ETV Bharat / politics

কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার, দুর্নীতি ইস্যুতে তুলনা টানলেন মোদি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PM Narendra Modi: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মুখ খুলতে গিয়ে এবার কাশ্মীর ইস্যুকে টানলেন প্রধানমন্ত্রী ৷ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে বলেও অভিযোগ মোদির ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি (নরেন্দ্র মোদি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 3:45 PM IST

Updated : May 3, 2024, 4:12 PM IST

বীরভূম, 3 মে: অনুব্রত গড় থেকে কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনা টানলেন নরেন্দ্র মোদি ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুলতে গিয়ে কাশ্মীরের উদাহরণ টানলেন প্রধানমন্ত্রী ৷ মোদির দাবি, উপত্যকায় সন্ত্রাসবাদীদের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে সেখানকার নেতারা একজোট হতে পারে, কিন্তু বাংলায় শিক্ষক নিয়োগs দুর্নীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তৃণমূল ৷ দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না বলেও আমোদপুরে নির্বাচনী জনসভা থেকে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷

বীরভূমের দুই আসনের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং দেবতনু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী ৷ আর এদিনের সভার মূল সুরই তিনি বেঁধে দিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ৷ আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী টেনে আনলেন কাশ্মীর প্রসঙ্গও ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, "নতুন ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য মোদি পণ করেছে ৷ আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করাই আমাদের লক্ষ্য ৷ শিক্ষার জন্য দেশের ছেলেমেয়েরা এদিক-ওদিক ঘুরে বেড়াক আমরা সেটা চাই না ৷" এরপরই সরাসরি বাংলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "তৃণমূলের নেতারা সবরকমের দুর্নীতি করার রেকর্ড তৈরি করেছে ৷ এমন দুর্নীতি কেউ কখনও ভাবতেও পারেনি ৷ সব রকমভাবে আপনাদের লুঠ করেছে ৷ আপানাদের পকেট কেটেছে ৷"

এরপরই প্রধানমন্ত্রীর গলায় উঠে আসে কাশ্মীর ইস্যু ৷ তিনি বলেন, "কাশ্মীরে আগে স্কুল জ্বালিয়ে দিত সন্ত্রাসবাদীরা ৷ আজ গর্বের সঙ্গে আমি বলছি, সেখানকার সব নেতারা এক জোট হয়েছিল তাঁদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে ৷ কাশ্মীরে এখন স্কুল জ্বালানো বন্ধ হয়ে গিয়েছে ৷ আর তৃণমূল শিক্ষক দুর্নীতি করে আপনাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে ৷ যারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, তাদের আপনারা ক্ষমা করবেন ?"

হুঙ্কার দিয়ে তিনি প্রধানমন্ত্রী বলেন, "তৃণমূল নেতাদের বাড়ি থেকে যে টাকা পাওয়া যাচ্ছে তা কার ? এই টাকা বাংলার মানুষের ৷ পয়সা নিয়ে ওএমআর শিট বদল করা হয়েছে ৷ এক একটি পদের জন্য 4-6 লক্ষ টাকা নেওয়া হয়েছে ৷ শিক্ষক দুর্নীতি এদের চরিত্র সামনে এনে দিয়েছে ৷ গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে তৃণমূল সরকার ৷ যারা আপনাদের টাকা চুরি করেছে, তাদের আপনারা ক্ষমা করবেন? আমি সাজা দেব এদের ৷ আমি গ্য়ারান্টি দিচ্ছি, যারা আপনাদের কাঁদিয়েছে, তাদের ছাড়ব না ৷ যারা আপনাদের লুঠ করেছে, দুর্নীতি করেছে তাদের আমি ছাড়ব না ৷"

আরও পড়ুন

'ভোট জিহাদে' চুপ তৃণমূল-বামেরা, 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ মোদির

বাংলায় যত বেশি বিজেপি সাংসদ, তত বেশি বিকাশ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বীরভূম, 3 মে: অনুব্রত গড় থেকে কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনা টানলেন নরেন্দ্র মোদি ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুলতে গিয়ে কাশ্মীরের উদাহরণ টানলেন প্রধানমন্ত্রী ৷ মোদির দাবি, উপত্যকায় সন্ত্রাসবাদীদের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে সেখানকার নেতারা একজোট হতে পারে, কিন্তু বাংলায় শিক্ষক নিয়োগs দুর্নীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তৃণমূল ৷ দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না বলেও আমোদপুরে নির্বাচনী জনসভা থেকে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷

বীরভূমের দুই আসনের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং দেবতনু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী ৷ আর এদিনের সভার মূল সুরই তিনি বেঁধে দিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ৷ আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী টেনে আনলেন কাশ্মীর প্রসঙ্গও ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, "নতুন ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য মোদি পণ করেছে ৷ আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করাই আমাদের লক্ষ্য ৷ শিক্ষার জন্য দেশের ছেলেমেয়েরা এদিক-ওদিক ঘুরে বেড়াক আমরা সেটা চাই না ৷" এরপরই সরাসরি বাংলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "তৃণমূলের নেতারা সবরকমের দুর্নীতি করার রেকর্ড তৈরি করেছে ৷ এমন দুর্নীতি কেউ কখনও ভাবতেও পারেনি ৷ সব রকমভাবে আপনাদের লুঠ করেছে ৷ আপানাদের পকেট কেটেছে ৷"

এরপরই প্রধানমন্ত্রীর গলায় উঠে আসে কাশ্মীর ইস্যু ৷ তিনি বলেন, "কাশ্মীরে আগে স্কুল জ্বালিয়ে দিত সন্ত্রাসবাদীরা ৷ আজ গর্বের সঙ্গে আমি বলছি, সেখানকার সব নেতারা এক জোট হয়েছিল তাঁদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে ৷ কাশ্মীরে এখন স্কুল জ্বালানো বন্ধ হয়ে গিয়েছে ৷ আর তৃণমূল শিক্ষক দুর্নীতি করে আপনাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে ৷ যারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, তাদের আপনারা ক্ষমা করবেন ?"

হুঙ্কার দিয়ে তিনি প্রধানমন্ত্রী বলেন, "তৃণমূল নেতাদের বাড়ি থেকে যে টাকা পাওয়া যাচ্ছে তা কার ? এই টাকা বাংলার মানুষের ৷ পয়সা নিয়ে ওএমআর শিট বদল করা হয়েছে ৷ এক একটি পদের জন্য 4-6 লক্ষ টাকা নেওয়া হয়েছে ৷ শিক্ষক দুর্নীতি এদের চরিত্র সামনে এনে দিয়েছে ৷ গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে তৃণমূল সরকার ৷ যারা আপনাদের টাকা চুরি করেছে, তাদের আপনারা ক্ষমা করবেন? আমি সাজা দেব এদের ৷ আমি গ্য়ারান্টি দিচ্ছি, যারা আপনাদের কাঁদিয়েছে, তাদের ছাড়ব না ৷ যারা আপনাদের লুঠ করেছে, দুর্নীতি করেছে তাদের আমি ছাড়ব না ৷"

আরও পড়ুন

'ভোট জিহাদে' চুপ তৃণমূল-বামেরা, 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ মোদির

বাংলায় যত বেশি বিজেপি সাংসদ, তত বেশি বিকাশ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Last Updated : May 3, 2024, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.