ করা হয়েছে, বিকাশরঞ্জন ভট্টাচার্য যোগ্যদেরও 'চাকরি খাচ্ছেন' ৷ উল্লেখ্য, বিকাশরঞ্জন ভট্টাচার্য যোগ্য আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হয়ে আইনি লড়াই চালাচ্ছেন ৷ কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, সর্বত্র তিনিই চাকরিপ্রার্থীদের হয়ে সওয়াল করছেন ৷ এই পরিস্থিতিতে যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন যাঁরা, তাঁরা এখন বিকাশ তথা সিপিআইএমের উপরেও ক্ষুব্ধ ৷

এই পরিস্থিতিতে মোদির আজকের আইনি সাহায্য ও সুবিচারের ঘোষণা, ভোট ময়দানে বিজেপিকে বড় ফায়দা দেবে ৷ যাঁরা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন এবং চাকরির দাবিতে আন্দোলন চালাচ্ছেন, তাঁদের বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করবে বিজেপি ৷ আর যখনই এই সাহায্য গেরুয়া শিবিরের তরফে আসবে, তা এই 'যোগ্য' চাকরি-হারা ও প্রার্থীদের বিজেপির দিকে ঘুরিয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

বিশেষত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও যোগ্য চাকরিপ্রার্থী এবং চাকরিহারাদের পাশে থাকার কথা বলেছিলেন ৷ সবরকমভাবে তিনি 'যোগ্যদের' পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন ৷ এবার শুভেন্দুর সেই আশ্বাসকে বিজেপির তরফে গ্রিন সিগন্যালে পরিণত করলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ যা ভোট ময়দানে মোদির বড় বাজি বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

আরও পড়ুন:

  1. সোনিয়ার রায়বরেলিতে প্রার্থী রাহুল, আমেঠিতে কিশোরীলালকে টিকিট দিল কংগ্রেস
  2. চাকরি বাতিল হওয়া কোনও শিক্ষক মাধ্যমিকের খাতা দেখেছেন কি ? নয়া বিতর্ক
  3. শক্তিপুরে উস্কানিমূলক ভাষণের অভিযোগ তৃণমূলের হুমায়ুনের বিরুদ্ধে, কমিশনে যাচ্ছে বিজেপি
Last Updated : May 3, 2024, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.